নাক ডাকায় হতে পারে ক্যান্সার, রক্তচাপসহ নানা রোগ নাক ডাকা বন্ধ করার উপায়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৫৬:০৯ সন্ধ্যা



হঠাৎ করে ঘুমোনোর সময় নাক ডাকতে শুরু করেছেন? যদি ভাবেন যে নাক ডাকা তো খুবই একটা সাধারণ জিনিস‚ তাহলে আপনি কিন্তু ভুল করছেন। নাক ডাকা কিন্তু গম্ভীর ও জটিল রোগের ইঙ্গিত হতে পারে। বা যদি আপনি আগে থেকেই কোনো রোগের শিকার হন‚ তা আরো জটিল হয়ে উঠতে পারে।

নাক ডাকার জন্য এগুলো হতে পারে।

১) হাইপারটেনশন

২) ডায়াবেটিস

৩) মোটা হওয়া

৪) স্ট্রোক

৫) ডিপ্রেশন

৬) লিবিডো কমে যাওয়া

৭) মাথাব্যথা

৮) যারা নাক ডাকেন দেখা গেছে তাদের অম্বল‚ বুক জ্বালা হওয়ার আশঙ্কা অনেকটা বেড়ে গেছে

৯) ক্যান্সার

নাক ডাকা বন্ধের উপায়

১) কাত হয়ে ঘুমানো

২) ওজন কমানো

৩) নেশাজাতীয় দ্রব্য ও ঘুমের ওষুধ পরিহার

৪) বেশি বালিশ নেওয়া

৫) ধূমপান ছেড়ে দেওয়া

৬) নির্দিষ্ট সময়ে ঘুম

৭) শরীরচর্চা

৮) প্রচুর পানি পান করা

৯) নাসারন্ধ্রের পথ পরিষ্কার রাখা

১০) ঘুমাতে যাওয়ার দুই ঘণ্টা আগে রাতের খাবার খাওয়া

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358851
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : এ সকুলের আমি হেড মাস্টার বলতে পারেন৷ আমি ঘুমালে আশ পাশের লোকের ঘুম হারাম করে দেই৷ মজার ব্যাপার আমি কিছুই জানতে পারিনা৷ সম্প্রতি এক পত্রিকার পরামর্শে দৈনিক একটি আপেল, একটি মাঝারি গাজর, এক গাঁট আদা, একসাথে ব্লেণ্ড করে নিংড়ে রস বার করে ১/৪ লেবুর রস মিশিয়ে খাই৷ বিশ্বাস কিছুটা কমেছে৷ এ সমস্যা যাদের আছে, ট্রাই করে দেখতে পারেন৷
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৫
297635
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন তো
ধন্যবাদ
358863
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১৩
আবু জান্নাত লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৮
297636
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
358873
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪৬
আফরা লিখেছেন : সব চেয়ে বড় কথা এটা আরেকজনের ঘুমের ডিষ্টার্ব করে ।
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৯
297642
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
358882
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১২
বিবর্ন সন্ধা লিখেছেন : নাক ডাকা বন্ধের যে উপায় বললেন,

এগুলো না থাকলে ও যারা ডাকে ???

তাদের বিষয়ে কিছু থাকলে বলেন Sad Waiting
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৪৬
297661
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জানা যে নাই কি আর করা
তাদের নাকে ডাকলে সেটা বরদাশত করতে হবে
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৯
297669
বিবর্ন সন্ধা লিখেছেন : হুমম

রাত জাগা পাখির মত Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File