মহাউৎসব ! মহাউৎসব !!! মহাউৎসব!!!! হা ভাই হাম্মালীগকে ক্ষমতার মসনদে দেখতে প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের মহাউৎসব: নির্বাচন কমিশন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ ডিসেম্বর, ২০১৫, ১২:০৯:৩৮ দুপুর
গতকাল থেকে পত্রিকার পাতায় নজর দিলে একটা হেডিং নজরে আসছে সেটা হলো পৌর নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।
পড়তে বড়ই ভাল লাগছে কি কৌশল , একদিন নির্বাচনের ঘোষনা অন্যিদিকে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল !! এ যে দাওয়াতি মেহমানদেরকে খেতে দিয়ে প্যান্ডেলের চারদিকে আগুন দেওয়ার মতো !!!
অন্যদিকে এখনো চলছে গ্রেফতার অভিযান ।
হাসুর বাদরামীর কাছে আর বার বিরোধী জোট হেরেই গেল ।
৯৩ দিনের আন্দোলন যখন সফলতার দ্বার প্রান্তে ঠিক তখন ইমাজউদ্দিনদেরকে ভাড়ায় খাটিয়ে হাসুদি তার স্বার্থ হাসিল করতে খালেদাকে রাজি করেয়িছিল যার ফল বিরোধী শিবির অনেক বছর পিছে চলে গেছে। যদি বাইরের কোন শক্তি বা দেশের সেনাবাহীনি হাসুর ক্ষমতার লাগাম না ধরে তবে ২০১৯ সালেও ২০১৪র স্টাইলে নির্বাচন হবে এবং হাসুর প্রেতাত্তারা ক্ষমতার স্বাধ নিবে আর স্থায়ীভাবে বাবার স্বপ্নের জাল বুনে শেষ করতে পারবে।
আপনারা যদি মনে প্রানে এই মতামতের সাথে একমত হন যে আমরা বাংলার জমিনকে ইসলাম শুন্য দেখতে চাইনা তাহা হলে সবাই তার নিজের জাগা থেকে চেষ্টাপ্রচেষ্টা শুরু করুন এবং এই নমরুদি সরকারকে জাহান্নামের নিন্মস্থানে পাঠানোর ব্যাবস্থা করুন
বিষয়: বিবিধ
১০৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমতকার কথা বলেছেন তবে কিনা আমাদেরকে স্ব-স্ব জাগা থেকে যদি নুন্যতম চেষ্টা না করি তবে মিশর বা তা থেকেও কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে
ধন্যবাদ
কিন্তু বিএনপির রাজনিতি হলো নির্বাচনমুখী আর জামায়াত তাদের সাথে এলায়েন্চ করেেছে তাইতো সবকিছু ২০১৪ সালের মতো বা বিগত ঢাকা চিটাগাং সিটি নির্বাচনের মতো
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন