জামায়াতে ইসলামি কে ধংশ করার জন্য হায়েনারা উঠে পড়েছে!!অপরদিকে তূরাগ পাড়ের ইজতেমা করে আখেরী মুনাজাত করার প্রস্তুতি নিচ্ছে!! বাহঃ ইসলামী আকিদায় বিশ্বাসীরা !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ নভেম্বর, ২০১৫, ০৪:২২:৪৩ বিকাল
ইসলামি কে ধংশ করার জন্য ভারতের দালালেরা উঠে পরে লেগেছে!! সেই লক্ষেই ওরা জামায়াতের সিনিয়র নেতাদের কে একে একে শহিদ করে দিচ্ছে!! ছোট বড় সকল নেতাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকিয়ে রাখা হচ্ছে!! সর্বত্র জেল জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে জামায়াত ও শিবির কর্মীদের ওপর!!
জামায়াত শিবির কর্মিদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠছে ঠিক তখনই মুসলিম নাম ও লেবাসধারী কিছু শয়তান আনন্দে ফেটে পরছে!! রাজ পথে উল্লাস করছে!!
জামায়াত। নেতাদের ফাসি দেখে মিস্টি বিতরন করছে!!
এইগুলি হলো সরাকারি ভাড়া করা আলেমরা!!
আর কিছু মুসলিম দেখা যাচ্ছে যারা মুখ টিপে হাসছে!!
জামায়াত নেতাদের ফাসি দেখে আনন্দ অনুভব করছে!!
তূরাগ পারে ইজতেমায় সরকারী সহায়তায় সরকারী পুলিশের পাহারায় দাওয়াতি কাজ করে আখেরী মুনাজাত করে!!
আরেকটি দল বরিশালের পূর্বকোনে চরমোনাই তে গিয়ে তাদের ইজতেমার প্রস্তুতি নিচ্ছে!!
বেশ ভাল!! আমি তাদের বিরুধিতা করছিনা!! উভয় দল ই রাষ্টে ইসলাম কায়েমের লক্ষেই কাজ করছে!! কিন্তু জামায়াতে ইসলামীর এই ভয়াবহ পরিস্থিতিতে জামায়াতের পাশে এসে দাড়ানোই ছিল মানবতা!! المسلم. اخ المسلم لا يظلمه ولا...... অর্থাৎ মুসলিম রা পরষ্পর ভাই তারা কেউ একে উপরের উপর জুলুম করেনা একে অপরকে কটাক্ষ করেনা!! কিন্তু তাদের দৃশ্য দেখছি পুরোপুরিই ভিন্ন!!
বাংলাদেশের একটি ইসলামী দলকে ধংশ করার জন্য উপচে পরেছে সরকার আর তাবলিগ, চরমোনাই ও কওমী আলেমদের নিরবতা দেখে খুবই অবাক হচ্ছি!! কওমী সহ তাবলিগ ও চরমোনাইদের সাথে জামায়াতের আকিদা গত দন্ধ!!
কিন্তু রাজনৈতিক দন্ধ ও যে আছে তা কওমী পন্থিদের নিরবতা দেখে যে কেও মনে করতে পারে!!
যে চুরি করে আর যে চুর কে সাহায্য করে আর যে চুরি করতে দেখেও প্রতিবাদ করেনা তারা সকলেই অপরাধী!! বর্তমান আওয়ামীলীগ চুরি করছে ফরিদ, আফজাল সহ রাম বাম রা সাহায্য করছে!! আর কওমী, তাবলিগ আর চরমোনাই রা দেখেও প্রতিবাদ করছেনা!! আমার লেখা দেখে হয়তো অনেক হক্ব পন্থিদের গায়ে জালা ধরতে পারে!! কিন্তু আমি সম্পুর্ন মুক্ত চিন্তায় লিখছি! আপনিও মুক্ত চিন্তায় ভেবে দেখুন!! কওমীদের সাথে জামাতের আকিদার দন্ধ!! কিন্তু দেশ নিয়ে তো আর দন্ধ নেই!! তাহলে কওমীরা দেশের সার্থেও তো জামায়াতের পক্ষে কথা বলতে পারতো!
সংগ্রহিত:- এক শ্রোদ্ধেয়া বোনের থেকে
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্রিটিশ আমলে এক দেওবন্দী বিখ্যাত আলেম ফতোয়া দিয়েছিলেন যে,ব্রিটিশের বিরুদ্ধে মুসলমানদের যাওয়া উচিৎ নয়, কারণ তাা আমাদের সেজদার অধিকার দিয়েছে৷ এ কথা শুনে আল্লামা ইকবাল কবিতায় জবাব দিয়েছিলেন-ওলামা সেজদার মাঝেই ইসলামকে সীমাবদ্ধ মনে করেছে৷ টঙ্গীর জমাতও সেই একই ভাবে ইসলামকে টঙ্গীর পাড়ে সীমাবদ্ধ করে নিয়েছে৷ এরা দু হাত তুলে সমগ্র বিশ্ব উদ্ধারের আবেদন করতে জানে, কিন্তু ইসলাম কায়েম করাওযে ফরজ তা তারা জানেনা চেষ্টা করেনা করবেওনা৷ তাই শাহবাগীদের মত এরাও সরকারের আপনজন৷ আর না,ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন