অভিনব পদ্ধতিতে জামায়াত শিবির গ্রেফতারে নেমেছে পুলিশলীগ *** সতর্কবার্তা ****** সতর্কবার্তা***সকল ভাই কে পড়ার অনুরোধ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ ডিসেম্বর, ২০১৫, ১২:২২:৪৭ রাত



***সতর্কবার্তা****** সতর্কবার্তা***সকল ভাই কে পড়ার অনুরোধ ...জাহিদ একটি ওয়ার্ড সভাপতি। পুলিশ যেন তাকে ট্র্যাক করতে না পারে এজন্য সে নিয়মিত মোবাইল সেট ও সিম চেঞ্জ করে। যেদিন সে তার নতুন সিম দিয়ে বাসায় মায়ের সাথে কথা বলে সেই রাতে সে গ্রেফতার হয়। পুলিশ তাকে ধরতে তার বাসার সদস্যদের নাম্বারে ওত পেতে ছিল। তারা জানে আপনি যেখানেই পালিয়ে থাকেন কখনও না কখনও বাসায় যোগাযোগ করবেনই। যখনি যোগাযোগ করবেন তখনি আপনার নতুন অবস্থান তারা টের পেয়ে যাবে...জাহিদকে গোয়েন্দা অফিসে নিয়ে অমানুষিক নির্যাতন চালানো হয়। তখনও কেউ জানেনা তার গ্রেফতারের খবর। নির্যাতনের মুখে তাকে দিয়ে ফোন দেওয়ানো হয় তার সেক্রেটারিকে।- আসসালামু আলাইকুম সুমন ভাই- অলাইকুম সালাম, কি খবর জাহিদ ভাই?- ভাই, আমি মসজিদের পিছনে আছি। জরুরী কথা ছিল, আসতে পারবেন?- কি বিষয়ে ভাই?- মোবাইলে বলতে চাচ্ছিনা। আসেন সাক্ষাতে বলি...সুমন এসেই গ্রেফতার হলো। এবার তাকে দিয়ে ফোন দেওয়ানো হলো পাশের এক ওয়ার্ড সভাপতিকে।- আসসালামু আলাইকুম রোকন ভাই- অলাইকুম সালাম- রোকন ভাই, আপনার এলাকায় এসেছিলাম একটি কাজে। জাহিদ ভাই পাঠিয়েছেন। দেখা করা দরকার আপনার সাথে। কোথায় আছেন ভাই?- আমি ৩৬ নাম্বার গলির, সাড়ে ২৩ নাম্বার টিনশেট বাসায় একটি প্রগ্রামে আছি। চলে আসেন এখানে...যথারিতি সেখান থেকে রোকন সহ আরো পাঁচজন সদস্য গ্রেফতার হয়...এবার রোকনকে দিয়ে ফোন দেওয়ানো হয় তার সেক্রেটারিকে..- আসসালামু আলাইকুম-অলাইকুম সালাম রোকন ভাই- নাসিম তুমি কোথায়? জরুরী দরকার তোমাকে। আমাদের টিনশেট বাসায় একটু চলে আসো..ওকে, আমি আসছি বলে নাসিম খটকায় পড়ে গেল। রোকন ভাই তাকে তুমি বলে সম্বোধন করলো কেন? যেটা কখনও করেন না..!এবার নাসিম ফোন দিল টিনশেট বাসার এক বাসিন্দাকে। ফোন বন্ধ..! আরো একজনকে ফোন দিল, সেটাও বন্ধ..! এবার নিজের ফোনটা বন্ধকরে দ্রুত তার বর্তমান অবস্থান ত্যাগ করলো। ছোট্র একটি সন্দেহ এ যাত্রায় তাকে গ্রেফতার থেকে বাঁচিয়ে দিল..গতদুদিনে ঢাকার কিছু ওয়ার্ড থেকে এভাবেই একটি গ্রেফতার অভিযান চালানো হয়। ফোনে কেউ দেখা করতে বললে নিশ্চিত না হয়ে দেখা করতে যাবেন না। তিনি আপনার দায়িত্বশীল হলেও অন্যের মাধ্যমে আগে নিশ্চিত হয়ে নিন। আর আপনাকে ধরে এভাবে ফোন দেওয়ালে এমন কোন আচরণ করুন যেটা অন্যকে সন্দেহে ফেলে দেয়...এখানে উল্লেখিত নাম ও কথোপকথন একান্ত আমার মনগড়া। তবে এমনভাবেই একজনকে দিয়ে ফোন করিয়ে অন্যকে ধরা হয়েছে। আর একজনের সন্দেহ হওয়ায় সে রক্ষা পেয়েছে...-কমরেড মাহমুদ

copy......

বিষয়: বিবিধ

১৬৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352233
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৫৪
শেখের পোলা লিখেছেন : দুরাত্মার ছলের অভাাব হয়না৷ অতএব জামাতের ভাইরা সাবধান৷ধন্যবাদ৷
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩০
292471
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অবশ্ব্যই আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে নইলে সবাই যদি ওদের পাতা ফাদে পা দেয় তবে ময়দানে কে থাকবে
ধন্যবাদ
352241
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৫৬
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।

তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হল, যারা আক্রান্ত হয়েছে। কারন তাদের প্রতি জুলুম হয়েছে। নিশ্চয়ই আল্লাহ সহায়ক/সাপোর্টিভ।

যাদেরকে নিজেদের বাড়ি-ঘর হতে অন্যায়ভাবে বহিষ্কার/উচ্ছেদ করা হয়েছে শুধুমাত্র এই জন্য যে, তারা বলে আমাদের প্রতিপালক 'আল্লাহ'। আল্লাহ যদি মানবজাতির একদলকে দিয়ে অন্যদলকে প্রতিহত না করতেন - তাহলে বিধ্বস্থ হত মোনাস্ট্রী, চার্চ, সিনাগগ, মসজিদসমূহ - যেখানে আল্লাহকে স্মরন করা হয়। নিশ্চয়ই আল্লাহ সে'জনকে সাহায্য করেন যিনি তাকে সাহায্য করেন। আল্লাহ নিশ্চয়ই শক্তিমান, পরাক্রমশালী।

আমি এদেরকে প্রতিষ্ঠা দান করলে, এরা সালাত কায়েম করবে, জাকাত দেবে, সৎকর্ম করবে, অসৎ কর্মে নিষেধ করবে - আর জেনো সকল কর্মের পরিনাম আল্লাহর এখতিয়ারে।

সূরা হজ্জ ৩৯, ৪০, ৪১
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪০
292473
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা সবর করব এখন দ্বিতীয় কোন পথ খোলা নাই
গতবছর ৯৩ দিনের অবরোধে হাসু যখন কাহিল ছিল সরকারের ভিত যখন নড়বড়ে ছিল তখনই ইজাজরা খালেদাকে সিটি নির্বাচনে যেতে বলে ৫কোটি টাকার কাছে সকল চেষ্টা বিক্রি করেছিল তাই আমাদের সকল ত্যাগ বিথা গেছে
সবর করব
ধন্যবাদ
352246
০১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:২৬
হাফেজ আহমেদ লিখেছেন : হায়রে বাংলাদেশ
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
292474
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্রাহ আমাদের অপরাধের ক্ষমা না চাওয়া অবধি সাহায্য করবেন না
352255
০১ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১৮
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : পুলিশলীগ ব্যাস্ত জামাত-শিবির নিয়ে, আইএসের কোপানি কেন থামাবে !
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
292475
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি
352256
০১ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১৯
ইয়াফি লিখেছেন : আল্লাহ আমাদের মজলুম ভাইদের হেফাজত করুন।
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪২
292476
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
352257
০১ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২২
আহমদ মুসা লিখেছেন : জানি না এই বিবিষিকাময় শাষরুদ্ধকর পরিস্থিতি থেকে কখন জাতি মুক্তি পাবে!!!
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪২
292477
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্রাহ আমাদের অপরাধের ক্ষমা না চাওয়া অবধি সাহায্য করবেন না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File