আওয়ামিলীগকে কবর দিয়েছিল মুজিব আর মুজিবকে শেষ করেছিল আওয়ামিলীগ ইতিহাস আজ সেই কথাটাই বলছে । বিচার জাতীর কাছে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১১:১২ রাত



১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের চাকা অন্যদিকে টার্ন নিল। শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো।

এই পট পরিবর্তনের পর দেশের মানুষ দেখতে লাগলো মুখোসের আড়ালে কিছু মানুষের সত্যিকার চরিত্র।

ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নিয়ে গালভরা বুলি যারা এতদিন বলে এসেছেন তাদের চেহারা গুলো মানুষের কাছে পরিষ্কার হলো। অমানবিক চরিত্রের দুটো উদাহরণ

১) ওসমানী যিনি বাংলার মানুষের কাছে স্বাধীনতা যুদ্ধের প্রাণপুরুষ ছিলেন তিনি কাল বিলম্ব না করে মোশতাকের প্রতিরক্ষা উপদেষ্টা হলেন।

২) আর ভাসানী যাকে মুজিব পিতার মত সম্মান করে গেছেন, সেই পুত্রসম মুজিবের বিশাল লাশটি যখন পড়েছিল ৩২নম্বর বাড়ীর সিঁড়িতে তখন মজদুর জননেতা ভাসানী মোশতাক সরকারকে অভিনন্দন জানিয়ে আল্লার কাছে মোনাজাত করেছিলেন। !

আর ইনুরা !! Cheer Cheer Cheer Cheer Wave Wave Wave Wave

ট্যাংকের উপর চড়ে খুশির ফোয়ারা ছড়াচ্ছিল যেমন আজকে ও হাসিনার সামনে ছড়াচ্ছে ।

এই ইনুরা কাল সাপের থেকেও জঘন্য এদেরকে জ্যান্ত পুতে ফেলতে হবে জাতে ওদের বংশধররা বুঝতে পারে বিদ্ধেষ ছড়ানোর পরিনাম কত ভয়াবহ হয়

অপেক্ষায় থাকলাম

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358770
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:১৩
শেখের পোলা লিখেছেন : দেখার অপেক্ষায় থাকলাম৷ধন্যবাদ৷
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৩৮
297599
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ
358781
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৬
হতভাগা লিখেছেন : ভানুর মত - দেখি না কি হয়
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৩৯
297600
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হবেতো অবশ্বই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File