উন্মোচিত হলো রাষ্ট্রপতি বরাবর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যা লিখেছিলেন । যাকে সরকার নিয়ন্ত্রিত মিডিয়া ক্ষমার আবেদন বলে মিথ্যাচার করতেছিল

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ নভেম্বর, ২০১৫, ০২:৪৪:২৬ দুপুর



আইসিটি এ্যাক্ট, যদিও এটা দেশে বিদেশে বিতর্কিত ও সংবিধানের সাথে সাংঘর্ষিক তারপরও এই বিচারের সময় আমাকে আত্মপক্ষ সমর্থনের সীমিত সুযোগ দেয়া হয়েছে।

আমার ক্ষেত্রে ফৌজদারি আইন, স্বাক্ষ্য আইন প্রযোজ্য ছিল না।

সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমাকে ট্রাইবুনাল ৬ নং চার্জে মৃত্যুদণ্ড দেয়নি। তারা চার্জ ১ কে চার্জ ৬ এর সাথে মিলিয়ে চার্জ ৬ এ মৃত্যুদণ্ড দিয়েছে।

আপিল বিভাগ আমাকে চার্জ ১ থেকে বেকসুর খালাস দিয়েছে। চার্জ ৬ এ তারা আমার মৃত্যুদণ্ড বহাল রেখেছে।

অথচ ট্রাইবুনাল শুধু চার্জ ৬ এর জন্য আমাকে মৃত্যুদণ্ড দেয়নি। এই চার্জে স্বাক্ষী মাত্র একজন। সে বলেনি, যে কোন বুদ্ধিজীবীকে আমি হত্যা করেছি। কোন বুদ্ধিজীবি পরিবারের সন্তানও এসে বলতে পারেনি যে, আমি কোন বুদ্ধিজীবিকে মেরেছি এবং কোনো বুদ্ধিজীবি পরিবার আমার রায়ের পরও দাবি করেনি যে, তারা তার পিতা হত্যার বিচার পেয়েছেন।

আমার অপরাধ হিসেবে বলা হয়েছে যে, আমি নাকি আর্মী অফিসারদের সাথে বসে পরামর্শ দিয়েছি। কিন্তু যে স্বাক্ষী এসেছে সেও বলেনি যেম আমি কবে কোন আর্মি অফিসারের সাথে কোথায় বসে এই পরামর্শ করলাম?

স্বাক্ষী বলেছে আমাকে, নিজামী সাহেব ও অধ্যাপক গোলাম আযমকে দেখেছে। সে আমাদের চিনতো না। পরে আমাদের নাম শুনেছে। অথচ এই অভিযোগটি গোলাম আযমের সাহেবের বিরুদ্ধে আনাই হয়নি। নিজামী ভাইকে যাবজ্জীবন দিয়ে শুধু আমাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আমি নিশ্চিত যে, আমার মৃত্যুদণ্ডের রায় কনফার্ম করে তারপর আমার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন শুরু করা হয়েছে।

আমাকে আমার পরিবার, সংগঠন ও দেশবাসীর কাছে হেয় প্রতিপন্ন করার জন্য, কাপুরুষ প্রমাণ করার জন্য দিনভর রাষ্ট্রীয়ভাবে এই মিথ্যাচারের নাটক করা হয়েছে। এই জালিম সরকারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। (এই সময় তার কন্ঠে প্রচন্ড রাগ ও ক্ষোভের সুর প্রকাশ পায়)। আমি নির্দোষ, নির্দোষ এবং নির্দোষ। আমাদের আজ তারা অন্যায়ভাবে হত্যা করতে যাচ্ছে। “

https://facebookbdnews.wordpress.com

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351819
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৮
কুয়েত থেকে লিখেছেন : নির্দোষ একজন সৎ মানুষকে জালিম সরকার অন্যায় ভাবে হত্যা করেছে। এর জবাব এবং ভয়াবহ পরিনতি ভোগ করতেই হবে। লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ
২৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
292094
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কঠিন থেকে কঠিন পরিনতি ভোগ করতে হবে জালিম অবৈধ সরকারকে
আপনাকেও ধন্যবাদ
351825
২৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২০
রাজাকারের কন্ঠস্বর লিখেছেন : সত্যের শক্তি নিয়েই সত্য বিকশিত হবে।
২৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২৫
292096
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : একজন লোক জুলুমের স্বীকার হয়ে মৃত্য পথযাত্রি তার পরেও তার উপর মিথ্যা তোহমত !!
সকল অন্যায়ের বিচার দুনিয়াতেও হবে আর কেয়ামতের দিন তো থাকছে আল্লাহর শাস্তি
আপনাকে অনেক ধন্যবাদ
351842
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : দুই সরকারের চাপে সংখ্যালঘু জনগন বিপদে আছে৷ ওপারে গিয়ে উপরের সরকারের বিচার দেখার অপেক্ষা থাকল৷ ধন্যবাদ৷
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৯
292112
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
351893
২৮ নভেম্বর ২০১৫ রাত ১০:২৬
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : আল্লাহ তুমি শহীদ মুজাহিদকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন
২৮ নভেম্বর ২০১৫ রাত ১০:৩১
292129
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
আপনাকে অনেক ধন্যবাদ
352002
২৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১১
সন্ধাতারা লিখেছেন : Salam. The real truth will be exposed oneday inshallah.
২৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২০
292231
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Inshallah will be truth expose
Thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File