পিঠ যখন দেওয়ালে ঠেকেছে এবার কিন্তু জান বাজী রেখে প্রতিরোধ হবে -আসুন জাতীকে নিয়ে আমরা হাসিনার অন্যায়ের প্রতিরোধ করে আবার গনতন্ত্র প্রতিষ্টার শপথ নেই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ নভেম্বর, ২০১৫, ১১:৫৮:৫৫ রাত



হতাশার পরে কিন্তু আশা । যত অন্ধকার হবে বুঝতে হবে সকাল নিকটে। সুর্য় উদিত হবার পর আর অন্ধকার থাকে না।

মজলুমের সংখ্যা বাড়তে থাকলে এক সময় জালিম নিজেই আত্মহত্যার অবস্থায় উপনিত হয় তখন ওরা নিজেদেরকেই চিনতে পারেনা মনে করে সবাই বুঝি ওদের মুখাপেক্ষি , তাই ভেবে নিজেদের লোকদের উপর হামলা করে অরাজকতা তৈরী করে ।

জুলুমবাজদেরকে একটা নিদৃষ্ট কাজের বা গন্ডির ভিতর বাড়াবাড়ী করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেয় কিন্তু ঐ জালিমরা মনে করে আমাদেরকে আর কে প্রতিরোধ করবে কার বাবার ক্ষমতা আছে আমাদের অন্যায়ের বদলা নিয়ে !! এমন আহমকি অহংকারের মধ্যেই আল্লাহর শক্তহাত ওদের গর্দানকে থাবা মেরে ধরে।

আপনি জুলুম করবেন বিরোধী মতকে বরদাশত করতে পারবেন না আবার নিজে শান্তিতে থাকতে চাইবেন সেটা কেমন কথা ?

আপনি ৮ বছর যাবত বিরোধী মতের লোকদের উপর যত জুলুম নির্যাতন করেছেন তার হাজার ভাগের একভাগ বিরোধীতাও বিরোধীদল করতে পারেনি বা করেনি। তারপরও আপনার আতংক কাটছে না !

আপনি তো মুখের ফেনা তুলেন আপনার মন্ত্রীরা ফেনা তোলে বিরোধীদলকে সন্ত্রাসবাদ বলে আর হিযড়া পোলাডা যে কিনা কোন মন্চে উঠে কথা বললে মনে হবে কোন টোকাইর বক্তব্য হচ্ছে , সেই পোলা তেলাপোকার গায়ে কালেমা খচিত কাপড় দিয়ে বাংলাদেশে সন্ত্রাসবাদের ব্যাখ্যা দিয়েছেন আমিরিকার পত্রিকায় তাও সেটা হলো খৃষ্টান ধর্মপ্রচারের পত্রিকা।

আপনি জঙ্গি কোথায় খোজ করবেন বলেন ! জঙ্গিতো আপনার পোলা , জঙ্গি আপনার ছাত্রলীগ

আপনি রাত্রের অন্ধকারের ভিতর আমাদের উপর অনেক অন্যায় করেছেন এবার একটু থামুন আর না থামলে প্রতিরোধের জন্য প্রস্তুত থাকুন

পিঠ যখন দেওয়ালে ঠেকেছে এবার কিন্তু জান বাজী রেখে হামলা হবে

আসুন জাতীকে নিয়ে আমরা হাসিনার অন্যিায়ের বিরোধীতা করে আবার গনতন্ত্র প্রতিষ্টার শপথ নেই

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349750
১৫ নভেম্বর ২০১৫ রাত ১২:৫৯
রক্তলাল লিখেছেন : স্বৈরাচার সে ইয়াহিয়া কিংবা মুজিব, এরশাদ বা হাসিনা - সাথে আছি স্বৈরাচার পিশাচের রক্ততৃষ্ণার বিরূদ্ধে!

১৫ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫৫
290284
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এসো প্রতিরোধ গড়ি ঘরে ঘরে ইনশাআল্লাহ আমারেদ বিজয় হবেই
আপনাকে অনেক ধন্যবাদ
349761
১৫ নভেম্বর ২০১৫ রাত ০১:২৮
শেখের পোলা লিখেছেন : সপথ নিলে গনতন্ত্রের নয়৷ ও অশ্বডিম্ব অনেক দেখেছি এবার ইসলামী তণ্ত্র দেখতে চাই৷ আল্লাহ গনতন্ত্রের বিষয়ে প্রশ্ন করবে না করবে তার দ্বীনতন্ত্রের বিষয়ে৷ অতএব আসুন তারই শপথ নিই৷
১৫ নভেম্বর ২০১৫ রাত ০২:২৫
290263
রক্তলাল লিখেছেন : যে তন্ত্রই করুন - বেশীরভাগ মানুষকে নিয়েই করতে হবে। গণতন্ত্র গন্তব্য নয় - সেটা হচ্ছে মাধ্যম। অনেকেই গুলিয়ে ফেলেন।
১৫ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫৭
290285
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ঠিক আছে আপনার কথা
ইসলামী গনতন্ত্রর কথাই বলি
আমাদের প্রচেষ্টা চলছে ইনশাআল্লাহ চলবে বিজয় আসার আগ অবধি
আপনাকে অনেক ধন্যবাদ
349862
১৫ নভেম্বর ২০১৫ রাত ১০:১০
হতভাগা লিখেছেন : দেশের বাইরে থেকে কাব যাব করলে হবে ?

দেশে আসেন , সামনে থেকে নেতৃত্ব দেবেন , ঠিক আছে ?

(এই কথা শুনে পেটে মোচড় দিল নাকি ?)
১৫ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৩
290324
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা সিংহের সাথে খেলতে পারদর্শি
ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ দিবা স্বপ্ন টুডে হোক বা টুমোরউ হউক স্বপ্নেই থাকবে জনতার জোয়ার আসলে নেতারাতো পলাতে পারবে কিন্তু আপনাদের মতো লোকদের তো তেমন সুযোগ নাই
চিন্তা এতসকাল করার দরকার নাই সম্ভবত আরো কিছু মাস পরে করলেও চলবে
১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১১
290463
হতভাগা লিখেছেন : ২০১৯ সালের জানুয়ারী মাস পর্যন্ত ওয়েট করেন
১৭ নভেম্বর ২০১৫ সকাল ১১:২২
290476
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাতেও সমস্যা নাই
তারপর ১০% চামচার সমর্থনে সরকার বনবে ? না পিঠ বাচবে
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৮
290525
হতভাগা লিখেছেন : বসে বসে আকাশ কুসুম স্বপ্ন দেখেন
১৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
290591
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : নিষ্প্রান আওয়ামিলীগ যদি ২৪ বছর পরে প্রান ফিরে আসে তবে আমাদের ২০১৯ পর্যন্ত অপেক্ষা করলে ক্ষতি কোথায়
১৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৫
290629
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগ কখনই নিষ্প্রান ছিল না । সবসময়ই রাজপথে সজাগ থেকেছে ।
১৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৭
290634
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাইতো ২৪ বছর পরে ক্ষমতায় এসেছে
যদি নিষ্পান না থাকতো তবে এত দেরি হলো কেন ? যাদেরকে বন্দুকের নলের মাধ্যমে ইতিহাসের ঘৃতিন পন্থায় ক্ষমতাচ্চুত করেছিল সেনাবাহিনী ?
১৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৭
290635
হতভাগা লিখেছেন : ২১ বছর পর আসলেও এখন বেশ জেঁকে বসেছে । শক্ত ভিত আছে বলেই তা হয়েছে ।
১৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১২
290637
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কাকের মতো অবস্থা হয়েছে । কাক কোন খাদ্য বস্তু পরবর্তি সময়ের জন্য লুকিয়ে রাখার সময় নিজের চোখ বন্দ করে লুকায় সে মনে করে তার এই লুকানো অবস্থা কেউ দেখছে না কিন্তু বাস্তবতা কি তাই
আজ আওয়ামিলীগ কাকের অবস্থায় হয়েছে
তাদের সকল কর্মকান্ড সবাই দেখেছে এবং অচিরেই সেটার কড়া জবাব দিতে জনতা প্রস্তুত আছে
১৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৪
290640
হতভাগা লিখেছেন : জনগন আওয়ামী লীগকে ব্রুট মেজরিটি দিয়ে দিয়েছে সেই ২০০৮ এ । এই দলকে পছন্দ করে বলেই এরকম হয়েছে । আওয়ামী লীগকে আবারও চায় বলে ২০১৪ তে ভোটই দিতে চায় নি ।
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
290652
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পাগলের যদি পায়ে পায়খানা লাগে তবে তিন জাগায় সেটা স্পর্শ করে , এক নাম্বার পায়ে , দুই নাম্বার হাতে আর তিন নাম্বার নাকে
এখন আওয়ািমিলীগের তিন জাগায় পায়খানা লেগেছে চিন্তা কইরেন না এখন তিন রকম চিন্তা
১৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:১৫
290748
হতভাগা লিখেছেন : পায়খানা কার লেগেছে সেটা কি আর বলে বোঝাতে হবে । মাইরের চোটে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে ।
১৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৭
290758
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বন্দুকের নল যার দিকে গুলি কি আর কারোর দিকে যাবে
হাসু মনে করছে আমি এখন বন্দুকের মালিক
কাল কি আপনি থাকবেন
১৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫২
290766
হতভাগা লিখেছেন : ৭১ এ যেটা করেছিল সেটার ফল ভোগ স্বরুপ সারা জীবন কাপড় নষ্ট করতেই থাকবে
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৬
290788
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সেটার স্থায়ী ফলও অপেক্ষা করছে
এখন তো কিছুই দেখা যাবে না কারন জনগনের ট্যাক্সের টাকার গোলামগুলি যে নিরাপত্তা দিচ্ছে
একটু স্লিপ করুক তারপর জনগন খেলা দেখবে
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২০
290811
হতভাগা লিখেছেন : বাংলাদেশের জনগন অন্তত ৭১ এর ভিলেনদের সাপোর্ট করবে না - এটা নিশ্চিত থাকেন ।
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৩
290836
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মনে হচ্ছে বিএনপি জামায়াত কখনো দেশের ক্ষমতায় ছিল না
আপনি কি বলতে পারবেন বিএনপি যে আওয়ামিলীগের আগে ক্ষমতায় এসেছে
তা হয়তো শুনলে গায়ে জালা ধরতে পারে তাদের ব্যাপারে বলছেন ওদেরকে জনগন আর দেখতে চায় না ছিছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File