নিজেকে পন্ডিত মনে করেছিল ইবলিশ ! এই ব্লগে এক ব্লগারও ইবলিশ হতে চলেছে নিজেকে পন্ডিত ভাবছে এবং সবাইর ভুল ধরতেছে ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:০২:৪৬ দুপুর

জ্ঞানীরা কখনো তর্ক করেনা। তাদের জ্ঞানের পরিধি প্রমানিত হয় লেখনির মাধ্যমে অথবা আচার আচরনের মাধ্যমে ।

আর মুর্খরা সব সময় তর্ক করতে ভালবাসে , অন্যকে খোচা দিয়ে কথা বলতে ভালবাসে । ওরা মনে করে নিজেকে জ্ঞানী জাহির করতে অবশ্ব্যই কারোর সাথে বাহাসে যেতে হবে ।

এমনি এমনি কেউ কারোর সাথে বাহাস করবে না অবশ্ব্যই তার মান সম্মান নিয়ে খোচা দিতে হবে তবেই লোকটি তার সাথে বহচ করবে।

সুন্দর পরিবেশে পরিচালিত ব্লগটাকে তর্ক বিতর্ক জুড়তে নিজেকে পন্ডিতের পন্ডিত সাজাচ্ছে একজন ব্লগার।

লোকটি মাঝে মাঝে হারিয়ে যায় , মনে হয় আমরা একটু স্বস্তিতে আছি। কিন্তু আবার আগমন !!

আগমন হলেতো সমস্যা নাই কিন্তু সেই আগমন হয় গিবত চোগলখুরি এবং মিথ্যার ফুলঝুড়ি নিয়ে ।

অহেতুক বানোয়াট কথা বলবে যাতে গিয়ে গায় পড়ে ঝগড়া করা যায় । নিজেকে জ্ঞানী ভাবে । মক্কা মদিনার আলেমদের গলদ , বাংলাদেশের আলেমদের গলদ , ইসলামী দলগুলির গলদ ইত্যাদি ইত্যাদি।

আপনারা নিশ্চয় তাকে চিনেছেন ...........

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358173
০১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:০০
ঘাড় তেড়া লিখেছেন :
আমাদের জনাব আবুল হেকম ছাড়া আর কে।
যিনি (মনে করেন যে তিনি) সব জানেন ও বুঝেন।
তামাম দুনিয়ার আলেম সমাজের ভুল তিনি একাই ধরে দিচ্ছেন...

০১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৮
297151
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি নামটি উহ্য থাকা ভাল কারন উনি এমন একজন ব্যাক্তি যিনি পায় পাড়া দিয়ে ঝগড়া করতে অভ্যস্ত
উনি আমার বিরুদ্ধে একটা ব্লগও পোষ্ট করেছেন । আল্লাহ তাকে হেদায়েত দান করুক
358175
০১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুই চারটা পাগল না থাকলে জিবনের মজাও নষ্ট হয়ে যেত!!!
০১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৯
297152
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তা অবশ্ব্য ঠিক
ধন্যবাদ
358185
০১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৮
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : এই ব্যাক্তিকে মনে হয় মোটামুটি সবাই চিনে।
০১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪১
297154
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক ধরেছেন
মাঝে মাঝে ঝটকা মারে পর পর কয়েকটা হাবিজাবি মনগড়া কিচ্ছাকাহিনী লেখে ,কিছু বিশিষ্ট ব্যাক্তিদের নামে কুটসা রটনা করে নিজেকে বাহাদুর সাজার ভাব করে
আল্লাহ তাকে হেদায়েত দিক
০১ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
297155
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : আমীন।
358192
০১ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২২
জেদ্দাবাসী লিখেছেন : লোকটার মেধা ছিল, অন্যর কুটসা রটনা করতে করতে নিজেকে খুব নিচে নামিয়ে ফেলেছে।
ঠিক বলেছেনন, "জ্ঞানীরা কখনো তর্ক করেনা। তাদের জ্ঞানের পরিধি প্রমানিত হয় লেখনির মাধ্যমে অথবা আচার আচরনের মাধ্যমে । "
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৩
297168
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জেদ্দাবাসী ভাই আপনাকে অনেক ধন্যবাদ
আমি রিয়াদ থাকি
358196
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আমার মনে হয় আরো ২০-২৫ জন নাস্তিকের দরকার আছে এই ব্লগে। আপনি বোধ হয় নিজেকে সেলিব্রিটি হিসেবে ভাবছেন। অার যাকে নিয়ে পোস্ট করেছেন সেও একটা বিজ্ঞাপণ পেয়ে গেল। আশা করি নির্বোধের মতো এরকম আর পোস্ট করবেন না। ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৪
297169
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : না দাদা আপনি নিশ্চয় সেই লোকটিকে চিনেননি তাই এমন কথা বলেছেন
তার প্রতিটা পোষ্ট পড়লে মনে হবে দুনিয়ার সবাই ভুলের মধ্যে আছে শুধু মাত্র সে ছাড়া
০২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৩২
297200
আনিসুর রহমান লিখেছেন : I am thinking one Goat loving big head person but not sure
358209
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫০
শেখের পোলা লিখেছেন : বাছা শাকেও পোকা থাকতে পারে৷ আর আল্লাহর দুনিয়ায় বৈচিত্র থাকবেই৷ সবটাই পরীক্ষা৷ আমরা যেন ফেল না করি৷ ধন্যবাদ৷
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৫
297170
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
358235
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৪৫
আফরা লিখেছেন : সে একটু বেশী পন্ডিত ।
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৫৭
297187
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি আপু
খালি কলস যেমন ঠিক তেমন পন্ডিত
আপনাকে অনেক ধন্যবাদ
358644
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩২
শরীফ মোঃ মুনতাসির লিখেছেন : চিনতে আমার একটু বেগ পেতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File