মোবাইল বা ফোনের মাধ্যমে বিবাহ সহীহ হবে কি না?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ নভেম্বর, ২০১৫, ০৪:৫৬:৪২ বিকাল



বিয়ে সহীহ হওয়ার জন্য শর্ত হল, একই মজলিসে বর- কনে স্বশরীরে উপস্থিত থেকে সাক্ষীগণের সম্মুখে বিবাহের ইজাব-কবুল তথা (প্রস্তাব- কবুল) গ্রহণ করবে। আর তারা উপস্থিত হতে না পারলে, তাদের পক্ষ থেকে বিবাহকার্য সম্পাদনের জন্য কোন প্রতিনিধি নিয়োগ করবে। তিনি স্বাক্ষীগণের উপস্থিতিতে অপরের বিবাহের প্রস্তাব দিবেন বা কবুল করবেন। আর টেলিফোনের মাধ্যমে ইজাব-কবুল করা গেলেও বর-কনে বা তদের প্রতিনিধির উপস্থিতি পাওয়া যায় না। তাই শরীয়তের দৃষ্টিতে মোবাইল/ফোনে বিয়ে সহীহ হয় না।

তবে মোবাইল/ফোনের মাধ্যমে বিবাহ শুদ্ধ হওয়ার একটা পদ্ধতি আছে, তা হলো- উভয় পক্ষের কোন এক পক্ষ থেকে ফোনের মাধ্যমে এক ব্যক্তিকে নিজের উকিল বানাবে।

তিনি উকিল হয়ে দু’জন স্বাক্ষীর সামনে প্রস্তাব করবেন। অপর পক্ষ তখন কবুল করবে। তাতে বিয়ে হয়ে যাবে।

তেমনিভাবে কনে টেলিফোনে বরকে নিজের বিয়ের উকিল বানাতে পারে। তখন বর যদি দু’জন স্বাক্ষীর সামনে বলে যে, অমুক মহিলা তার বিয়ের জন্য আমাকে উকিল বানিয়েছে। আমি তাকে এত টাকার বিনিময়ে বিয়ে করলাম। এতেও বিবাহ সহীহ হয়ে যাবে।

(দেখুনঃ খুলাসাতুল ফাতাওয়া, জাদীদ ফিকহী মাসায়িল)

বিষয়: বিবিধ

১৬১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349824
১৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০১
আফরা লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।
১৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৪
290310
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
349836
১৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
সুশীল লিখেছেন : হবে
349852
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৬
হতভাগা লিখেছেন : এত কাহিনী করে বিয়ে করে কি লাভ ? এধরনের বিয়ে কি খুব টেকসই ? বিবাহিত টাইটেল লাগিয়ে দুইজন দুইপ্রান্তে থেকে চুটিয়ে পরকীয়া চালিয়ে যাবে ।
349880
১৬ নভেম্বর ২০১৫ রাত ০১:২০
সন্ধাতারা লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
349888
১৬ নভেম্বর ২০১৫ রাত ০৩:৩৮
কাহাফ লিখেছেন : সময়োপযোগী বিষয়ে সুন্দর লেখায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ!!
349907
১৬ নভেম্বর ২০১৫ সকাল ১০:৩১
দ্য স্লেভ লিখেছেন : তবে মোবাইল/ফোনের মাধ্যমে বিবাহ শুদ্ধ হওয়ার একটা পদ্ধতি আছে, তা হলো- উভয় পক্ষের কোন এক পক্ষ থেকে ফোনের মাধ্যমে এক ব্যক্তিকে নিজের উকিল বানাবে.। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File