ফাঁসির পূর্ব মুহূর্তে জল্লাদ মুজাহিদভাইকে জম টুপি পরাতে আসেন মুজাহিদ ভাই বলেন, টুপির দরকার নেই আমি স্বাভাবিক আছি। কারা বিধিঅনুযায়ী মুজাহিদ ভাই টুপি পরেছিলেন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ নভেম্বর, ২০১৫, ০১:৫৭:৫১ দুপুর
ফাঁসির পূর্ব মুহূর্তে জল্লাদ মুজাহিদভাইকে জম টুপি পরাতে আসেন।মুজাহিদ ভাই বলেন, জম টুপির দরকার নেই। আমি স্বাভাবিক আছি।
তখন জেলার বলেন, স্যার ! কারাবিধিঅনুযায়ী আপনাকে জম টুপি পরতেই হবে। তখন আলী আহসান মুহাম্মাদ মুজাহিদভাই কারা নিয়ম রক্ষার্থে জম টুপিপরে নিলেন।
যাদের জীবন আল্লাহরকাছে জান্নাতের বনিমিয়ে বিক্রিকরে দেয়া হয়েছে, তারা কি মৃত্যুদেখে ভয় পেতে পারে! বরং এটি পরম সৌভাগ্যের।
রাতে মুজাহিদ ভাইকেশেষ খাবার হিসেবে মুরগীর গোশতদিয়ে ভাত দেয়া হয়েছিল। কিন্তু মুজাহিদ ভাই সেই খাবার খেয়ে সময়নষ্ট করতে চান নি। তিনি মহানমালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, সময় নষ্ট করার ফুসরত কোথায়!
তখন মনে পড়ে যায় বদর যুদ্ধের ঠিক পূর্বসময়ের কথা! আল্লাহর রাসূল (সঃ)সাহাবীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্তবক্তব্যে বলেছিলেন, “সেই মহানআল্লাহর কসম! যার হাতে মুহাম্মাদ (সঃ)এর প্রাণ। আজ যে ব্যক্তি কাফিরদেরসাথে ধৈর্য্য ও নিষ্ঠা সহকারে যুদ্ধকরবে এবং শুধু সামনের দিকে অগ্রসরহতে থাকবে, কোন অবস্থাতেই পিছেসরে আসবে না, মহান আল্লাহপাকতাঁকে জান্নাত দান করবে “।এ সময়রাসূল (সঃ) এর সাহাবী উমাইয়া ইবনেহুম্মাম (রাঃ) খেজুর খাচ্ছিলেন। তিনিহাতের অবশিষ্ঠ খেঁজুর গুলো ফেলেদিলেন। তিনি বললেন, এই খেঁজুর গুলোশেষ করতে অনেক সময় লেগে যাবে।তাতে আমার জান্নাতে পৌঁঁছতেঅনেক দেরি হয়ে যাবে। এ কথা বলেতিনি জিহাদের ময়দানে ছুটেগেলেন। রাসূল (সঃ) নিজের পবিত্রআঙ্গুল দিয়ে তাঁকে দেখিয়ে বললেনসে অবশ্যই জান্নাতি।উমাইয়াইবনেহুম্মাম (রাঃ) এর উত্তরসূরিরা আজওআমাদের মাঝে বিদ্যমান। মুজাহিদভাইও হুম্মাম (রাঃ) কে অনুসরন করেখাবার খেয়ে সময় নষ্ট না করেন নি।তিনি আল্লাহ রাব্বুল আলামীন এরমুখোমুখি হবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে ছিলেন।
জল্লাদ ফাঁসিররসি টান দেবার সঙ্গে সঙ্গে মুজাহিদভাই উচ্চসরে “আল্লাহু আকবার” বলেউঠেন। আল্লাহপাক শহীদ মুজাহিদ ভাইএবং শহীদ সালাউদ্দিন কাদেরচৌধুরীকে শাহাদাতের সর্বোচ্চমর্যাদা
বিষয়: বিবিধ
১৬৩৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনারা বা উনাদের ওয়ারিশেরা মুজাহিদ সাহেবকে ক্ষমা না করলে সেটা আল্লাহও ক্ষমা করবেন না ।
এসব আরবরা বেশ দাম্ভিক ভাব দেখায় আমাদের প্রতি । আমরাও যে তাদের মুসলমান ভাই - এটা এদের কাছে কোন ফ্যাক্টর না ।
অন্যায় এবং অস্পষ্ট মিথ্যার মাধ্যমে হত্যা ! তারপরেও বড় বুলি !!!
লজ্জার কথা
০ বান্দার হক বান্দা মাফ না করলে সেটা আল্লাহও মাফ করেন না - এটা মনে হয় আপনারা জামায়াত-শিবিরের লোকেরা কোনভাবেই মানতে চান না ।
আপনাদের সমস্যা এখানেই।
আসলে কথা হলো কি সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না সাময়িক কিছু আনান্দ পাওয়া যায় মাত্র
মন্তব্য করতে লগইন করুন