বিছমিল্লায় গলদ বলেছে বাগধারায় অন্য কোন রুপক অর্থ কি ছিলনা পন্ডিত !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:২৩:২৯ দুপুর

বাবা আর সন্তানের মধ্যে কথা হচ্ছে

বাবা: বিছমিল্লায় গলদ বলতে তুই কি কি বুঝিস রে গেদা !

ছেলে:ভুল বাবা জান ভুল। সবই ভুল।।

বাবা: আরে বোকা ভুলটা তো বুঝলাম ব্যাখ্যা চাইছি তোর কাছে।

ছেলে: বাবা কথাটাইতো ভুল। বিছমিল্লাহয় কখনো ভুল হয়না বাবা এটা তো কোরানের আয়াত । দুনিয়ার কোন পন্ডিতরাইতো কোরানের ভুল ধরতে পারলোনা আর বাঙ্গালীরা দুই কলম লেখা পড়া করেই কিনা বলছে বিছমিল্লায় গলদ। বাগধারাটা বিছমিল্লা দিয়ে দেওয়াটাই চরম ভুল এবং নেহায়েত ভুল। যে বা যারা এই বাগধারাটা বানাইয়াছে অনসন্ধান করে দেখা যেতে পারে সেই লোকটি মুসলমানদের বিপক্ষের কোন লোক।

আজকে আমাদের দেশে বই পুস্তক নিয়ে আলোচনা করবেন ! তাইলে তো সর্বনাস।

রিতিমতন সেখানে যৌনসুরসুড়িমুলক বই এবং অধ্যায় আছে।

ডিজিটালের আগমন হলো যুবক শ্রেনীর অনেকাংশ টাল হতে লাগলো। ইন্টারনেট দ্বারা চটি বই পড়ে ক্রেইম এবং রেফ করা শুরু করলো।

বুঝলেন ওরা কেন বলেছে বিছমিল্লায় গলদ !!

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358603
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৮
হতভাগা লিখেছেন : এই জঘন্য সংবাদ কৈ পাইলেন ? রেফারেন্স দেন ।
০৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪০
297472
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : গত ৪ দিনের মধ্যে মানবজমিন পত্রিকায় ছিল অনেক চেষ্টা করেছি রেফারেন্জ না পাওয়াতে আমার লেখার ঐ অংশটুকু ডিলেট করে দিয়েছি
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:২২
297505
হতভাগা লিখেছেন : এরকম উল্টা-পাল্টা পোস্ট দিলে এখন থেকে আর কোন কমেন্ট হবে না , হবে


358609
০৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১২
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : সংবাদটা কি আদৌ সত্য?
358616
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সম্ভবতঃ এ খবরটির কথা বলছেন-
[url href="http://bengali.oneindia.com/news/india/25-year-old-kerala-youth-held-for-raping-mother-002030.html" target="_blank"]লজ্জা! কেরালায় নিজের ছেলের হাতেই ধর্ষিতা মা, এ জঘন্য অপরাধের কি কোনও শাস্তি আছে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File