ব্যারিস্­টার আব্দুর রাজ্জাক ভাইর বক্তব্য থেকে নেয়া । বুশের গালে দুটি জুতা মেরেছিল সাংবাদিক জায়দি, উনি বলেছিলেন একজুতা জনগনের এক জুতা শহীদদের পক্ষ থেকে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ নভেম্বর, ২০১৫, ০৭:২৭:১০ সন্ধ্যা



আজ হঠাৎ এক মহা বীরের কথা মনে পড়ে গেল। ইরাকের এক মহান সাংবাদিক জায়দি। যিনি বুশের গালে দুইটি জুতো মেরেছিলেন।জুতো মারার সময় বললেছিলেন,একটি জুতো ইরাকি জনগণের পক্ষ থেকে অপরটি ইরাকি শহীদদের পক্ষ থেকে।,

সারা মুসলিম বিশ্বে আনন্দের ঝড় বয়ে গেল। আরব থেকে কোটি কোটি টাকা উপহার গেল। এক টাকাও গ্রহণ করেনি।আরবের রাজপরিবারের মেয়েরা বিয়ের প্রস্তাব দিল। তিনি সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন।তিনি বলেছিলেন আমি বিনিময়ের জন্য এই কাজ করিনি। আমি ঈমানের তাগিদে করেছি।,

এই বীর জেল থেকে মুক্তি পেলেন। হাজার হাজার মানুষ ফুলের মালা নিয়ে দাড়িয়ে আছে। তিনি বের হয়ে সব ফুলের মালাকে উপেক্ষা করে সর্বপ্রথম মমতাময়ী মাকে জড়িয়ে ধরলেন।সেই বীরকে হাজার সালাম ।তুমি পৃথিবীর সব সাংবাদিককে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।,



আর আমাদের বাংলাদেশে মুসলিম সাংবাদিকের সামনে এক হিন্দু নেতা বলে,মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিলে নাকি দেশের অরাজকতা বন্ধ হয়ে যাবে।কোন মুসলমানের বাচ্চার বুক কাপেনি ।কোন নবীর উম্মতেরা প্রতবাদ করার সাহস করেনি।কোন আল্লাহর বান্দা বাঘের মত গর্জে উঠে বলেনি মুখ বন্ধ কর নাস্তিকের বাচ্চা।, সেই বুকের পাঠা কারো নেই।,কারণ বেতন আর চাকরি বন্ধ হয়ে যাবে।বাংলাদেশের সাংবাদিকদের জায়দির থেকে শিক্ষা নেওয়া দরকার।

বিষয়: বিবিধ

২২৬৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351054
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
নকীব কম্পিউটার লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
291408
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
351059
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

নৈতিক বল ও সাহস আসে হালাল খাদ্য(রিজক) থেকে! বাংলাদেশের সাংবাদিকতার ময়দানে বিচরণকারীদের কতজনের সেটা জোটে তা গবেষণার বিষয়!
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
291410
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হালাল কামানোরই তো ইচ্ছা নাই তাই খাবে কোথা থেকে
সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
351060
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
শেখের পোলা লিখেছেন : ফাঁসী চাই বলবনা, তাতে আইন নিজের হাতে নেওয়া হয়, বলব অবিলম্বে উচিৎ বিচার চাই৷ আপনি কার সাথে কাদের তুলনা করেন? লিয়াকত আলী আর জুতার কালী এক নয়৷ দেশের সব চাইতে বড় দুশমন যত পা চাঁটা সাংবাদিক৷ ধন্যবাদ৷
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
291411
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার সাথে একশত ভাগ একমত
ধন্যবাদ
351104
২৩ নভেম্বর ২০১৫ রাত ১১:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:০০
291485
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
351138
২৪ নভেম্বর ২০১৫ রাত ০৪:১৮
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:০১
291487
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
351161
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১০:২৮
হতভাগা লিখেছেন : গুপ্ত বাবু যতই ইসলামের বিরুদ্ধে বলবে ততই তার চেহারা বাল থ্যাকারের মত হতে থাকবে ।
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:০১
291486
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ১০০% correct
351165
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৬
বার্তা কেন্দ্র লিখেছেন : দেশে সাহসী মানুষদের টার্গেট করে শেষ করে িদচ্ছে.. অনেক ধন্যবাদ
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৮
291508
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File