এ কেমন আমানতদারীতা ? আদর্শ নেতার আমানতদাররি প্রমান দেখুন ,মন্ত্রী থাকা অবস্থায় সাংগঠনিরক কাজে সফর করে সরকারী অর্থ খরচ করতে অপারগতা ! !!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ ডিসেম্বর, ২০১৫, ১০:১৩:১৯ রাত



সাংগঠনিক কিছু কাজের জন্য তিনি এসেছেন মৌলভী বাজারে । জেলা প্রশাসক সাহেব ঢাকার সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে টাকা এনেছেন মন্ত্রী সাহেবের খাবারের জন্য । কিন্তু মন্ত্রী সাহেব এসে জামায়াতে ইসলামীর জেলা আমীর সাহেবের বাসায় দুপুরের খাবার খেলেন । জেলা প্রশাসক সাহেব বলতেছেন স্যার আমাদের জেলা ম্যাচে

রাতের খাবার খাবেন ।

মন্ত্রী সাহেব কেনো?

স্যার আমি সরকারি তহবিল থেকে/ সমাজ কল্যাণ

মন্ত্রনালয় থেকে টাকা এনেছি আপনার খাওয়া দাওয়ার

জন্য । সুতরাং আপনাকে এখানে খেতে হবে এবার

মন্ত্রী সাহেব বলতেছেন দেখুন আমি এখানে এসেছি সাংগঠনিক কাজে সরকারি কোন কাজে আসিনি । সুতরাং আমি সরকারি টাকায় খাওয়া দাওয়া করতে পারবোনা । আমি আমীর সাহেবের বাসায় প্রয়োজন হলে ডাল ভাত খাবো কিন্তু সরকারি টাকা

খরচ করতে পারবো না ।

আপনি আগামিকাল আমি ঢাকায় পৌছার আগে টাকা গুলো সমাজ কল্যাণ মন্রনালয়ে পাঠিয়ে দিবেন ।

জেলা প্রশাসক অবাক !

বাহ !

এ কেমন মন্ত্রী ?

এ কেমন আমানতদারীতা ?

এতক্ষনে হয়তো বুঝতে পেরেছেন আমি

কার কথা বলছিলাম ।

হ্যাঁ, আমি জামায়াতে ইসলামীর সেক্রেটারী

জেনারেল খুনি হাসিনার প্রতিহিংসার শিকার শহীদ

আলী আহসান মু. মুজাহিদ ভাইয়ের কথাই বলছিলাম ।

ঐদিন এই ছবিটি তুলেছিলেন (Dewan Sharif)

ছবির স্থান দেওয়ান মঞ্জিল, শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার।

-সংগৃহীত।

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352712
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:২২
শেখের পোলা লিখেছেন : 'কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়'৷ ওরা মরার পরে আল্লাহর কাছে গেলে এর বিচার হবে৷ 'আজ জুলমো জুলমাতুঁইয়াওমাল ককেয়ামাহ৷'
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৫
292832
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাই বলে কুকুরকে আর দুধ কলা দেওয়া যাবে না এবার মুগুর তৈরী এবং বাশের কেল্লাও তৈরী
352724
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৩
হতভাগা লিখেছেন : ৭১ এ কৃত অপরাধের ঝাঁঝ কমাতে উনারা পরবর্তী সময়ে অনেক ভালমানুষীগিরি দেখিয়েছেন । কাজ হয় নি শেষমেশ ।হাসুবুর মুগুরে দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে জাশি।

এদেরকে মন্ত্রীত্বে বসানোই ৪ দলের জন্য কাল হয়ে গিয়েছি. ঘটনার পরম্পরায় বিএনপি- জামায়াত এখন বিলুপ্তির পথে।
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৪
292831
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বাংলাদেশ নামক দেশটি মানচিত্রে থাকবে তো জামায়াত শিবির ভিন্ন নামেও হলেও থাকবে কিন্তু ক্ষমতার পালা বদলের সাথে সাথে লীগ নামক পরগাছা বাংলার জমিনে আর থাকবে না
কে ভুল করেছে বা করতেছে সেটা হয়তো পরবর্তি প্রজন্মই বলবে এখন বন্দুক আলারা আছে সেই বড়াইতে অনেক কিছু বলা যাবে কিন্তু সেটার বাস্তবতা এখনই বলা যাবে না
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৬
292838
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : জামায়াত শিবির ভিন্ন নামেও হলেও থাকবে কিন্তু ক্ষমতার পালা বদলের সাথে সাথে লীগ নামক পরগাছা বাংলার জমিনে আর থাকবে না,জবাব সঠিক...সময়ে তাহারা হবে কাবাব আর মজলুমরা ছিরে ছিরে কুত্তারে খাওয়াবে।
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৭
292839
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ
352725
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই চোরের দেশে সততাই অপরাধ!
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
292835
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি রিদওয়ান ভাই ঠিক কথাই বলেছেন
তবে যুগে যুগে এমন কাল সাপ ছিল পরবর্তিতে তাদের করুন পরিনতিও হয়েছিল ইতিহাস সাক্ষি আছে কিন্তু জালিমরা ইতিহাস থেকে শিক্ষা নেয়না এটা হলো তাদের চরম ভুল
352733
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কারন উনি জানেন আমানতদারীতার মর্ম,তিনি সেই বিচারকে বিশ্বাস করেন যিনি মালিক ইয়াওমিদ্বীন....,আশ্চর্য্য...!কত্তো সহজে চলে গেলেন ইর্শনীয় আকাঙ্খার সেই স্থানে... Praying Praying Praying Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Rose Rose Rose Rose Rose Rose অনেক ধন্যবাদ ভাই।
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৬
292837
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহু আকবার আল্লাহু আকবার
ওনাকে শহীদের সুউচ্ছ আসনে আল্লাহ রব্বুল আলামিন স্থান দান করুক
আমিন
352742
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৯
শফিউর রহমান লিখেছেন : এই প্রচারগুলো মরার পরেই শুধু কেন? আমরা আসলে জীবিত মানুষদেরকে কদর করতে জানি না। মারা গেলে সমাধিতে ফুল দিতে এবং গুণগান করতে উস্তাদ। তারই ধারাবহিকতায়, শেখের কুকীর্তি তার জীবদ্দশায় সবাই জানলেও মৃত্যুর পরে জাতি ভুলে গিয়েছিল সেগুলো এবং তার দলকে ক্ষমতায় আনতে সমর্থন দিয়েছিল। আজ জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে, কত ধানে কত চাল। কিন্তু শিওর, সময়ের ব্যবধানে বর্তমান কুকীর্তিগুলোও ভুলে যাবে জাতি; যদিও এখনো পুরোপুরি ঠাউর করতে পারছে না, দেশ ও জাতির কি সর্বনাশের পথেই না যাচ্ছে এরা। ধন্যবাদ।
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০১
292851
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অতিসুন্দর উদাহরনের সাথে মন্তব্য করেছেন আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File