বাগধারায় পড়েছিলাম পুকুর চুরি মানে বড় ধরনের চুরি , কিন্তু কালকের চুরিকে কোন ধারার চুরি বলব বুঝতেছিনা। আওয়ামী লীগ ১৮০, বিএনপি ২২, অন্যান্য ২৭ !!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ ডিসেম্বর, ২০১৫, ১২:১৩:৪৪ দুপুর



যেই দলের নাম শুনলেও দেশের লোকজনের বুমি বুমি ভাব হয় , চায়ের দোকান থেকে শুরু করে বাস গ্রাম গন্জ শহর বন্দর সবখানে আওয়ামিলীগের বিরুদ্ধ মতের লোক ছইছই করছে , হাজার হাজার অনুযোগ অভিযোগ যেই দলের বিরুদ্ধে সেই দল পৌরসভায় ৯০ শতাংশ আসন জিতে !!!

গুটি কয়েক চরিত্রহীন লোক এবং গুন্ডা ছাড়া যাদের পক্ষে কোন লোক নাই তারা!!

৯০ শতাংশ লোক মজলুমদের দিকে তাকিয়ে আছে , দেশের অবাধ সুষ্ট নির্বাচন হবে তো লোকজন তাদের মতামত দিয়ে জালিম সরকারকে চীরতরে জাহান্নামের অগ্নিকুন্ডে নিক্ষেপ করবে! আমি জাহান্নাম বলতে দুনিয়ার শাস্তির কথা বলেছি

আমরা কখনো কি এই জালিমদের থেকে মুক্তি পাব !

নিশ্চয় পাব ইনশাআল্লাহ

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355798
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩৮
দ্য স্লেভ লিখেছেন : বিপ্লব যখন প্রয়োজন,তখন সংষ্কারে কাজ হয়না,এটাই তার প্রমান।
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩০
295444
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি দাদা ভাই
বিপ্লব বিপ্লব বিপ্লব চাই, বিপ্লব দেখলে আমরা নাই । বিএনপির ভিতর তো ভাড়া করা নেতা বেশি ওরা তো হালুয়া থেতে আসছে
তাই হয়তো সেনাবাহীনি যদি অগ্রসর হয় তবেই সেটা সম্ভব নইলে স্বাভাবিক নিয়মে !!
আর নয় জাতি সংঘের মাধ্যমে ব্যার্থ রাষ্টর তকমা লাগিয়ে ওদের মাধ্যমে নির্বাচত আদাই করা ছাড়া পথ মনে হয় নাই
355808
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৮
আবু জারীর লিখেছেন : বাগধারায় পরিবর্তন আনতে হবে। পুকুর চুরির চেয়েও বড় চুরি বুঝাতে "ব্যলট চুরি" ব্যবহার করা যেতে পারে।
০১ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
295579
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
355810
৩১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৫
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ লেখাটির জন্য। ওরা চুরি করলেও গনতান্ত্রীক পন্থায় চুরি করেছেন এতে দোষের কিছু নেই
০১ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
295577
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হ ভাই
সত্যি কথাটা বলেছেন গলায় ছুরি বসিয়ে বলছে শালা সাইন কর নইলে তোর প্রান কেড়ে নেওয়া হবে সেখানে মেজিট্টেট সাক্ষি। এই তো হলো গনতান্ত্রীক পন্থায় চুরি
355833
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই টাকে বউ চুরি বলতে পারেন!
০১ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
295578
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই কুলাংগার দুনিয়ার ইতিহাসে শিক্ষিত সমাজের সব চেয়ে ঘৃনিত ও মিথ্যুক প্রানী ও পারেনা দুনিয়াতে এমন কোন কিছু নাই
এমন ডাকাতির ভোটকেও সুষ্ট বললে আপনি তাকে কি বলতে পারেন ! নিশ্চয় সে পাগল নয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File