পিঠ যখন দেওয়ালে ঠেকেছে এবার কিন্তু জান বাজী রেখে প্রতিরোধ হবে -আসুন জাতীকে নিয়ে আমরা হাসিনার অন্যায়ের প্রতিরোধ করে আবার গনতন্ত্র প্রতিষ্টার শপথ নেই
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ নভেম্বর, ২০১৫, ১১:৫৮:৫৫ রাত
হতাশার পরে কিন্তু আশা । যত অন্ধকার হবে বুঝতে হবে সকাল নিকটে। সুর্য় উদিত হবার পর আর অন্ধকার থাকে না।
মজলুমের সংখ্যা বাড়তে থাকলে এক সময় জালিম নিজেই আত্মহত্যার অবস্থায় উপনিত হয় তখন ওরা নিজেদেরকেই চিনতে পারেনা মনে করে সবাই বুঝি ওদের মুখাপেক্ষি , তাই ভেবে নিজেদের লোকদের উপর হামলা করে অরাজকতা তৈরী করে ।
জুলুমবাজদেরকে একটা নিদৃষ্ট কাজের বা গন্ডির ভিতর বাড়াবাড়ী করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেয় কিন্তু ঐ জালিমরা মনে করে আমাদেরকে আর কে প্রতিরোধ করবে কার বাবার ক্ষমতা আছে আমাদের অন্যায়ের বদলা নিয়ে !! এমন আহমকি অহংকারের মধ্যেই আল্লাহর শক্তহাত ওদের গর্দানকে থাবা মেরে ধরে।
আপনি জুলুম করবেন বিরোধী মতকে বরদাশত করতে পারবেন না আবার নিজে শান্তিতে থাকতে চাইবেন সেটা কেমন কথা ?
আপনি ৮ বছর যাবত বিরোধী মতের লোকদের উপর যত জুলুম নির্যাতন করেছেন তার হাজার ভাগের একভাগ বিরোধীতাও বিরোধীদল করতে পারেনি বা করেনি। তারপরও আপনার আতংক কাটছে না !
আপনি তো মুখের ফেনা তুলেন আপনার মন্ত্রীরা ফেনা তোলে বিরোধীদলকে সন্ত্রাসবাদ বলে আর হিযড়া পোলাডা যে কিনা কোন মন্চে উঠে কথা বললে মনে হবে কোন টোকাইর বক্তব্য হচ্ছে , সেই পোলা তেলাপোকার গায়ে কালেমা খচিত কাপড় দিয়ে বাংলাদেশে সন্ত্রাসবাদের ব্যাখ্যা দিয়েছেন আমিরিকার পত্রিকায় তাও সেটা হলো খৃষ্টান ধর্মপ্রচারের পত্রিকা।
আপনি জঙ্গি কোথায় খোজ করবেন বলেন ! জঙ্গিতো আপনার পোলা , জঙ্গি আপনার ছাত্রলীগ
আপনি রাত্রের অন্ধকারের ভিতর আমাদের উপর অনেক অন্যায় করেছেন এবার একটু থামুন আর না থামলে প্রতিরোধের জন্য প্রস্তুত থাকুন
পিঠ যখন দেওয়ালে ঠেকেছে এবার কিন্তু জান বাজী রেখে হামলা হবে
আসুন জাতীকে নিয়ে আমরা হাসিনার অন্যিায়ের বিরোধীতা করে আবার গনতন্ত্র প্রতিষ্টার শপথ নেই
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
ইসলামী গনতন্ত্রর কথাই বলি
আমাদের প্রচেষ্টা চলছে ইনশাআল্লাহ চলবে বিজয় আসার আগ অবধি
আপনাকে অনেক ধন্যবাদ
দেশে আসেন , সামনে থেকে নেতৃত্ব দেবেন , ঠিক আছে ?
(এই কথা শুনে পেটে মোচড় দিল নাকি ?)
ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ দিবা স্বপ্ন টুডে হোক বা টুমোরউ হউক স্বপ্নেই থাকবে জনতার জোয়ার আসলে নেতারাতো পলাতে পারবে কিন্তু আপনাদের মতো লোকদের তো তেমন সুযোগ নাই
চিন্তা এতসকাল করার দরকার নাই সম্ভবত আরো কিছু মাস পরে করলেও চলবে
তারপর ১০% চামচার সমর্থনে সরকার বনবে ? না পিঠ বাচবে
যদি নিষ্পান না থাকতো তবে এত দেরি হলো কেন ? যাদেরকে বন্দুকের নলের মাধ্যমে ইতিহাসের ঘৃতিন পন্থায় ক্ষমতাচ্চুত করেছিল সেনাবাহিনী ?
আজ আওয়ামিলীগ কাকের অবস্থায় হয়েছে
তাদের সকল কর্মকান্ড সবাই দেখেছে এবং অচিরেই সেটার কড়া জবাব দিতে জনতা প্রস্তুত আছে
এখন আওয়ািমিলীগের তিন জাগায় পায়খানা লেগেছে চিন্তা কইরেন না এখন তিন রকম চিন্তা
হাসু মনে করছে আমি এখন বন্দুকের মালিক
কাল কি আপনি থাকবেন
এখন তো কিছুই দেখা যাবে না কারন জনগনের ট্যাক্সের টাকার গোলামগুলি যে নিরাপত্তা দিচ্ছে
একটু স্লিপ করুক তারপর জনগন খেলা দেখবে
আপনি কি বলতে পারবেন বিএনপি যে আওয়ামিলীগের আগে ক্ষমতায় এসেছে
তা হয়তো শুনলে গায়ে জালা ধরতে পারে তাদের ব্যাপারে বলছেন ওদেরকে জনগন আর দেখতে চায় না ছিছি
মন্তব্য করতে লগইন করুন