ফাঁসির পূর্ব মুহূর্তে জল্লাদ মুজাহিদভাইকে জম টুপি পরাতে আসেন মুজাহিদ ভাই বলেন, টুপির দরকার নেই আমি স্বাভাবিক আছি। কারা বিধিঅনুযায়ী মুজাহিদ ভাই টুপি পরেছিলেন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ নভেম্বর, ২০১৫, ০১:৫৭:৫১ দুপুর



ফাঁসির পূর্ব মুহূর্তে জল্লাদ মুজাহিদভাইকে জম টুপি পরাতে আসেন।মুজাহিদ ভাই বলেন, জম টুপির দরকার নেই। আমি স্বাভাবিক আছি।

তখন জেলার বলেন, স্যার ! কারাবিধিঅনুযায়ী আপনাকে জম টুপি পরতেই হবে। তখন আলী আহসান মুহাম্মাদ মুজাহিদভাই কারা নিয়ম রক্ষার্থে জম টুপিপরে নিলেন।

যাদের জীবন আল্লাহরকাছে জান্নাতের বনিমিয়ে বিক্রিকরে দেয়া হয়েছে, তারা কি মৃত্যুদেখে ভয় পেতে পারে! বরং এটি পরম সৌভাগ্যের।

রাতে মুজাহিদ ভাইকেশেষ খাবার হিসেবে মুরগীর গোশতদিয়ে ভাত দেয়া হয়েছিল। কিন্তু মুজাহিদ ভাই সেই খাবার খেয়ে সময়নষ্ট করতে চান নি। তিনি মহানমালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, সময় নষ্ট করার ফুসরত কোথায়!

তখন মনে পড়ে যায় বদর যুদ্ধের ঠিক পূর্বসময়ের কথা! আল্লাহর রাসূল (সঃ)সাহাবীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্তবক্তব্যে বলেছিলেন, “সেই মহানআল্লাহর কসম! যার হাতে মুহাম্মাদ (সঃ)এর প্রাণ। আজ যে ব্যক্তি কাফিরদেরসাথে ধৈর্য্য ও নিষ্ঠা সহকারে যুদ্ধকরবে এবং শুধু সামনের দিকে অগ্রসরহতে থাকবে, কোন অবস্থাতেই পিছেসরে আসবে না, মহান আল্লাহপাকতাঁকে জান্নাত দান করবে “।এ সময়রাসূল (সঃ) এর সাহাবী উমাইয়া ইবনেহুম্মাম (রাঃ) খেজুর খাচ্ছিলেন। তিনিহাতের অবশিষ্ঠ খেঁজুর গুলো ফেলেদিলেন। তিনি বললেন, এই খেঁজুর গুলোশেষ করতে অনেক সময় লেগে যাবে।তাতে আমার জান্নাতে পৌঁঁছতেঅনেক দেরি হয়ে যাবে। এ কথা বলেতিনি জিহাদের ময়দানে ছুটেগেলেন। রাসূল (সঃ) নিজের পবিত্রআঙ্গুল দিয়ে তাঁকে দেখিয়ে বললেনসে অবশ্যই জান্নাতি।উমাইয়াইবনেহুম্মাম (রাঃ) এর উত্তরসূরিরা আজওআমাদের মাঝে বিদ্যমান। মুজাহিদভাইও হুম্মাম (রাঃ) কে অনুসরন করেখাবার খেয়ে সময় নষ্ট না করেন নি।তিনি আল্লাহ রাব্বুল আলামীন এরমুখোমুখি হবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে ছিলেন।

জল্লাদ ফাঁসিররসি টান দেবার সঙ্গে সঙ্গে মুজাহিদভাই উচ্চসরে “আল্লাহু আকবার” বলেউঠেন। আল্লাহপাক শহীদ মুজাহিদ ভাইএবং শহীদ সালাউদ্দিন কাদেরচৌধুরীকে শাহাদাতের সর্বোচ্চমর্যাদা

বিষয়: বিবিধ

১৬৩৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351020
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৯
হতভাগা লিখেছেন : মনে রাখবেন আপনার এই মুজাহিদ ভাই কিন্তু ৭১ এ পূর্ব-পাকিস্তানের নিরীহ মুসলমানদেরকে হত্যা করতে সাহায্য করেছিলেন ।

উনারা বা উনাদের ওয়ারিশেরা মুজাহিদ সাহেবকে ক্ষমা না করলে সেটা আল্লাহও ক্ষমা করবেন না ।
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৯
291377
বার্তা কেন্দ্র লিখেছেন : বড় ভাই মিশরে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসীসহ এতগুলো লোককেনিব্য ফেরাউন সিসি ফাঁসি দিলো কি অপরাধে বলতে পারবেন? সেখানে কোন্ ৭১ ছিলো?
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২২
291379
হতভাগা লিখেছেন : মিশরকে নিয়ে মিশরবাসীকে ভাবতে দিন ।

এসব আরবরা বেশ দাম্ভিক ভাব দেখায় আমাদের প্রতি । আমরাও যে তাদের মুসলমান ভাই - এটা এদের কাছে কোন ফ্যাক্টর না ।
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৫
291391
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : গাল গপ্প করে কিছু সময় কাটানো যায় কিন্তু সত্যকে স্থায়ী মিথ্যা বানানো যায় না যদিও বা সাময়িক আত্মতৃপ্তির ঢেকুর তোলা যায়
অন্যায় এবং অস্পষ্ট মিথ্যার মাধ্যমে হত্যা ! তারপরেও বড় বুলি !!!
লজ্জার কথা
২৩ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৩
291403
হতভাগা লিখেছেন :
উনারা বা উনাদের ওয়ারিশেরা মুজাহিদ সাহেবকে ক্ষমা না করলে সেটা আল্লাহও ক্ষমা করবেন না ।


০ বান্দার হক বান্দা মাফ না করলে সেটা আল্লাহও মাফ করেন না - এটা মনে হয় আপনারা জামায়াত-শিবিরের লোকেরা কোনভাবেই মানতে চান না ।

আপনাদের সমস্যা এখানেই।
২৩ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৮
291406
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অপরাধ না করেও কি স্বীকার করতে হবে যে অপরাধ করেছি যেমন ভাবে আপনার হাসু দি মিথ্যুক দি ক্ষমা চেয়েছে মর্মে প্রচারে লেগেছে
আসলে কথা হলো কি সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না সাময়িক কিছু আনান্দ পাওয়া যায় মাত্র
২৪ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৯
291473
হতভাগা লিখেছেন :
351023
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো. ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৫
291389
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ধন্যবাদ
351025
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৭
বার্তা কেন্দ্র লিখেছেন : হে আল্লাহপাক! শহীদ মুজাহিদ ভাই এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৬
291390
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুম্মা আমিন
351046
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২০
291407
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
351048
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
আফরা লিখেছেন : আল্লাহ উনাদের শাহাদাত কবুল করুন ।
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
291409
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
351069
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৭
জেড ইসলাম লিখেছেন : মহান আল্লাহ্‌ শহীদ মুজাহিদ ভাই এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
291417
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন সুম্মাআমিন
351071
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৯
জেড ইসলাম লিখেছেন : উনাদের শাহাদাত পরবর্তী মুখাবয়বের কোন ছবি আছে কি আপনার সংগ্রহে বা খোজে ? আমি চাচ্ছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File