দেশে সন্ত্রাসবাদের ১০০ ভাগ প্রমান আইনশৃংখলাবাহীনির হাতে উপস্থিত , তারপরেও প্রমানের বাইরে আইএসআই খোজাটা কি নিজেদের অস্তিত্বকে বাচানোর ব্যার্থ প্রচেষ্টা ???
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৫ নভেম্বর, ২০১৫, ১২:০৪:২৭ দুপুর
আমাদের জাতীর বিবেকের চোখ অন্ধ হয়ে গেছে। বিবেকহীনতায় হারিয়ে গেছি নিজেদের স্বকিয়তা ।
সারা দেশ যখন খুনি হাসিনার লালিতপালিত অস্ত্রধারি খুনিদের হাতে বন্দি , পেপার পত্রিকায় চাক্ষুস প্রমানসহ ছবি , ভুক্তভুগিদের আশপাশের লোকদের সচোক্ষে দেকার প্রমান উপস্থিত , তখনো আমরা আওয়ামীলীগের জঙ্গিবাদী নাটকের প্রতি সমর্থন করে , আলকায়দা ,আইএস এর দোষ খুজি !!!শুধু তাই নয় বহিবিশ্বের কাছে এর থেকে মুক্তির সহযোগীতা চাইছি।
কতটুকু বিবেক বিসর্জন দিলে ঐ মিথ্যাবাদিদের সমর্থন করতে পারি......???
কে সন্ত্রাসী, কাদের হাতে অস্ত্র, কারা মানুষ খুনে মেতে উঠেছে সারা দেশে......???
এদের কে কারা লালনপালন করছে......???
আর দোষ চাপানো হচ্ছে কাদের ঘাড়ে......???
এর জবাব দেয়ার ক্ষমতা কি ১৮ কোটি মানুষের নেই......???
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু অন্ধকার অন্ধকার বলে যদি কোন লোক বাড়ীর বাহিরে বের না হয় তবে সে বুঝতে পারবে না অন্ধকারে কেন শত্রুবেশিস্টত এলাকা দিয়েও লড়াই করে তাদের অধিকার প্রতিষ্টার সংগ্রাম করছে
আমরা তো গুটি কয়েকজনই বলতে হবে বিদেশে আছি , প্রতিনিয়ত যারা বাতিলের মুকাবেলা করে ,প্রতিবাদ করে নিজেদের জন্মভুমিকে মুক্ত করার চিন্তা করছে তাদের কথাও আমরা ভাবি !
আল্লাহ তাদের শক্তি সামর্থ বাড়াক সাথে সাথে আমাদেরকে ও কোন না কোন ভাবে তাদের সহযুগিতার সামর্থ দিক
আমিন
আপনাকে অনেক ধন্যবাদ
আমাদের ফাসা কবে মুক্তি হবে তাহা তো বলা যাচ্ছেনা হয়তো আরো কিছু রক্ত ঝরতে হবে যতক্ষন পর্যন্ত রাস্তা পিচ্ছিল না হবে ততক্ষন হয়তো বা তার সহযুগিতা পাওয়া যাবে না
ইসলামী আন্দলন যারা করে এরা সবাই একই পরিবারের লোক
উনাদের জন্য কি ছুটে আসতে মন চাচ্ছে না ?
এটাই মোদের স্বাধীনতা।
তবে সবাইকে কিন্তু দমন করা যায় না আর তাই হয়ে উঠে ওদের কবরস্থানের নকশা তৈরী
ইনশাআল্লাহ তেরীর কাজ শেষের পথে
মন্তব্য করতে লগইন করুন