জামায়াতে ভাঙন সৃষ্টির তৎপরতা ঘষিটি (হাসু ) বেগমের কখনো সফল হবেনা ভিন্ন নামে আগমন হবে । কখনোই এদের কোন সদস্য উগ্রপন্থী হবেনা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ ডিসেম্বর, ২০১৫, ০২:২৪:৩৮ দুপুর



বিপর্যয় কাটছে না জামায়াতের। মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির শীর্ষ পর্যায়ের তিন নেতার মৃত্যুদ- এরইমধ্যে কার্যকর হয়েছে। বাকিদের বিচারও শেষ হতে বেশি সময় লাগবে না। তবে জামায়াতকে নিষিদ্ধ করা হবে কিনা কোন সূত্রই তা নিশ্চিত করে বলতে পারেনি। এক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত হলে জামায়াতের নেতাকর্মীরা কোথায় ভিড়বেন তা বিশ্লেষণ করা হচ্ছে।

দলটির তরুণ প্রজন্মের নেতাদের একটি বড় অংশ এখনও কারাগারে রয়েছেন। একের পর এক মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তাদের মুক্তি মিলছে না।

একটি মহল দলটিতে ভাঙন সৃষ্টির তৎপরতা চালাচ্ছে। ওই মহলটি জানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে বিভক্তি সৃষ্টি করা সম্ভব নয়। তাই তারা এক ধরনের অনানুষ্ঠানিক বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। এক্ষেত্রে দলে কট্টরপন্থি এবং সংস্কারপন্থি এমন দুটি ভাগ দেখানোর চেষ্টা চলছে। যেন দলটির নেতাকর্মীদের ভেতরে এক ধরনের সন্দেহ-অবিশ্বাস তৈরি করা যায়। এ প্রচেষ্টার অংশ হিসেবে কিছু তৎপরতা দৃশ্যমান বলে তিনি জানান।

আগামী বছর জামায়াতের বিচার সংক্রান্ত আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠতে পারে। তবে এ নিয়ে সরকারি দলে নানা মত রয়েছে। কোন কোন পর্যবেক্ষক মনে করেন, জামায়াত নিষিদ্ধ ঘোষিত হলে তা বিএনপিকে শক্তিশালী করতে পারে। কারণ এক্ষেত্রে জামায়াতকে জোটে রাখা নিয়ে যে সমালোচনা সে সমালোচনা বন্ধ হয়ে যেতে পারে। জামায়াতের ভোটব্যাংক বিএনপিরই থাকতে পারে। তবে জামায়াত-শিবিরের একটি অংশ উগ্রপন্থায় জড়িয়ে যেতে পারে বলেও আলোচনা রয়েছে।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353094
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : জামাত নিষিদ্ধ হলে আমার মতে তাদের রাজনীতির মাঠথেকে সরেগিয়ে দল ও দলের শক্তি সঞ্চয়ে মনোযোগ দেওয়া ভাল৷ সুযোগ একদিন আসবেই৷ দু একজন মন্ত্রী এম পি হয়ে কিছুই বদলাতে পারবেন না৷ বরং তাগুতের সাথে হাত মেলানোর অপরাধে আল্লাহর কাছে অপরাধী হবেন৷ ধন্যবাদ৷
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৭
293090
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত একদম পুরাপুরি
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File