সত্যকে কখনো মিথ্যা বানানো যায় না সাময়িক রং লাগিয়ে আত্বতৃপ্তি সহকারে অট্টহাসি দেওয়া যায় কিন্তু স্থায়ীভাবে কখনো সেটা সম্ভব না

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ নভেম্বর, ২০১৫, ১১:২২:৫৮ রাত



আজ আমরা হেরে যাবো বুঝি মিথ্যার কাছে !

আজ আমরা মাথা নত কবর বুঝি বাতিলের কাছে !!

চীর দিন মাথা উচু করে দুনিয়ার মানুষকে নিজেদের আদর্শর বানী শুনিয়েছিলাম আজকে সেই বানীকে হীন স্বার্থকে পাবার জন্য বিসর্জন দিচ্ছি !!! মানুষকে শিখিয়েছিলাম হক কখনো বাতিলের সামনে মাথা নত করেনা , হক চীরদিন তার নিজেস্ব ধারায় চলে কিন্তু আজকে !

আজকে হক বাতিলের সামনে মাথা ঝুকেছে অর্থাত দুনিয়াতে যেই কোন কিছু একটা হতে চলেছে।

সব ভুয়া মিথ্যা কথা । জনগনের মনকে নিজেদের মিথ্যা প্রতিশ্রুতির দিকে নেওয়ার জন্য প্রকৃত সত্যকে মিথ্যা বানানোর জন্য যত রকম শক্তি ছিল সব কিছুকে গ্রয়োগ করেছে যাতে তাদের মিথ্যা কথাটাই সত্যয় রুপান্তিরিত হয়।

তাদের সমস্ত ইটেকট্রনিক মিডিয়া ,প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সবাই এক বাক্যে বলা শুরু করেছে আবুল আহসান মুজাহিদ ভাই অবৈধ সরকারের রাষ্টপতির কাছে প্রান ভিক্ষা চেয়েছে।

মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে গিয়ে তারা আজ সবাইর সামনে নিজেরাই মিথ্যাবাদিতে পরিনত হইয়াছে।

আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার নেক বান্দাদেরকে হেফাযত করেন এবং বাতিলকে নাস্তানাবুদ করেন

সবাই যখন তাদেরকে ধরেছে যদি মোজাহিদ ক্ষমা চেয়েই থাকে তবে সেই প্রমান আমাদের সামনে হাজির করো ? কিন্তু সেটা সম্ভব না

বিষয়: বিবিধ

১৩৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351915
২৯ নভেম্বর ২০১৫ রাত ০১:৫৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৬
292180
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
351919
২৯ নভেম্বর ২০১৫ রাত ০২:১২
আফরা লিখেছেন : আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার নেক বান্দাদেরকে হেফাযত করেন এবং বাতিলকে নাস্তানাবুদ করেন ।আমীন

অনেক ধন্যবাদ ।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৭
292181
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
আপনাকেও ধন্যবাদ
351936
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৫:৫১
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : আমিন
২৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৭
292182
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File