আগামী কাল পুরা দিন আওয়ামিলীগকে করব দিন- বিরোধী জোটকে ভোট দিন ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪০:২৪ সন্ধ্যা
আমাদের শরীরে শক্তি নাই , এমন মারা মেরেছে নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছি।
এত কেচ দিয়েছে হাজিরা দিতে দিতেই সময় শেষ হচ্ছে অন্য কিছু করার মতো সময় হাতে থাকছে না ।
এত পরিমান নির্যাত করেছে গ্রেফতারের পর এখন বাক শক্তি হারিয়ে ফেলেছি। অসংখ্য ভাইদেরকে জেলজুলুমের মাধ্যমে জীবনকে বিষিয়ে তুলেছে বছরকে বছর। সামান্যতম প্রতিবাদের শব্দটাও আজ আর বাকী নাই সবস্তরে যেন পরিচিত আতংক বিরাজ করছে । দোকানে বলেন গাড়ীতে বলেন অথবা নিজের ঘরের মধ্যে বলেন সেখানেও আজ নিরাপদ বোধ করছেনা কেউ।
সব কিছুকে ঝেড়ে ফেলতে হবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আর জুলুমবাজদের কবর রচনা করতে প্রস্তুত থাকতে হবে।
বিরোধী জোটকে ভোট দেওয়ার মানসিকতা তৈরী করতে হবে কোন প্রকারে যেন লীগের হায়নারা ময়দানে দাদা গিরি করতে না পারে সেই দিকে সবাইকে খেয়াল করতে হবে
সবাইকে উদাত্ব আহবান জানাচ্ছি
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন