মাগো আমার যে খুব ভয় পাচ্ছে ! মাগো মা !! মা তুমি আমাকে আড়াল করে রাখ দেখ ওরা আমার দিকে আসতেছে আমাকে মারার জন্য !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ অক্টোবর, ২০১৫, ১১:৫৬:০৭ রাত
মাগো আমার যে খুব ভয় পাচ্ছে ! মাগো মা !! মা তুমি আমাকে আড়াল করে রাখ দেখ ওরা আমার দিকে আসতেছে আমাকে মারার জন্য !!! মাগো মা !!!!
এমন হতাশা ব্যাক্ত করতে করতে কান্নায় ভেঙ্গে পড়েছে উত্তর পাড়ার ফেরদৌস আলম যে কিনা গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্টবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন।
ভাল ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিল ফেরদৌস আলমের মতো আরো অনেক মায়ের সন্তানরা । কেউ কেউ মেধা তালিকায়ও উঠেছিল গোল্ডেন জিপিএ৫ পেয়েছিল যেমনটা জসিমউদ্দিন নামের একটা ছেলে খুলনার কোন পল্লি গ্রাম থেকে উঠে এসেছিল ।
জসিমউদ্দিনের বাবা সাধারন কৃষক নিজের জমিজমা বলতে সামান্য একটু ,পরের জমি বর্গা চাষ করে কোন রকম সংসার চালায়।
তাদের আশা ছিল জসিম উদ্দিন বড় শিক্ষিত হবে চাকুরী করবে তাদের জীবনের দুঃখ দুর্দশা লাঘব করবে ।
কিন্তু ফেরদৌস আলমের চোখের সামনে ঘটে গেল নির্মম এবং ইতিহাসের জঘন্যতম ঘটনা, যেটা কিনা জাহিলিয়াতের যুগকেও হার মানায়।
জসিমউদ্দিন সহ কয়েক বন্ধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিয়ে হেটে যাচ্ছিল, হটাত চিলের মতো ছো মেরে অন্যদের সামনে থেকে ধরে নিয়ে একটু দুরে মাটিতে শোয়ায়ে গরুর মতো ধারালো অস্রদিয়ে জবেহ করে দিল জসিমউদ্দিনকে !
যারা জহেব করেছিল তারাও এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র । জসিম্উদ্দিনের বিরুদ্ধে তাদের অভিযোগ হলো সে নাকি শিবির করে।
ছাত্রলিগের ছেলেরা দেখেছে জসিমউদ্দিন রাত্রেও মসজিদের জামায়াতে নামাজ পড়ে ফযরের ওয়াক্তেও মসজিদে গিয়ে নামাজ পড়ে যেই অভ্যাসটা শিবির না করলে কখনো বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্ররা এটা করবে না।
ফেরদৌস আলম সহ ওরা ভয়ে দৌড়ে অনেক দুরে গিয়ে আবডালে দাড়িয়ে জবেহ করার সেই দৃশ্য দেখেছে । যার কারনে ফেরদৌস আলমের ভিতর সেই ভয়টা কোন রকমেই কাটছেনা।
ভয়ে সেখান থেকে বাড়ীতে এসেও তার মনের ভিতর আতংক !
যে ওরা আসতেছে আমাকে মারবে মা তুমি তাদের থেকে আমাকে রক্ষা করো !! এমনই আহাজারী করছে ।
আমাদের আগামী প্রজন্ম কি করবে ? তাদের ঠিকানা কোনটা ?
ছেলেরা তো বাইরের জগতে থাকবে তাই না , আতংকিত হয়ে যদি মায়ের আচলের তলে আশ্রয় নিতে হয় তবে তেমন দেশে বসবাস করে আমরা কেমন জাতি পাব ?
ওরাতো উম্মুক্ত মনে গভেষনা করবে আবিস্কার করবে আমাদেরকে নতুন নতুন জিনিস উপহার দিবে !
যদি মায়ের আচলের তলে ভিতই থাকলো তবে আমরা কিছুই পাব না। ......আল্লাহ আমাদেরকে সহ আমাদের ভবিষ্যত বংশধরকে হেফাযত করুন
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন