এ কেমন আমানতদারীতা ? আদর্শ নেতার আমানতদাররি প্রমান দেখুন ,মন্ত্রী থাকা অবস্থায় সাংগঠনিরক কাজে সফর করে সরকারী অর্থ খরচ করতে অপারগতা ! !!!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ ডিসেম্বর, ২০১৫, ১০:১৩:১৯ রাত
সাংগঠনিক কিছু কাজের জন্য তিনি এসেছেন মৌলভী বাজারে । জেলা প্রশাসক সাহেব ঢাকার সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে টাকা এনেছেন মন্ত্রী সাহেবের খাবারের জন্য । কিন্তু মন্ত্রী সাহেব এসে জামায়াতে ইসলামীর জেলা আমীর সাহেবের বাসায় দুপুরের খাবার খেলেন । জেলা প্রশাসক সাহেব বলতেছেন স্যার আমাদের জেলা ম্যাচে
রাতের খাবার খাবেন ।
মন্ত্রী সাহেব কেনো?
স্যার আমি সরকারি তহবিল থেকে/ সমাজ কল্যাণ
মন্ত্রনালয় থেকে টাকা এনেছি আপনার খাওয়া দাওয়ার
জন্য । সুতরাং আপনাকে এখানে খেতে হবে এবার
মন্ত্রী সাহেব বলতেছেন দেখুন আমি এখানে এসেছি সাংগঠনিক কাজে সরকারি কোন কাজে আসিনি । সুতরাং আমি সরকারি টাকায় খাওয়া দাওয়া করতে পারবোনা । আমি আমীর সাহেবের বাসায় প্রয়োজন হলে ডাল ভাত খাবো কিন্তু সরকারি টাকা
খরচ করতে পারবো না ।
আপনি আগামিকাল আমি ঢাকায় পৌছার আগে টাকা গুলো সমাজ কল্যাণ মন্রনালয়ে পাঠিয়ে দিবেন ।
জেলা প্রশাসক অবাক !
বাহ !
এ কেমন মন্ত্রী ?
এ কেমন আমানতদারীতা ?
এতক্ষনে হয়তো বুঝতে পেরেছেন আমি
কার কথা বলছিলাম ।
হ্যাঁ, আমি জামায়াতে ইসলামীর সেক্রেটারী
জেনারেল খুনি হাসিনার প্রতিহিংসার শিকার শহীদ
আলী আহসান মু. মুজাহিদ ভাইয়ের কথাই বলছিলাম ।
ঐদিন এই ছবিটি তুলেছিলেন (Dewan Sharif)
ছবির স্থান দেওয়ান মঞ্জিল, শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার।
-সংগৃহীত।
বিষয়: বিবিধ
১৪৬৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদেরকে মন্ত্রীত্বে বসানোই ৪ দলের জন্য কাল হয়ে গিয়েছি. ঘটনার পরম্পরায় বিএনপি- জামায়াত এখন বিলুপ্তির পথে।
কে ভুল করেছে বা করতেছে সেটা হয়তো পরবর্তি প্রজন্মই বলবে এখন বন্দুক আলারা আছে সেই বড়াইতে অনেক কিছু বলা যাবে কিন্তু সেটার বাস্তবতা এখনই বলা যাবে না
তবে যুগে যুগে এমন কাল সাপ ছিল পরবর্তিতে তাদের করুন পরিনতিও হয়েছিল ইতিহাস সাক্ষি আছে কিন্তু জালিমরা ইতিহাস থেকে শিক্ষা নেয়না এটা হলো তাদের চরম ভুল
ওনাকে শহীদের সুউচ্ছ আসনে আল্লাহ রব্বুল আলামিন স্থান দান করুক
আমিন
মন্তব্য করতে লগইন করুন