‘মার্কিন চালে ফুঁসে উঠল ঢাকা’ অপেক্ষায় থাকি কোন দিকের পানি কোন দিকে বহে" নাকি বাংগালী জাতী হিসেবে কোন ঠাসা হতে চলেছি যদি একঘুয়েমির মাত্রা হাসু আরো বাড়ায়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ নভেম্বর, ২০১৫, ১১:৫০:৪১ সকাল



এক দিকে জঙ্গি হামলা নিয়ে বিব্রত গোটা দেশ। অন্য দিকে বাংলাদেশে আইএস ঢুকে পড়েছে বলে আন্তর্জাতিক মহলের একাংশে শুরু হইচই। তার মধ্যে ‘যুদ্ধাপরাধী’দের শাস্তি রুখতে বিরোধী দল বিএনপি আর জামাতের তরফে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা।

চাপের মুখে ফুঁসে উঠল বাংলাদেশ সরকার। হাসিনা ক্যাবিনেটের দুই মন্ত্রী জোর গলায় জানালেন, বাংলাদেশে আইএস নেই। আইএস দমনের নামে বাংলাদেশে থাবা বসানোর চেষ্টা করছে আমেরিকা, দাবি দুই মন্ত্রীর।

শনিবার তীব্র ভাষায় আমেরিকাকে আক্রমণ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

ঢাকার কামরাঙ্গির চরে এক আলোচনায় সভায় এ দিন যোগ দিয়েছিলেন শেখ হাসিনা ক্যাবিনেটের এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী। সেখানেই আসাদুজ্জামান বলেন, কোনও একটা ঘটনা ঘটলেই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় একটি বার্তা চলে যায়। তখন আমেরিকার সাইট নামক প্রতিষ্ঠান বলে এটা আইএস করেছে। আইএস নামে কোনও সংগঠন বাংলাদেশে নেই। কামরুল ইসলামের সুর ছিল আরও চড়া।

তিনি বলেন, উপলব্ধিও করতে পারবেন না যে বাংলাদেশ নিয়ে কী ষড়যন্ত্র হচ্ছে! যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, যারা বিভিন্ন দেশে জঙ্গিদের জন্ম দেয়, আইএস-এর জন্মদাতা সেই আমেরিকা, জঙ্গিদের মূল জন্মদাতা সেই আমেরিকা বলছে, জঙ্গি দমনে বাংলাদেশের সঙ্গে আছি। এটা নতুন ষড়যন্ত্র। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে কোনওভাবে সেখানে প্রবেশের চেষ্টা চলছে।

এর পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে তৈরি হওয়া ধারণাও। হাসিনার দেশে আইএস-এর গতিবিধি বাড়ছে বলে বেশ কিছু ইউরোপীয় দেশ ও আমেরিকা মনে করছে। আইএস দমনে আমেরিকা বাংলাদেশের পাশে থাকবে বলেও ঘোষণা করেছে ওবামা প্রশাসন। কিন্তু বাংলাদেশের মন্ত্রীদের দাবি, সেদেশে আইএস-এর কার্যকলাপ বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মহলে ইচ্ছাকৃত ভুল ধারণা তৈরির চেষ্টা চলছে।

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351973
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আছে! নাই!
স্বার্থে লাগলে ভাই খাই!
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৭
292210
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
352016
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২০
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি খুবই ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
292249
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File