পরীক্ষাকেন্দ্রে এ কী অবস্থা! (ভিডিও) অবৈধভাবে ক্ষমতা দখল তো করলো তারপর শিক্ষা ব্যাবস্থাকেও কি নিেজেদের কায়দায় নিতে চলেছে , ছিঃছিঃ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৩:০০ দুপুর
https://www.youtube.com/watch?v=-FH_tiyKy5Q
পরীক্ষায় পাশের হার দেখে কারো বলার সুযোগ নেই দেশে শিক্ষা ব্যবস্থা ভালো নয়। তবে এই ভালো কতটা তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক পরীক্ষা কেন্দ্রে চলছে নকলের মহোৎসব। কিন্তু তাই বলে একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দিবে ? হ্যা, এমনই একটি ঘটনার নজির মিলল এক পরীক্ষা কেন্দ্রে।
ফেসবুকে পোস্ট করা এক ভিডিও চিত্রে দেখা যায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে একজন কর্মকর্তা নকলসহ এক ছাত্রকে হাতেনাতে ধরে ফেলে। পরে এক ছাত্রী তার পরীক্ষার খাতা জমা দেয়ার জন্য এগিয়ে আসলে তাকে তার নাম জিজ্ঞাস করেন ঐ পরিদশর্ক। ছাত্রিটি তার নিজের নাম বললেও তার প্রবেশ পত্রে ছিল একটা ছেলের নাম। পরে খোঁজ নিয়ে দেখা যায়, এরকম আরও অনেকে আছে যারা মুখোস পড়ে অন্যের পরীক্ষা দিতে এসেছে ! এই যদি হয় দেশের শিক্ষা ক্ষেত্রের নমুনা তাহলে দেশের ভবিষ্যত কি তা আর বলার অপেক্ষা রাখে না।
পরীক্ষায় পাশের হার দেখে কারো বলার সুযোগ নেই দেশে শিক্ষা ব্যবস্থা ভালো নয়। তবে এই ভালো কতটা তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক পরীক্ষা কেন্দ্রে চলছে নকলের মহোৎসব। কিন্তু তাই বলে একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দিবে ? হ্যা, এমনই একটি ঘটনার নজির মিলল এক পরীক্ষা কেন্দ্রে।
ফেসবুকে পোস্ট করা এক ভিডিও চিত্রে দেখা যায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে একজন কর্মকর্তা নকলসহ এক ছাত্রকে হাতেনাতে ধরে ফেলে। পরে এক ছাত্রী তার পরীক্ষার খাতা জমা দেয়ার জন্য এগিয়ে আসলে তাকে তার নাম জিজ্ঞাস করেন ঐ পরিদশর্ক। ছাত্রিটি তার নিজের নাম বললেও তার প্রবেশ পত্রে ছিল একটা ছেলের নাম। পরে খোঁজ নিয়ে দেখা যায়, এরকম আরও অনেকে আছে যারা মুখোস পড়ে অন্যের পরীক্ষা দিতে এসেছে ! এই যদি হয় দেশের শিক্ষা ক্ষেত্রের নমুনা তাহলে দেশের ভবিষ্যত কি তা আর বলার অপেক্ষা রাখে না।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
আসলে ডিজিটালের দোষ না , দোষ হলো স্বপ্নের বাবার গুষ্টির
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন