শহীদ মুহাম্মদ কামরুজ্জামানের ফাঁসি রাত ১০ টায় কার্যকরের কথা থাকলেও ৩০ মিনিট দেরি হয়েছে কেন জানেন !!!না জানলে জানুন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ জানুয়ারি, ২০১৬, ১১:৫৬:০৯ সকাল
রাত ১০ টার কিছুক্ষণ আগে উর্ধ্বতন কর্মকর্তারা ২ জন লোককে পাঠায় কামরুজ্জামান ভাইকে নিয়ে আসার জন্য কিন্তু তারা ভিতরে গিয়ে দেখেন তিনি
নামাজে আছেন। তাই তারা পাশে দাঁড়িয়ে থাকেন নামাজ শেষ করার জন্য
কিন্তু নামাজ শেষ করে কামরুজ্জামান ভাই তাদের বললেন আমার সময় কি শেষ?
শেষ হয়ে থাকলে চলুন
কিন্তু তাদের কোন উত্তর না পেয়ে তিনি বললেন আমার সময় শেষ হলে বলবেন
তাদের কোন উত্তর নেই
ঠায় দাঁড়িয়ে আছে!!!!!
এত দেরী দেখে একজন উর্ধ্বতন কর্মকর্তা তাঁর কক্ষে আসেন। দেখেন কামরুজ্জামান ভাই নামাজে আছেন তিনিও দাঁড়িয়ে থাকলেন। নামাজ শেষে
কামরুজ্জামান ভাই আবার বললেন আমার সময় শেষ হলে চলুন !!!!!!!!
কথা শুনে উর্ধ্বতন কর্মকর্তা ও নিশ্চুপ। বেশ কিছুক্ষণ পর অবশেষে
উর্ধ্বতন কর্মকর্তা শুধু এতটুকু বললেন স্যার রাত দশটা পার হয়ে গেল
কামরুজ্জামান ভাই বললেন তাহলে চলুন আমি রেডি হয়ে আছি !!!!!!!!!
তারপর তার মৃত্যুদণ্ড কার্যকর করে
পরে সেই উর্ধ্বতন কর্মকর্তা কামরুজ্জামান ভাইয়ের আইনজীবী কে বলেছেন আমি
অনেক আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখেছি কিন্তু কামরুজ্জামান স্যারের
মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আমি সৎ আর অসৎ মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের পার্থক্য বুৃঝতে পেরেছি!!!
আল্লাহ তাকে শহীদের সর্বচ্চো মর্যাদা দান করুন। (আমিন)
বিষয়: বিবিধ
১৫৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন