নূর হোসেন শামীম ওসমানের সেই ফোনালাপ , শামীম ওসমান বলেছিলেন, ‘তুমি অপরাধ করো নাই’ এখন নুর হোসেনকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসা করলেই পরিস্কার হবে কে অপরাধী
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ নভেম্বর, ২০১৫, ০৬:৪৫:১৫ সন্ধ্যা
শামীম : হ্যালো।
নূর হোসেন : ভাই, স্লামালাইকুম ভাই।
শামীম : কে?
নূর হোসেন : ভাই ভাই ভাই, আমার বহুত প্রবলেম ভাই। ভাই আমি লেখাপড়া করি নাই, আমার অনেক ভুল আছে ভাই। ভাই, আমি লেখাপড়া করি নাই, আমার অনেক ভুল আছে ভাই। আপনে আমার বাপ লাগেন ভাই। আপনেরে আমি অনেক ভালোবাসি ভাই।
শামীম : খবরটা পৌঁছে দিলাম না, পাইছিলা?
নূর হোসেন : হ, আপনেরে আমি অনেক ভালোবাসি ভাই। আমার পোলাডা ছোট, মইরা যাইব ভাই। আমার কান্দে বন্দুক ভাই।
শামীম : সময় দাও একটু...
নূর হোসেন : ভাই, আপনি আমার বাপ লাগেন ভাই। ভাই, জীবনটা আপনেরে আমি দিয়া দিমু ভাই। আপনারে আমি অনেক ভালোবাসি ভাই।
শামীম : আরে তুমি এত চিন্তা করো না, সময় দাও।
নূর হোসেন : ভাই, আমি লেহাপড়া করি নাই, আমার অনেক ভুল আছে ভাই। আমারে মাফ করেন ভাই।
শামীম : তুমি এত চিন্তা করো না, সময় দাও। আর তুমি একটু গৌরদা’র লগে দেখা করে আসো না...
নূর হোসেন : ভাই, আমারে দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দেবেন?
শামীম : এখনো কোনো সমস্যা হবে না। কোনো জায়গার ইয়া নাই? সিল নাই?
নূর হোসেন : না না, আছে আছে ই আছে। সিল আছে, কিন্তু যামু ক্যামনে সব জায়গায় বলে অ্যালার্ট?
শামীম : না, কিচ্ছু নেই। হ্যাঁ? মনে হয় না।
নূর হোসেন : ভাই, তাইলে একটু খবর নেন না, আমি কালকে ফোন দিই।
শামীম : আগাইতে থাকো।
নূর হোসেন : ভাই, আমি লেখাপড়া করি নাই। ভাই, আমার অনেক ভুল আছে।
শামীম : তুমি যদি ওই জায়গাটাতে যাও...
নূর হোসেন : ভাই, আমি বাসে...মাইক্রোবাসে উঠব।
শামীম : কিচ্ছু হবে না, চিন্তা করো না, তুমি অপরাধ করো নাই...
নূর হোসেন : ভাই...
শামীম : তুমি চিন্তা করো না।
নূর হোসেন : আমার জীবনের কোনো গতি হইব না ভাই? আমার মনে অনেক জোর ভাই।
শামীম : আমি জানি, আমি জানি। ঘটনাটা অন্য ঘটাইয়া এক ঢিলে দুই পাখি মারছে।
নূর হোসেন : ভাই, আমার অনেক ভুল আছে, আপনে আমারে মাফ করেন ভাই।
শামীম : ঠিক আছে, তুমি ইয়ে করো। ও ও ও...আমার একটা ফোন নম্বর দিমু যোগাযোগ করুম, ঠিক আছে? এই নম্বরটা নতুন?
নূর হোসেন : জি ভাই।
শামীম : আচ্ছা। রাখলাম।
নূর হোসেন : জি ভাই, স্লামাইকুম ভাই।
এই ফোনালাপের আধা ঘণ্টা পর থেকে বন্ধ পাওয়া যায় নূর হোসেনের ফোন নম্বরটি।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন