আধুনীক বিশ্বের সব আবিস্কারই আশ্চার্য তারপরেও কিছু বাস্তব হলেও বিগঘুটে, পানি সংগ্রহে এটিএম কার্ড ! তাও আবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৭:৩০ বিকাল



আমরা এতদিন শুধু টাকা তোলার কাজে এটিএম কার্ডের ব্যবহার দেখে এসেছি। কিন্তু আজব হলেও সত্য যে কেনিয়ায় পানি সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছে এটিএম কার্ড।

কেনিয়ার রাজধানী নাইরোবির বস্তিবাসী এই স্মার্টকার্ড ব্যবহার করে পানি সংগ্রহ করছে। কেনিয়ার মাথারে বস্তিতে প্রায় ৫০ হাজার মানুষ বাস করে। নাগরিক সুবিধা বঞ্চিত বিপুল সংখ্যক এই মানুষের অন্যতম প্রধান সমস্যা হলো সুপেয় পানির অভাব। তবে প্রশাসনের এই অভিনব ব্যবস্থায় অনেকটাই সমাধান করা গেছে এ সমস্যা।

মাথারে বস্তি এলাকায় স্থাপন করা হয়েছে দুটি এটিএম মেশিন। ৫০ কেনিয়ান শিলিং এর বিনিময়ে প্রিপেইড কার্ড সংগ্রহ করলেই পাওয়া যাবে পানি। এ স্মার্টকার্ড ব্যবহার করে প্রায় দুই হাজার লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে বস্তিবাসী।

নাইরোবি সিটি ওয়াটার এন্ড স্যুয়ারেজ কোম্পানি এবং গ্রুন্ডফুস নামের প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়েছে এ মেশিন। উদ্যোক্তাদের দাবি, ট্যাপ থেকে সংগৃহীত পানি সরাসরি পান করতে পারবে সবাই।

২০১৩ সালে জাতিসংঘ পরিচালিত একটি জরিপ অনুযায়ী, আফ্রিকার শহরাঞ্চলের প্রায় ৬২ শতাংশ মানুষই বাস করে বস্তি এলাকায়। এর বিশাল এক অংশ ভুগছে পানি সংকটে। তারা যেন সহজে ও সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারে, সেজন্য এসব এলাকাতেও পানির এটিএম মেশিন চালুর পরিকল্পনা করা হচ্ছে।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353365
০৯ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : অপচয় রোধে উত্তম ব্যবস্থা।
০৯ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
293352
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হা ভাল উদ্দোগ
353380
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আইডিয়া ভাল। আমরা অনেক বেশি অপচয় করি।
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০১
293362
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হা ভাল উদ্দোগ
353394
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৫
হতভাগা লিখেছেন : অপচয় রোধকল্পে ভাল একটা উদ্যোগ । বাংলাদেশকেও সামনের দিন গুলোতে এরকম সিস্টেমে আসতে হবে ।
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৫
293367
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হা ভাল উদ্দোগ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File