শিয়ালের হাত থেকে আমাদেরকে বাঘের হাতে জিম্মি করবেন না-১৯৭১ সালের আলোচনা এবং অনুতাপ ! ! ! ! সংগ্রহিত

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ জানুয়ারি, ২০১৬, ০৫:৫৬:৪৭ বিকাল

কবি নজরুল একদিন কথার প্রসঙ্গে বলেছিলেন,

"খোদার বক্ষে লাথি মার"।

এই কথা বলার পর সারা কুমিল্লা উত্তাল হয়ে গেল।

মাওলানারা তাকে কাফের ঘোষনা দিল;

আরো বললঃ যে মানুষ খোদার বুকে লাথি মারতে পারে সেই বেয়াদবের জায়গা এই দেশে হবেনা।

কবিকে বলল এর জবাব দিতে হবে। কবি বললেন, ঠিক আছে আমি জবাব দিবো।

আপনারা একটি সমাবেশের আয়োজন করেন।

হাজার হাজার মানুষ উপস্থিত হল।

কবি আসলেন, সবাই কবিকে বেইজ্জত করার প্রস্তুতি সম্পন্ন করল।

কবি মঞ্চে উঠে শুধু দুইটি কথা বললেন,তিনি বললেনঃ খোদা নিরাকার। তাঁর বুকে কি লাথি মারা সম্ভব ?

যে খোদার বুক আছে সেই খোদার বুকে লাথি মারতে বলেছি।

কবি একথার দ্বারা দেব দেবীকে বুঝিয়েছেন ৷

দুধ বিক্রি করে চা খাওয়া জনগণ আর বেটকায় বেটকায় নুরাণী জর্দা

দিয়ে পান খাওয়া মাওলানাদের বুঝ হয়ে গেল। না বুঝে চিল্লাইয়া, এককাপ চার বিনিময়ে বিক্রি হয় একমাত্র হুজুগে বাঙ্গালীরা ৷

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী যুদ্ধ করেনি। অস্ত্র হাতে নেয়নি। এই

কারনে শুরু হয়ে গেল রাজাকার উপাধি।

আজ ৪৫ বছরেও কেউ জানতে চাইনি জামায়াতের বক্তব্যটি আসলে কী ছিল?

কেউ জানতে চায়নি জামায়াত ইসলাম কেন সেই দিন অস্ত্র হাতে নেয়নি ? জামায়াত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিলোনা। যুদ্ধের কৌশলের বিরোধী

ছিল।

মরহুম গোলাম আজম সাহেব শেখ মুজিবকে বলেছিলেন, পূর্ব আর পশ্চিম পাকিস্তান ভৌগলিক সীমারেখার যে পার্থক্য; এইভাবে কোন দেশ চলতে

পারেনা। আমরা আজ না হয় কাল স্বাধীন হবোই হব। দয়া করে আপনি

গান্ধীর ফাঁদে পা দিবেন না।

শিয়ালের হাত থেকে আমাদের বাঘের হাতে জিম্মি করবেন না।

কারণ শিয়াল হাটুর নীচে কামড়ায়। আর বাঘ মানুষের কলিজা

খায়।

শেখ মুজিব গোলাম আজম সাহেবকে আস্বস্ত করলেন যে, আপনি কোন চিন্তা করবেন না।

শেখ সাহেব ৭ই মার্চ ভাষণের একদিন আগেও স্বাধীনতার ঘোষণার

বিরুদ্ধে ছিলেন। কিন্তু কিছু বাংলাদেশী গান্ধীর ভারাটে দালাল শেখ সাহেবকে জোর করে স্বাধীনতা ঘোষণা করাইলো।

যদিও শেখ সাহেবের গোটা ভাষনে স্বাধীনতা ঘোষনার পক্ষে স্পষ্ট কোনো বক্তব্য নেই ৷

― এই অগোচালো সিদ্ধান্ত বাংলাদেশের কোন আলেম সমাজ মেনে

নেয়নি। জামায়াতে ইসলামীও তাদের একটি অংশ।

সাড়ে সাত কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষও এই স্বাধীনতা চায়নি।

আপনি আপনার এলাকায় যাচাই করুন কয়জন মুক্তিযুদ্ধা আছে? যুদ্ধ বেজে

গেল, পাকিস্তানিরা ভারতের উপর ক্ষেপে গিয়ে পাইকারী

ভাবে হিন্দুদের হত্যা করা শুরু করে।

ভারত সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করে। দেখা গেল উভয় পক্ষে মুসলমান মরতেছে, মজা মারতেছে ভারত।

এরি মধ্যে ভারত আবার পাকিস্তানীর প্রধান নিয়াজীকে যুদ্ধে বিরতির

প্রস্তার দিল। নিয়াজী মেনে নিল।

যুদ্ধ বিরতি হয়ে গেল ৯৩ হাজার সৈন্যের পরাজয়। এগুলো সবার জানা

বিষয়।

সশস্ত্র ৯৩ হাজার সৈন্যের সাথে বাংলদেশের লুঙ্গি বাহিনী মুক্তি যোদ্ধারা কত নতজানু হত?

কিন্তু এই বাস্তব ইতিহাস আজ বিলুপ্ত। এই ইতিহাস আজ হাস্যকর।

এই অপরাধে আজ জামায়াতের উপর এতো নির্যাতন, নেতারা ফাঁসির মঞ্চে।

✘ কবি নজরুলের কথার মত বাঙ্গালিরা কিছুদিন পর বুঝতে শুরু

করে জামায়াত ইসলামীর ভাষা।

স্বাধীনের পর যখন ভারতীয় সৈন্যদল বাংলাদেশের সব জিনিষ লুট করে নিয়ে যাচ্ছে তখন সেক্টর কমান্ডার মেজর জলিল অস্ত্র উচিয়ে বলেছিলেনঃ

আমাদের আরো একটি মুক্তি যুদ্ধের দরকার।

স্বাধীনের পর শুরু হল ভারতের যুদ্ধের বিনিময়। নয় মাস আগে শেখ সাহেবের সাথে কথা বলতে গান্ধীর বুক কাঁপত।

সেই গান্ধী শেখ সাহেবকে ২৫ বছরের গোলামী চুক্তি করাইল।

এখনো জাতি জানেনা, এই গোলামী চুক্তিতে আসলে কী লিখা ছিল?

সেখানে ছিল শেখ সাহেবকে গান্ধী বললঃ

ফারাক্কা বাঁধটি একটু খুলে দাও' শুধু পানির কিউচেক পরীক্ষা করার জন্য। ৭

দিন পর আবার বন্ধ করে ফেলব। কিন্তু আজ ৪৫ বছরে হয়ে গেলো,এখনও সেই ৭ দিন শেষ হলো না।

হঠাৎ আমরা হয়ে গেলাম এক হিন্দু রাজার গোলাম। এই গোলামী বোঝা বহন করে এখনও চলছি।

এখন একজন 'বঙ্গবীর' খেতাব প্রাপ্ত কাদের সিদ্দিকী যখন বলেঃ

স্বাধীনতা যুদ্ধ করে ভুল করেছি।

জামায়াত যেটা ৪২ বছর পূর্বে বুঝেছিল,সেটা আমরা আজ বুঝতেছি।

অনেক মুক্তিযুদ্ধা যখন বলেঃ যদি এমন জানতাম স্বাধীনতা যুদ্ধ করতাম

না। তাহলে এখন প্রমাণিত হলঃ ৭১ সালে জামায়াতে ইসলামীর

সিদ্ধান্ত সঠিক ছিল। আজ ন্যায্য মুল্যে কিনা স্বাধীনতা" বিনামুল্যে ভোগ করছে ভারত।

✔ এই বাঙ্গালি যেমন চিন্তা না করে কবি নজরুলকে কাফের ডাকল। সেই

বাঙ্গালী না বুঝে জামায়াতে ইসলামীকে রাজাকার ডাকা শুরু করল এবং তাদের সাথে যোগ দিলো কিছু ফতওয়াবাজরা। এমন একদিন আসবে

যেদিন বাঙ্গালী জাতি নিজের ভুল বুঝে মরহুম গোলাম আযমের

কবরে ধরে মাফ চাইবে।

বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357895
২৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


পড়লাম, যথার্থ বলেছেন, সহমত

দোয়া করি, জাযাকাল্লাহ..
২৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
296971
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ
357904
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : কয়েক বছর আগে আমি লিখেছিলাম 'এমন একদিন আসবে বাঙ্গালী ফুলের মালানিয়ে তাদের পরাতে চাইবে কিন্তু তারা থাকবে না'৷ আশা করি এ গুলো সত্যে পরিনত হবে৷ আর এ জন্যই আমাদের সমবেত তওবা দরকার৷ ধন্যবাদ আপনাকে৷
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৭
296977
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভিতর ঈমানী জযবা বাড়াইয়া দিক সকলে মিলে মাবুদের দরবারে তওবা করি যাতে আমাদের ছোট্ট দেশটিকে হেফাযত করেন এবং সোনার মানুষদেরকেও মাহফুয রাখেন
আপনাকে অনেক ধন্যবাদ
357949
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৭ই মার্চ এর পরেও শেখ মুজিব স্বাধিনতা ঘোষনা দেননি।
২৯ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:২৩
297027
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ১০০ ভাগ সত্য
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File