‘চড় মারতে মারতে মুরগী কবিরের বত্রিশটি দাঁত ফেলে দিতাম’এমন কথা ফেচবুকে লিখেছেন আলিগের নেতা গোলাম মাওলা রনি ( হাস্যরস)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ জানুয়ারি, ২০১৬, ০৯:৫৩:৪৮ রাত
মুক্তিযুদ্ধের সময়কার এক মুরগী ব্যবসায়ী যুবকের দাঁত চড় মেরে ফেলে দেওয়ার ইচ্ছাপোষণ করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি।
তিনি বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে ‘একজন মুরগী কবির এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ!’ শিরোনামে লেখায় এই ইচ্ছাপোষণ করেন।
রনি লিখেছেন, ‘কবির নামে আমার একজন ভাই রয়েছে যার জন্ম মুক্তিযুদ্ধের ঠিক ৮ বছর পরে হয়েছে। মাঝে মধ্যে ভাবি- কবির যদি মুক্তিযুদ্ধের সময় তাগড়া যুবক থাকতো এবং যুদ্ধে না গিয়ে উল্টো হানাদারদের দোসর হিসেবে ক্যান্টনমেন্টে মুরগী সাপ্লাইয়ের ব্যবসার মাধ্যমে মুরগী কবির খেতাব হাসিল করতো।
পরবর্তীতে নিজের কু-কীর্তি ঢাকার জন্য বিরাট এক আদর্শিক নেতা সেজে সারাক্ষণ বকর বকর করতো। তাহলে বড় ভাই হিসেবে আমি কি করতাম?’
এরপর রনি লিখেছেন, ‘আমি চড় মারতে মারতে মুরগী কবিরের বত্রিশটি দাঁত ফেলে দিতাম। পরিবারের অন্য সবাইকে নিয়ে তাকে প্রথমে গৃহবন্দী করতাম এবং পরে আন্তর্জাতিক অপরাধ-ট্রাইবুনালের নিকট হস্তান্তর করতাম।’
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন