আজ আর একটি ড্রামা রিহাক্সাল হলো , ম্যানহোলে পড়া শিশুকে বুড়িগঙ্গা থেকে উদ্ধারের পর মৃত ঘোষণা । রিহাক্সালএ জীবন গেল এক নিরিহ শিশুর তাতে হাসুদের কি !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ ডিসেম্বর, ২০১৫, ১২:০৪:১৬ রাত



ম্যানহোলে পড়া শিশু নীরবকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। রাত আটটা ২০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধারের পর দ্রত হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ডুবুরিরা শিশু সাইফুল ইসলাম নীরবকে বুড়িগঙ্গা নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা করলে বোঝা যাবে সে জীবিত না মৃত।

মঙ্গলবার (ডিসেম্বর ০৮) বিকেল পৌনে ৫টার দিকে ম্যানহোলের ঢাকনা না থাকা গর্ত দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরব।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাজধানীর শ্যামপুর মাঠ সংলগ্ন এলাকায় নীরবদের বাসা। তার পিতার নাম মো. রেজাউল। গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

শিশুটি ম্যানহোলে পড়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় নামে ফায়ার সা‍র্ভিসের উদ্ধার কর্মীরা। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন সরকার জানিয়েছিলেন, ম্যানহোলটি অনেক বড় এবং এর ভেতরে প্রচণ্ড স্রোত থাকায় শিশুটিকে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

পরে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

সরকারের কর্তা ব্যাক্তিরা এমন ভাবে তৈরী হয়ে ছিল কখন খবর আসবে মেন হোলের ভিতর ৫ বছরের শিশুটি পড়বে ওমনি ওরা সবাই একযোগে হুমকি খেয়ে পড়বে ?

আর পাচাটা মিডিয়াগুলিও তৈরী ছিল লাইভ কভারেজ করতে ?

ছি ছি হাসিনা নাটক করবেন পারও পাবেন কিন্তু নিরিহ এই সন্তানদের নিয়ে আর কত নাটক মন্জস্থ করতে চান!

সবাই বুঝেছে শুধু অপেক্ষার পালা

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353278
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৩১
শেখের পোলা লিখেছেন : পড়ল এখানে আর উঠলো লঙ্কায়৷ বাঃ৷
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৮
293279
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সিরিয়াল নাটক জাতীকে প্রান দিয়ে দেখতে হচ্ছে !
হায়রে হায়
353299
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ম্যানহোলটার ভিতরে যা স্রোত ছিল অনেক আগেই ভেসে যাওয়ার কথা। শুধু শুধু মিডিয়া হাইক সৃষ্টি!
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৯
293280
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বেকুপ রাজার দেশের জনগনতো সবাই বেকুব হয় না
ওরা ভাবছে সবাই ওদের মতো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File