কেন আজকে হাতাশা, এই জাতির মাঝে ! ঈমানী পরীক্ষা নেয়ার সঠিক সময় তো স্বয়ং আল্লাহ তা'য়ালাই বেছে নিয়েছেন !!তাহলে তোমরা হতাশ কেন !!! এই ঈমানী পরীক্ষা দিতে হয়েছিলো মুহাম্মদ (সাঃ)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ জানুয়ারি, ২০১৬, ১০:২১:৫৪ রাত



এই পরীক্ষা শুধু কাদের মোল্লা, কামারুজ্জামান আর মুজাহিদ কে দিয়ে শুরু নয় , আর মতিউর রহমান নিজামী কে দিয়ে শেষ নয়।

এই ঈমানী পরীক্ষা দিতে হয়েছিলো মুহাম্মদ (সাঃ) কে শিয়াবে আবু তালেবে , দিতে হয়েছিলো তায়েফের ময়দানে কিংবা বদর,খন্দক,উহুদে।

মনে পড়ে সেই বেলালের কথা ! কিংবা খুবায়ের খাব্বাবের কথা।

মনে পড়ে সেই হুযায়ফার কথা ! উত্তপ্ত তৈলে ঈমানের জয়গান।

হানযালার সেই কঠিন দৃশ্য, আর আমীর হামযার গর্জন, জাফর ইবনে আবু তালিবের সেই দাঁত কমড়ানো ইসলামের পতাকা ঝান্ডা।

আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, আর সেই জীবন্ত শহীদ তালহা ইবনে যোবায়েরের

কথা ! কেন আজকে হাতাশা, এই এক জাতির মাঝে !! ঈমানী পরীক্ষা নেয়ার সঠিক সময় তো স্বয়ং আল্লাহ তা'য়ালাই বেছে নিয়েছেন। তাহলে তোমরা

হতাশ কেন !!!

প্রস্তুত থেকো সর্বদা,এই পরীক্ষা আল্লাহ নিজেই বলছেন নিবেন,তাহলে এখানে

আপনার আমার কি !!!

আমার কাজ হলো এই পরীক্ষায় এমান রেজাল্ট করা,আমার উপর আমার রবের সন্তুষ্টি,আর আমার রবের উপর আমার সন্তুষ্টি উপরে।আর সেই সন্তুষ্টির জন্য যদি জীবনটুকু দিতে হয়,তবে অসুবিধে কি !!!!

সেই তো পরম সন্তুষ্টি। আর এটা তো উপরের সবাই করে গেছেন।

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357209
১৯ জানুয়ারি ২০১৬ রাত ০৪:০৩
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার লেখা।
১৯ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৪
296433
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ধন্যবাদ
357216
১৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:১১
শেখের পোলা লিখেছেন : ইমানের পরীক্ষা অবশ্যই দিতে হবে ও পাশ করতে হবে৷ তাতেই আছে প্রকৃত সফলতা৷ধন্যবাদ৷
১৯ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৪
296434
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File