জীবন যাপন অনেক কঠিন ,বৈধ পথে যেমন অবৈধ পথেও তেমনই শুধু মাত্র টিকিট প্রাপ্তরা ব্যাতিত...........
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ জানুয়ারি, ২০১৬, ১০:১৯:৫৫ রাত
দুই কাম যদি করতে পারেন তবে জীবন যাপন সাময়িক সহজ হবে কিন্তু কতক্ষন সহজ থাকবে সেটা বলা যাচ্ছেনা ।
প্রথমনত অবৈধকে বৈধ বলতে হবে , নাযাজেকে যায়েজ বলতে হবে , মিথ্যাকে সত্য বলতে হবে এমনতরো যত বৈধ কাজ আছে সেটার বিপরিত বলতে পারলে আপনি টিকিট পাবেন এবং কঠিন জীবন যাপন থেকে সাময়িক সময়ের জন্য মুক্তি পাবেন।
হা তাতেও কিন্তু কিছুটা সন্দেহ থেকেই যায় যদি আপনি ঐ ছেলেকে নেতা হিসেবে না মানতে পারেন যার মায়ের বিয়ের সময় আপনি বরযাত্রি গিয়াছিলেন। তাকে নেতা না মানলে বা না মানতে পারলে কিন্তু আপনি যত খারাপ কাজ করেন আর যতই ঘৃনিত কাজ করেন না কেন আপনার জীবন নাস হওয়ার সম্ভাবনা থেকেই যাবে।
দ্বীতিয়ত আপনাকে মুক্তিযোদ্ধা হতে হবে। ভাবছেন মুক্তি যোদ্ধা হব কি করে আমার জন্মইতো মুক্তিযুদ্ধের পরে !!
আশ্চার্য হওয়ার কোন দরকার নাই আপনি যদি আওয়ামিলীগের সদস্য হতে পারেন তবে আপনি মুক্তিযোদ্ধাতো হবেনই আর তা না হতে পারলেও রাজাকার বা অন্যকোন বদআছরের গালির থেকে অনায়াসে বেচে যাবেন । পুলিশের চাকুরী না করেও পুলিশের ভুমিকা রাখতে পারবেন বিরোধী দলের লোকদেরকে গ্রেফতারের ক্ষমতাপ্রাপ্ত হবেন কিছু কালের জন্য তবে সেই কালটাও বলা যা্চ্ছেনা কতক্ষন স্থায়ী হবে।
এখানেও আপনাকে আগের নেতাকে মানতে হবে কারন সে বড় বেয়াদপ মুরুব্বিদেরকে অপমান করে দাপিটুপি আলাদেরকে কটাক্ষ করে ইসলামকে হেও করে , যদি সেটা মানতে পারেন তবে আপনার জীবন যাপনও সহজ হবে ক্ষন কালের জন্য । যদি এর ব্যাতিক্রম হয় শ্বশানেও নিয়ে ওরা আপনার শরীরকে ভশ্ম করে দিবে।
আসুন জীবকে সহজ করারা জন্য জনমত তৈরী করি মনোবল চাংগা করি আর বাতিলকে নিপাত করার জন্য ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদের সবাইকে এই ছামিয়ানার তবে আসার তওফিক দিক
আমিন
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন