বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা!! সাধারণ জনগন সর্বদা একটা বড় ধরনের আতংকে থাকি ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ ডিসেম্বর, ২০১৫, ১১:২৭:২২ রাত



আজ আমরা বাংলাদেশের সাধারণ জনগন সর্বদা একটা বড় ধরনের আতংকে আছি, না জানি এ দেশে কখন কি না জানি ঘটে! মরার ভয়ে আছি আমরা সাধারন জনগন,কোন সময়ে না জানি নাশকতার কবলে পড়তে হয়! রাজনীতি এ দেশে আজ "যোর যার মুল্লুক তার" এ নীতিতে চলছে ৷ একটি দেশে বিভিন্ন ধরনের দল থাকবে বিভিন্ন ধরনের মত থাকবে বিভিন্ন প্রকার নীতি থাকবে এটা একটা স্বাভাবিক ব্যাপার; সকল দলের একটা উদ্দেশ্য থাকবে যে, দেশে কি ভাবে শান্তি শৃংখলা বজায় রাখা যায়! কিন্তু আমাদের বাংলাদেশে নোংরা রাজনীতির ফলে, সাধারন জনগন আজ কোণঠাসা! এ দেশে খুন,গুম,নাশকতা,বোমাবাজি, ককটেলবাজি, পেট্রোলবোমা নিক্ষেপ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, সাম্প্রদায়িক উস্কানি প্রভৃতি অসামাজিক এ কর্মকান্ড গুলো একটি নোঙরা রাজনীতির ফসল৷ এ ধংস্বাত্নক রাজনীতির কবলে পড়ে সাধারণ মানুষ আজ মাছের মতো খাবি খাচ্ছে! কত লোক এ রাজনীতির যাতাকলে পড়ে যে মারা গেছে,যাচ্ছে তার হিসাব হয়তো কেউ রেখেছেন কি না জানিনা, এর মধ্যে বেশিরভাগ কিন্তু সাধারন জনগন মারা গেছে! কত গাড়ি, কত বাড়ি, কত ঘর পুড়েছে তার হিসাব কিন্তু কেউ রাখেনা; তবে সবাই এটা জানে যে, এ দেশে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয়েছে! আর এ ক্ষতিটা বেশি ভোগ করছে এ দেশের সাধারন জনগন !!!

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355034
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রাজনীতি এখন পিস্তলের উপর নির্ভর করে চলছে।
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১৯
294831
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File