জঙ্গি আস্তানার সেই বাড়ির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা! আর একটা নাটক মন্চস্থ হলো কিন্তু বারবার সেই নাটকের ফলাফল তাদের বিরুদ্ধেই যায়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৪:৫৭ সন্ধ্যা



জঙ্গি আস্তানার সেই বাড়ির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা!

সারাদিন মিডিয়াকর্মিরা হুমড়ি খেয়ে পড়েছে জঙ্গি আস্তানার ভিতর আর কি রহস্য আছে বা ওখানে জামায়াত শিবিরের রাজনিতির কোন লোক আছে কিনা সেই রহস্য উদঘাটনের জন্য কিন্তু এযে হিতে বিপরিদ:-

রাজধানীর মিরপুর শাহ আলী থানা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রোডের যে বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করেছে সেই বাড়ির মালিকের নাম আবুল হোসেন ভুইয়া।

তিনি একজন সিট কভার ব্যবসায়ী। মিরপুর-১ কো-অপারেটিভ মার্কেটে তার দোকান রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, আবুল হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ভয় এবং নিরাপত্তার কারণে এ বিষয়ে প্রকাশ্যে কেউই মুখ খ‍ুলতে চাচ্ছে না।

স্থানীয় এমপি আসলামুল হক ঘটনাস্থলে গিয়েছেন এবং ওই ঘটনার খোঁজ-খবর নিয়েছেন ।

বিষয়: বিবিধ

১২১১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355187
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো
355192
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
355199
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৩
শেখের পোলা লিখেছেন : মাল কড়ি ঠবিক মত দিতে না পারলে রাতা রাতি রাজাকার বা শিবিরে বদলে যেতে পারেন৷ নইলে অন্ততঃ আওয়ামীলীগের কেউনা সাঠর্টিফিকেট তৈরী হয়ে যাব৷ এ সব নাটকের স্ক্রীপ্ট তৈরীই আছে৷ ধন্যবাদ৷
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫০
294990
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
355237
২৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১৮
হতভাগা লিখেছেন : উনার দুর্সম্পকের কেউ শিবির করে কি না সেটা খতিয়ে দেখা উচিত
২৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
295017
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : না ওনার রক্ত নাকি মুজিবের রক্তর গ্রুপ মিলছে
২৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২২
295021
হতভাগা লিখেছেন : রক্তের গ্রুপ আত্মীয় - অনাত্মীয় নির্ধারনে কোন ভূমিকাই রাখে না ।

মাইর পড়লে সব সুর সুর করে বের হয়ে আসবে
২৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৫২
295023
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : না লীগতো আবার মেশিন
সেই মেশিনের এমনই গুন যে রাজাকার ও যদি মেশিনের ভিতর ঢুকে তবে অন্যপাশ দিয়ে মুক্তিবাহিনী হয়ে বের হয় আবার যারা মেশিনের বাইরেই থাকে এরা মুক্তি বাহিনী হলেও রাজাকারই থাকে
তাই মজিবের রক্ত থাকলে সেটাতো হাজার খুনও মাফ
২৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৭
295025
হতভাগা লিখেছেন : আপনাদের এই পজিশন নিয়ে হাসুবুকে হারাতে পারবেন না কখনই
If you can't beat them , join them
২৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৬
295026
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দুনিয়ার কোন জালেম স্থায়ীভাবে থাকতে পারেনি আর বর্তমানে দেশেল ৯০ ভাগ লোক হাসিনার বিপক্ষে সেখানে থাকার প্রশ্নই উঠেনা
তবে বেশী দিন হয়তো থাকবেনা
২৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১২
295028
হতভাগা লিখেছেন :
বর্তমানে দেশেল ৯০ ভাগ লোক হাসিনার বিপক্ষে





355270
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : প্রমানিত সেটা
ভোট দিক ! সেটা দিলো না মানে প্রমানিত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File