দীপনের বাবাকে মোবাইলে হত্যার হুমকি ! কারন উনি বলেছিলেন আমি সন্তান হত্যার কোনো বিচার চাই না। তাইলে মোবাইল স্ট্রাইকিং কি এই হুমকি কারীকে সনাক্ত করতে পারছে না !!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ নভেম্বর, ২০১৫, ০৬:৫৭:৩৫ সন্ধ্যা
জাগৃতি প্রকাশনীর সত্বাধিকারী দুর্বৃত্তদের হাতে নিহত ফয়সাল আরেফিন দীপনের বাবাকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ১০টার দিকে মোবাইল ফোনে মোটা অংকের টাকা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।
মোবাইলে হুমকির কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত বলতে অপরাগতা জানিয়েছেন আবুল কাশেম ফজলুল হক।
তবে তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তিনি বলেন, ৭১ সালে আমি এরকমই নিরাপত্তাহীন বোধ করেছিলাম। আর আজ নিরাপত্তাহীন বোধ করছি।’
তিনি বলেন, ‘এ দেশে কেউ বাসা বা কর্মস্থল কোনো স্থানেই নিরাপদ নন। আমিও নিরাপদ নই। নিরাপত্তা চেয়ে আমি থানায় জিডিও করবো না।’
দীপন হত্যার মামলার তদন্তের অগ্রগতি জানতে চাইলে তিনি পুলিশের উপর সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পুলিশের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তারা আন্তরিকভাবে কাজ করেছে। তবে তদন্তের অগ্রগতির ব্যাপারে তারা আমাকে কিছু জানায়নি।’
শুভবুদ্ধির উদয় হওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ শিক্ষক বলেন, ‘যারা খুন করেছে তাদের উদ্দেশে আমি এ কথা বলিনি। আমি রাষ্ট্রের কর্তাব্যক্তিদের উদ্দেশে এ কথা বলেছি।’
৭২ সালের পর কোনো সরকারই দেশের গুণী ব্যক্তিদের নিরাপত্তা দিতে পারেনি। এখনো পারছে না- জানিয়ে আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘আমরা গভীর সঙ্কটে আছি। এ সঙ্কট দিন দিন বেড়ে চলেছে। সঙ্কট উত্তরণের জন্য আমি ২৮ দফা বক্তব্য গত বারো বছর ধরে প্রচার করে আসছি। দেশের সুশীল সমাজ ও সরকার যদি এ দফাগুলোকে বিবেচনায় নেয় তাহলে সঙ্কট উত্তরণ সম্ভব। তবে রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব না। এজন্য কাজ শুরু করা উচিত এখনই।’
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
আশা করি ...........সব কিছু মাটিতে বিলিন হবে এবং স্থায়ীভাবে হবে জীবনের তরে আওয়ামিলীগ নামক জারয সন্তানের জন্ম এই দেশে হবে না wait and see
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন
বাইরে থেকে কিছুই করতে পারবেন না , আপনাদের মাজাভাঙ্গা নেতাও পারছে না
wait and see inshallah
মন্তব্য করতে লগইন করুন