ইনু, মেনন ও দিলীপ বড়–য়া মন্ত্রী হতে পারতেন না যদি যদি তাদের আসল খোলসের উপর আওয়ামিলীগের খোলস না পরতো। মন্ত্রী !! এমপি হওয়ার যোগ্যতাও ওদের কারো নাই।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ ডিসেম্বর, ২০১৫, ০৪:২১:১৭ বিকাল



ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছোট শরিক দলগুলো বড় শরিক দলের সঙ্গে থেকে অনেক কিছুই পায়। যেমন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মন্ত্রী হতে পেরেছেন।

তারা জোটবদ্ধ না থাকলে এমপিই হতে পারতো না ,মন্ত্রী হওয়ার তো প্রশ্নই উঠে না।

তারা মন্ত্রী হওয়ায় আওয়ামী লীগের সবচেয়ে বড় লাভ বিরোধী শক্তি দমানো। কারণ তারা যে তীব্র ভাষায় কথা বলেন তা আওয়ামী লীগের অন্য কোনো নেতারা বলেন না।

ছোট শরিক দলগুলো বড় শরিক দলের সঙ্গে থেকে কী পায়?

অধ্যাপক আসিফ নজরুল আরো বলেন, আওয়ামী লীগের ভেতরে ছোট শরিক দলগুলো প্রায় বিলিন হয়ে গেছে। এসব দলের নেতারা আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগগার।

কখনো কখনো আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার চেয়েও বেশি আওয়ামী লীগ। অথচ এসব নেতাদের অতীত খুঁজলে দেখা যাবে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন। শুধু যুদ্ধই না তার মৃত্যর পরে সর্বচ্ছ আনান্দ উতসব পালন করেছে তারা।

ওরা মন্ত্রী ! চমতকার দেশ !! দিলিপ বড়ুয়া জাতীয় সংসদ নির্বাচন করে জীবনেও কখনো ৪ শত ভোটের উপর উঠতে পারেনি সেও হয়েছিল মন্ত্রী

ওদের বাবা লীগরা ওদেরকে রক্ষা করতে পারবেনা ,যেই ভাবে দেশের জনসাধারন ক্ষেপে আছে তাতে জাতী লিগরাই বাচার জন্য পালাবে জানী কিন্তু বেজাতি লিগ গুলি গন ধোলাই খেয়েই পথে পথে পড়ে থাকবে ,ইনু, মেনন ও দিলীপ বড়–য়ারা ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352439
০২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দিলিপ বড়ুয়া মন্ত্রি হওয়ার আগে মানুষের গাড়িতে লিফট নিয়ে চলাফেরা করতেন!
০২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
292617
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি
এখন তার বাড়ী গাড়ী সবই আছে
352459
০২ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : দাঁতের বদলে দাঁত আর কানের বদলে কান দিতে হবে৷তাদের যেন মনে থাকে৷
০২ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৫
292644
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাদের দলের নাম থাকবে না বাংলার জমিনে ইনশাআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File