প্রথম আলু পত্রিকা পাব্লিকে পড়লেও লাভ না পড়লেও লাভ: মতি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:০১:৩৯ রাত



দেশের শীর্ষস্থানী ভারতপন্থী পত্রিকা দৈনিক প্রথমালু ওরফে দৈনিক ভারতের আলু পত্রিকার সম্পাদক, চুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধি মতিউর রহমান মতি বলেছেন, “আলু পত্রিকা পাব্লিকে পড়লেও লাভ না পড়লেও লাভ।” তিনি বলেন, অনেকেই আশংকা করছেন সারাদেশে পৌরসভার নির্বাচনের পর , আলুর দাম কমে যেতে পারে। আমি কিন্তু আলুর দাম কমে যাওয়া নিয়ে মোটেও চিন্তিত নই। তিনি বলেন, আমার আলু পত্রিকা পাব্লিকে পড়লেও লাভ, না পড়লেও লাভ।

প্রথম আলু পাব্লিকে পড়লেও লাভ না পড়লেও লাভ: মতি

আবেগঘন কন্ঠে মতি বলেন, “আমি আমার দৈনিক ভারতের আলো পত্রিকায় আশরফুলকে নিয়ে প্রথম পাতায় ৮ কলাম হেডলাইন দিয়ে নেগেটিভ নিউজ করি, কিন্তু রামপালে ভারত মাতার বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নামে সুন্দরবন দখল আর ধ্বংসের পাঁয়তারার খবর ছাপাই ভেতরে পাতার সিঙ্গেল কলামে। দেশে ভারতমাতার ট্রানজিটের নামে দেশের পশ্চাদ্দেশের বাঁশ দেবার খবর ছাপাই তৃতীয় পাতায় দুই কলামে। বস্তুত আমার দৈনিক ভারতের আলো প্রভুকে খুশি রাখার জন্য সব আয়োজনই করে থাকে। এসব কারণে দৈনিক ভারতের আলুর একটি নিন্মমানের ভারতীয় টয়লেট টিস্যু হিসেবেও বাজারে এর কাটতি রয়েছে।”

“তাই সিটি কর্পোরেশন নির্বাচনেরে পর দৈনিক ভারতের আলুর পাঠক বাড়লেও মতির লাভ হবে, না বাড়লেও মতির লাভ ঠিকই হবে। মতি তার ভারতের আলো টয়লেট টিস্যু হিসেবে বাজারে বিক্রি করে ক্ষতি পুষিয়ে ঠিকই লাভ করবে। মতির লাভের গুড়ে কেউ হাত দিতে পারবে না,” মন্তব্য করেন বিশিস্ট চুশীল সম্পাদক মতি।

সংগ্রহিত : দৈনিক হুক্কাহুয়া

বিষয়: বিবিধ

১৯৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358243
০২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৫১
হতভাগা লিখেছেন : প্রথম আলু নিয়মিত খাওয়া উচিত , না হলে শত্রুর গতি বিধি বোঝা মুশকিল হবে।
০২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১৭
297212
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক দিন পরে আসলেন , বেড়াতে গিয়েছিলেন কি না
মন্তব্যর জন্য ধন্যবাদ
০২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫০
297227
হতভাগা লিখেছেন : অসুস্থ ছিলাম (পা ভাঙ্গা) , এখনও আছি । তবে আল্লাহর রহমতে এখন বেশ ভাল - আল'হামদুলিল্লাহ । উপরন্তু ব্লগেও ঢুকতে পারছিলাম না ।
০২ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:০১
297228
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওহ;;;;;
দুখিত
358248
০২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪২
আলআমিন লিখেছেন : nice
০২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১৭
297213
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File