বাঁচতে চাইলে মেনু থেকে বাদ দেন তেলাপিয়া মাছ নইলে অ্যাস্থমা, করোনারি , হাড় ক্ষয় এমনকি ক্যান্সারের মতো মারণ রোগও অচিরেই বাসা বাঁধতে পারে শরীরে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৩:২১ রাত



কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে তেলাপিয়ার ঝাল, কিংবা স্রেফ ঝোল। মাসে অন্তত কয়েকবার পাতে পড়ে না, এমন বাঙালি মেলা ভার। ডায়েটিশিয়ানরাও বলেন, শরীরে প্রয়োজনীয় প্রোটিন, ওমেগা ফ্যাটি অ্যাসিডের চাহিদা মেটাতে ছোট মাছের বিকল্প নেই।

কিন্তু তেলাপিয়া মাছ থেকে সাবধান। পারলে এখনই খাওয়া বন্ধ করুন। তা না হলে অ্যাস্থমা, করোনারি ডিজিজ, হাড় ক্ষয়ের মতো নানা রোগ এমনকি ক্যান্সারের মতো মারণ রোগও অচিরেই বাসা বাঁধতে পারে শরীরে। ত্যালাপিয়া রান্না করা সহজ, কাঁটা বেশি থাকে না, খেতে সুস্বাদু। আপাত সস্তাও। সবই ঠিক আছে।

কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি গবেষণায় তেলাপিয়া সম্পর্কে মারাত্মক তথ্য উদ্ঘাটন করেছেন। দেখা গিয়েছে, তেলাপিয়া মাছের থাকা উপাদান শরীরকে ধীরে ধীরে শেষ করে। এক কথায়, স্লো পয়জন।

কেন তেলাপিয়া বিপজ্জনক? তেলাপিয়া মাছ বড় হয় সাধারণ অবস্থাতেই। কিন্তু চাষ করা হয় ফার্মে। আমরা বাজার থেকে যে তেলাপিয়া কিনি, সেগুলি সবই নির্দিষ্ট কারখানায় চাষ করা হয়। আর এখানেই বিষ হয়ে যায় তেলাপিয়া। ফার্মে তেলাপিয়ার স্বাদ বাড়ানোর ও সংখ্যায় বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক সার। সঙ্গে বিষাক্ত কীটনাশক। দেখা গিয়েছে, ফার্মে তেলাপিয়া চাষে ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, যা থেকে ক্যান্সার হয়। তাই চিকিৎ‌সকদের পরামর্শ, সুস্থ ভাবে বাঁচতে অবশ্যই মাছ খান। কিন্তু তেলাপিয়া না

বিষয়: বিবিধ

১৪১৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353107
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১৯
শেখের পোলা লিখেছেন : তাহলে দোষ তেলাপিয়ার নয় বরং মেশানো বিষের৷ ধন্যবাদ৷
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২১
293095
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক আছে কিন্তু এটার জাত নষ্ট করে ফেলেছে
353118
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবচেয়ে কম দামে পাওয়া যায় যে!
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৬
293100
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : টোপ
353157
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:২১
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ দারুন পোস্টের জন্য
০৮ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৮
293180
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও
353170
০৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৯
egypt12 লিখেছেন : ভাই গবেষণায় কিন্তু বলেনি কোন নিশ্চিত ক্ষতির কথা সবই আশংকা; সুতারাং মনে হয় গবেষকও এ ব্যাপারে নিশ্চিত নন যে সত্যিই ক্ষতিকর।
353204
০৮ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সস্তার তিন অবস্থা-আর কি? ধন্যবাদ
০৮ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৬
293208
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও
353263
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। সচেতনতা বৃদ্ধিতে বাস্তবতার আলোকে চমৎকার উপস্থাপনা। জাজাকাল্লাহু খাইর।
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৬
293293
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম
আপনাকেও ধন্যবাদ
আল্লাহ আপনার মঙ্গল করুক
353320
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৬
ঝিঙেফুল লিখেছেন : সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ।
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২৬
293311
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File