প্রধানমন্ত্রীকে তুলে আছাড় মারার চেষ্টা (ভিডিও) এমন যদি আমাদের কোন মহাপুরুষ করতে পারবো !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৪:০২ সন্ধ্যা

বাংলাদেশের সংসদের কটুকথা আর পাশের দেশ ভারতীয় সংসদের হাঙ্গামা নিয়ে সমালোচনার শেষ নেই। ভারতের সংসদে জাল টাকা ওড়ানো বা স্পিকারের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছুঁড়ে মারার ঘটনাতেও কম সমালোচনা হয়নি।

একে অপরের উপর মরিচের গুঁড়া ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে ওই সংসদে। তাই বলে কুস্তির আখড়া! এমনটাই হয়েছে ইউক্রেনের সংসদে।

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সংসদে হাতাহাতি ‌যদিও নতুন কথা নয়। মারদাঙ্গা লেগেই থাকে। শুক্রবার কিযেভের সংসদে দেখা গেল সেরকমই এক ছবি। সেদিন সেখানে সরকারের বার্ষিক রিপোর্ট পেশ করছিলেন প্রধানমন্ত্রী আর্সেন ইয়াতেসন‌যুক।

তার আগে তার সঙ্গে হাত মেলাচ্ছিলেন সাংসদরা। এমন সময় এগিয়ে আসেন বিপিপি দলের সাংসদ ওলগে বার্নো। ফুলের তোড়া দিতে পোডিয়ামের ভিতরে ঢুকে ‌‌যান তিনি। হঠাৎই প্রধানমন্ত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে তুলে আছাড় মারার চেষ্টা করেন।

বার্নোকে থামাতে ছুটে আসেন অন্য সাংসদরা। এরই মধ্যে শুরু হয়ে ‌যায় হাতাহাতি। আর এতে আহত হয়েছেন দুই সাংসদ।

http://www.rtnn.net/bangla//newsdetail/detail/8/7/128241#.Vmwb_9J974Y

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353690
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : সেকি!সংসদে কুস্তি৷ ভাল খবর৷ জুতা ছোঁড়া চেয়ার ছোঁড়া ছুড়ি হয়ে থাকে বটে৷ এর পর আর কি হবে?
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৭
293684
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের সংসদে যদি এখন এমন হতো তবে খুব মজা হতো
353721
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব দেশের সংসদেই এমন কুস্তির ব্যবস্থা করা গেলে রাজপথে নিরিহ মানুষদের বাঁচান যেত!!
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪৮
293690
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার কথা বলেছেন
ধন্যবাদ
353748
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২১
আব্দুল গাফফার লিখেছেন : মজার কাণ্ড ! শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২২
293737
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের দেশে কবে এমন একটা ঘটনা হবে
353758
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:১৫
হাফেজ আহমেদ লিখেছেন : কয় কি!
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২২
293738
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File