শেখ হাসিনাকে থামিয়ে দিলেন সিএনএনের আমানপোর সাক্ষাত্কারে উত্তপ্ত বাক্যবিনিময় : সিএনএন প্রতিনিধিকে ভিসা দেয়া হয়নি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৬:১৯ রাত



অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রীতিমত ধমক দিয়ে থামিয়ে দিলেন বিশ্বখ্যাত টিভি স্টেশন সিএনএনের জনপ্রিয় উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপোর। সাভার গণহত্যা নিয়ে সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারের সময় এ ঘটনা ঘটে। সাক্ষাত্কারে প্রধানমন্ত্রীকে ধমকের সুরেই আমানপোর বলেন, থামুন।

শুধু তা-ই নয়, একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমানপোরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

অবৈধ প্রধানমন্ত্রীর অনেক বক্তব্য নাকচ করে দিয়ে আমানপোর বলেন, আমি যা বলছি ‘এটাই সত্য’। এক পর্যায়ে অবৈধ প্রধানমন্ত্রী সাক্ষাত্কার নেয়া বন্ধ করে দেয়ার কথা বললে সাক্ষাত্কারটির সমাপ্তি টানা হয়।

সাভারে ভবন ধসের আট দিন পর সিএনএন-কে এ সাক্ষাত্কার দেন প্রধানমন্ত্রী। স্যাটেলাইটের মাধ্যমে নিউইয়র্ক থেকে আমানপোর ঢাকায় অবস্থানরত প্রধানমন্ত্রীর সাক্ষাত্কার নেন। গতকাল ১৫ মিনিটের ওই সাক্ষাত্কারটি প্রচার করা হয়। সাক্ষাত্কারে সাভারে ভবন ধসের ঘটনাকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে।’ সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী আবারও দাবি করেন, রানা প্লাজার মালিক সোহেল রানা তার দলের কেউ নয়। এ নিয়েও আমানপোর ও প্রধানমন্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

আমানপোর বলেন, সাভার দুর্ঘটনার খবর কাভার করার জন্য সিএনএন প্রতিনিধি বাংলাদেশে আসতে চাইলে তাকে ভিসা দেয়া হয়নি। অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমকেও ভিসা দেয়নি সরকার।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

http://www.amardeshonline.com/pages/details/2013/05/04/198632#.VmhJI9J95kg

বিষয়: বিবিধ

১৪৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353402
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৩
হতভাগা লিখেছেন : এখন এইসব পুরনো জিনিস ঘাঁইটাই মনটারে স্বান্ত্বনা দেন ।
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১০
293370
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঘিতে আগুন দিয়ে গরম করছি
কারন দিবা ঘুম তো এটা ভাংতে একটু সময় লাগে তাই আর কি
কেল্লাহ রেডি
১০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৪৯
293404
হতভাগা লিখেছেন : আগে বাংলাদেশ মালদ্বীপকে ৮ গোল দিত আর এখন জিততেও পারে না ।

ঐ আগের ঘটনা দিয়াই বাংলাদেশী সাবেক ফুটবলাররা এখন সুখ খোঁজে । কোচের পর কোচ বদল করেও এখন আর পারা যায় না ।
১০ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৪
293410
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাইতো আজকে আমাদের ভাগ্য উন্নয়নের বদলে দুর্ভাগ্য দরজায় কড়া নাড়ে
মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ খেটে খাওয়া মানুষের অধিকার কেড়ে নিয়েছে
আর আলিগ তাদের রাজত্বর কায়ের জন্য মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে
353416
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৫
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৬
293386
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : why
353424
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১২
শেখের পোলা লিখেছেন : আমাদের ধমক খাওয়াই কপাল৷ আমাদের জাতির আব্বা হুজুরও জাপানী সাংবাদিকের কাছে ধমক খেয়েছিলেন৷ওতে আমাদের কিছু হয়না৷ধন্যবাদ৷
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৩৭
293391
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor হাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File