মুমিন হিসেবে আমরা কোন অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারিনা । স্টাটাস দিয়ে বাবা মুজাহিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ছেল মাবরুর

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ নভেম্বর, ২০১৫, ০৬:৪৪:২৭ সন্ধ্যা



জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একে একে দিনগুলো সব পার হয়ে গেল। একটার পর একটা আইনী প্রচেষ্টার পর আজ সর্বশেষ রিভিউ শুনানীও শেষ হয়ে গেল।

আগামীকাল বুধবার আপীল বিভাগে আমার পরম শ্রদ্ধেয় পিতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সমাজকল্যান মন্ত্রী জনাব আলী আহসান মো: মুজাহিদের চুড়ান্ত রায় ঘোষণা হতে যাচ্ছে। আমাদের রিভিউ আবেদনে আইনজীবীগন অত্যন্ত দক্ষতার সাথে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। সেই যুক্তিতর্ক মাননীয় বিচারকগন বিবেচনা করবেন বলে আমরা আশা করি।

রায়ে কি হবে জানিনা। সবাই বলে রিভিউতে রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

এরপরও আমরা আশাবাদী কেননা আমরা সর্বাবস্থায় আল্লাহর রহমতের প্রত্যাশী। মুমিন হিসেবে আমরা কোন অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারিনা।

যেই সিদ্ধান্তই আসবে তা আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসবে। কেননা আল্লাহই জীবন মৃত্যুসহ প্রতিটি বিষয়ের প্রকৃত ও চূড়ান্ত ফায়সালাকারী। আইনী সর্বশেষ পদক্ষেপ হয়ে যাওয়ার পর মানবিক সব প্রচেষ্টার রাস্তাও আসলে শেষ হয়ে যায়। এখন আমরা আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে আছি।

জনাব মুজাহিদের পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। জনাব আলী আহসান মো: মুজাহিদ যাতে ন্যায় বিচার পান সে বিষয়ে আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ মজলুম এই নেতাকে অবিচারের হাত থেকে রক্ষা করুন। আমীন।

বিষয়: বিবিধ

১৬১২ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350082
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
350086
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
শেখের পোলা লিখেছেন : এক জন মুজাহিদের সামনে থাকা দুটি পথই সাফল্যে গিয়ে শেষ হয়েেছে৷ জিহাদে (জীবন যুদ্ধে) যদি প্রান যায় তবে শহীদ আর জিতে ফিরে এলে গাজী৷আল্লাহ যা করবেন তাতেই মুমিনের সন্তুষ্টি৷ ফি আমানিল্লাহ৷
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৪
290513
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে আল্রাহ হায়াতে তৈয়বা দান করুক
350102
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রায় পরিবর্তন হবেনা। কারন এটা আইনি রায় নয়। হত্যা!
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
290536
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ওরা মনে করছে হত্যা করলেই বুঝি আল্লাহর দিন নিভে যাবে কিন্তু ওদের ধারনো ভুল
আনপাকে অনেক ধন্যবাদ
350103
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৯
হতভাগা লিখেছেন : ফাঁসির রায় এমনে এমনেই হয়ে গেছে ?

বিচার হচ্ছিল না বলে উনারা মনে করেছিলেন যে উনারা পার পেয়ে গেছেন !

অন্যায় করেও কোনদিনও তারা ক্ষমা চায় নি বাংলাদেশীদের কাছে । দম্ভ নিয়ে চলতো তারা ।

পরকালেও তাদের জন্য কঠিন সময় আসবে কারণ যাদেরকে উনারা মেরেছেন তারা বা তাদের ওয়ারিশেরা যে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এমন শোনা যায় নি ।

বান্দার হক বান্দা ক্ষমা না করলে সেটা আল্লাহও ক্ষমা করেন না ।
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪১
290537
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যেই কথা বললেন সেই কথার সাথে বাস্তবতার কোন মিল নাই
বললে অনেক কিছু বলা যায় প্রমান করলে কিছুই নাই
তৈরী থাকুন প্রতিটা হত্যা বদলায় কত দিতে হবে জানি না তবে দেশে আওয়ামিলীগ নামক পরগাছা থাকবে না এটা পরিস্কার
১৮ নভেম্বর ২০১৫ সকাল ০৯:১১
290584
হতভাগা লিখেছেন : আষাঢ়ের তর্জন গর্জন সার
১৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৭
290585
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : শ্রাবনে ও কিন্তু আসে
আজকের জোয়ানি দেখে বউ ভাবছে জীবন ভোর আমার এই জোয়ানি থাকবে কিন্তু তাই কি থাকে
ওয়েট এন্ড সি
১৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৮
290631
হতভাগা লিখেছেন : দেখতে থাকেন আরও কিছু উইকেটের পতন
১৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৩
290632
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা যে ব্যাক্তি কেন্দ্রিক দল নই তাই আমাদের দলের কোন সমস্যা হবে না
শেখ মুজিব মরার পরে যেমন আলিগ নিশ্চিহ্ন হয়েছিল আমরা কিন্তু তেমন না এটাও মনে রাইখেন
১৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৬
290644
হতভাগা লিখেছেন :
শেখ মুজিব মরার পরে যেমন আলিগ নিশ্চিহ্ন হয়েছিল


Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

তাহলে এখন কে ক্ষমতায় ?

মুজাহিদ সাহেবের রায়ের ব্যাপারটি আপনাদের বেশ আপসেট করে দিয়েছে - বোঝাই যাচ্ছে
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
290653
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জিয়াউর রহমান বহুদলিয় গনতন্ত্রের জন্য হাসিনাকে দেশে এনেছিল তাই তো আজ কাল সাপ দংশন করতেছে।
দেশের জনতা কালসাপ মরাতে লাঠি নিয়ে প্রস্তুত রয়েছে ওয়েট এন্ড সি
১৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১১
290747
হতভাগা লিখেছেন : [q]দেশের জনতা কালসাপ মরাতে লাঠি নিয়ে প্রস্তুত রয়েছে ওয়েট এন্ড সি[/q

০ কাল সাপকে ৭২ রেই মেরে ফেলা উচিত ছিল , গরম গরম থাকা অবস্থায় ।

যা হোক ......

Better late than never
১৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩১
290759
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেলের সচেতন বাহীনি পুরা কাল সাপগুলিকে মেরে সাপ করেছিল দুইটা কেউটে বেচে গেছে , জনগন মনে করেছিল যেই দুইটা বেচে আছে সেইগুলি হয়তো ভাল থাকবে কিন্তু জনগন এবার বুঝেছে এরা আরো কত জঘন্য তাই প্রস্তুত আছে পালা আজ হোক কাল হোক বদল হবে তখন
১৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫০
290765
হতভাগা লিখেছেন : জনগন তাদের ভুল বুঝতে পেরেছে । সেজন্যই ২০০৮ এ ৮৭% আসন উপহার দিয়েছে এবং ২০১৪ তে ১৫৩ টি আসন বিনা ভোটেই দিয়ে দিয়েছে ।
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৩
290786
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : একজন কুস্তি লেগে প্রতিদন্দি তার বুকের উপর উঠেছে , নিচ থেকে সে বলছে এবার শালা বুঝ রোদ কি জিনিস
আলিগের অবস্থা তাই হয়েছে
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩১
290816
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের অবস্থা আসলেই কি তাই ? পর পর ৫ টি সিটি কর্পোরেশনে জিতেও তো বিএনপি নামে নি মাঠে । আওয়ামী লীগ ঠিকই কাম-ব্যাক করেছিল।
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৮
290834
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জনগনের ট্যাক্সের টাকার গোলামরা দলিয় কর্মি হিসেবে কাজ করছে
যার কারনে বিএনপি জামায়াতের প্রতিনিধিদেরকে বহিষ্কার করেই চলেছে
কতক্ষন চলবে দেখবে জনতা
২২ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৫৬
291145
হতভাগা লিখেছেন : জনতা দেখেছে এবং আওয়ামী লীগকেই চুজ করছে
২২ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
291170
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : নিজেকে নিজে যদি জনতা বলে তো তার সাথে বহস করাটা সমিচীন নহে
লক্ষনে অন্য কিছু মনে হচ্ছে
২২ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৭
291171
হতভাগা লিখেছেন : সেটা তো আমারও মনে হচ্ছে
২২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
291264
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাহা হলে সত্য বুঝার পরে হক কথা বলার অভ্যাস করেন
350119
১৭ নভেম্বর ২০১৫ রাত ১১:১৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

দোয়া করি, জাযাকাল্লাহ..
১৭ নভেম্বর ২০১৫ রাত ১১:২২
290569
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্রাহ রব্বুল আলামিন এই যামানার হিটলার থেকে দেশ ও দশকে হেফাযত করুন এবং আমাদের মুজাহিদ ভাইদের মতো আরো যত প্রহসনের বিচারের মুখোমুখি আছে তাদের সবাইকে মাহফুয রাখেন
আপনার জন্য দোয়া থাকলো
350138
১৮ নভেম্বর ২০১৫ সকাল ০৫:০০
ইবনে হাসেম লিখেছেন : ইয়া আল্লাহ, তোমার মহান দরবারে দুনিয়ার সমস্ত মজলুম মানুষের উপর জুলুমকারীদের হাত থেকে মজলুমদের মুক্তির ব্যবস্থা করার জন্য আকুল আবেদন জানাই.....
১৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৭
290586
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন ইয়া রব্বুল আলামিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File