আগামীতে পারিবারিক কোন আলোচনার জন্যও সরকারের অনুমতি নিতে হবে নইলে সে আলোচনা জঙ্গিবাদী বা রাষ্ট্রদ্রহী আলোচনায় পরিগনিত হবে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৭:৪৬ বিকাল
কায়দা কৌশল তো আর কেউ কারোর কাছে শিখতে হবে না সবাইর কিন্তু কিছু না কিছু জানা আছে। কারোর কৌশল নেগিটিভ আর কারোর পজেটিভ।
যারা দেশের জন্য লোক দেখানো রাজনিতি করেছেন অতিতে এবং বর্তমানেও করতেছেন নিজেদের ক্ষমতা পাকা পক্ত করার ষঢ়যন্ত্র করে প্রতিপক্ষকে দুনিয়া থেকে সরিয়ে দিতেছেন তাদের রাজনিতি নেগিটিভ।
তারা দেশের শত্রু জনগনের শত্রু , মানবাধিকারের শত্রু । তাদের শরিরে চেতনার গন্ধে ভরা তাদের কাছে বোতলের ভিতর চেতনার স্প্রে আছে যদি কেউ নিজের বিবেক বিসর্জন দিতে প্রস্তুত হয় তখন চেতনার স্প্রে তার শরিরে ছিটিয়ে শুদ্ধ করে নিজেদের কাতারে শামিল করে যেমনটা ভারতের হিন্দুরা কয়েক মাস আগে মুসলমানদেরকে হিন্দু বানানোর ব্যার্থ প্রচেষ্টার সময় এমন করেছিল। এদের নাম লীগ
আর অন্য কৌশলীরা পজেটিভ , দেশজাতী নিয়ে তাদের রাজনিতি ,নিজেদের জাতি সত্তা নিয়ে বাচতে চায় পরগাছার মতো বাচার চেয়ে এরা মুল নিয়ে চলতে চায় । এই দেশে বহুদলিয় গনতন্ত্র প্রতিষ্টা হয়েছিল আর এই কারনে দেশের সকল দলমত সমান সুবিধা ভোগ করতে পেরেছিল ।
জাতী আবার সেই নেগেটিভ রাজনিতির যন্ত্রনার স্বীকার হচ্ছে অচিরেই হয়তো নিজেদের ঘরোয়া কোন আলোচনার জন্যও সরকারের অনুমতি নিতে হবে নইলে সে আলোচনা জঙ্গিবাদী বা রাষ্ট্রবিদ্রহী আলোচনায় পরিগনিত হবে
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন