জোনাকী পোকার আলোর রহস্য

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ অক্টোবর, ২০১৫, ০৭:৩২:৩৯ সন্ধ্যা



শহরে যারা থাকেন, তাদের কথা তো জানিনা- কিন্তু গ্রামাঞ্চলের দিকে যারা থাকেন বা কোন এক সময় থেকেছেন তাদের জোনাকী দেখার কথা। আমার যতদূর মন পড়ে, বসন্তের শেষে বা গ্রীষ্মের দিকে সন্ধ্যায় গ্রামে জোনাকি উড়তে দেখেছি। টিমটিমে আলোর অপূর্ব শোভা দেখিয়ে তাদের এদিকওদিকে ঘুরে বেড়ানো রাতে প্রকৃতিতে অনন্য দৃশ্যের অবতারণা করে। খুব কাছ থেকে না দেখলে এদের এই আলো সবার কাছে একটা রহস্যই থেকে যায়।

যারা দেখেছেন তাদের মনে কি আদৌ প্রশ্ন জাগেনি যে- এই স্বয়ংপ্রভ নীলাভ-সবুজ দ্যুতির সত্যিকারের রহস্য কি? আসে কোত্থেকে এই আলো ?

আজ ভাবলাম, এই বিষয়ে একটা নিবন্ধ লিখব। তাই উইকিপিডিয়া আর গুগলে লাঙল নামিয়ে দিলাম।

খুব কাছ থেকে তোলা ছবিতে দেখলে বুঝতে পারবেন এই রহস্যের উৎপত্তি সম্পর্কে। দেখা যায় যে, এই পতঙ্গটির তলপেটের দিক থেকে এই আলোর উৎপত্তি। বাস্তবিকই তাই। জোনাকির বা Lampyris noctiluca এর তলপেটের শেষের দিকে আলাদা একটি উপাঙ্গ আছে, যেখান থেকে এই আলোর উৎপত্তি হয়। এই প্রত্যঙ্গ হতে লুসিফেরিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরিত হয় যা জোনাকির শ্বাসনালী দ্বারা গৃহীত অক্সিজেন দ্বারা জারিত হয়। এই জারণ বা অক্সিডেশনে লুসিফারেজ নামক জৈবঅনুঘটক বা এনজাইম সহায়তা করে। জারণ বিক্রিয়াটিতে যে পরিমাণ শক্তি বা আলো উৎপন্ন হয়, তার মাত্র ২% হল তাপ। তাই এই আলো এতটা স্নিগ্ধ মনে হয়। ঐ বিশেষ অঙ্গটির স্নায়ু দ্বারা এই আলোর স্থায়িত্ব নিয়ন্ত্রিত হয়।

এই আলো তারা ব্যবহার করে তাদের বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে। স্ত্রী প্রজাতির জোনাকিরা এই আলো দিয়ে পুরুষ জোনাকিকে আকর্ষণ করে, ডিম পাড়ে এবং মারা যায়। নিষেকের পর লার্ভা দশায় অনেকদিন অবস্থান করতে হয় তাদের। তবে এই আকর্ষণের ব্যাপারটা প্রজাতিভেদে ভিন্ন। যেমন, আমেরিকায় এক প্রকারের জোনাকি আছে, যাদের পুরুষ প্রজাতি পাঁচ সেকেন্ড অন্তর জ্বলে উঠে, আর এর প্রতিক্রিয়ায় মাটিতে অপেক্ষমান স্ত্রী জোনাকি দুই সেকেন্ড পর পর জ্বলে উঠে। এভাবে তারা মিলন সংক্রান্ত তথ্য আদান প্রদান করে।



বিষয়: বিবিধ

২০০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344881
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
একবার একটি জোনাকি পোকাকে বোতল বন্দি করতে সক্ষম হয়েছিলাম। শহরের মধ্যেই। তখনই খেয়াল করি আসলে পুরা শরিরের এক জায়গাতে আরো জ্বলে। যদিও দুর থেকে দেখলে পুরাটাই জ্বলছে মনে হয়।
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩৩
286155
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
অনেক ধন্যবাদ
344937
০৮ অক্টোবর ২০১৫ রাত ০২:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আসলে আল্লাহর সৃষ্টি অপরিসীম, তারপর অবিশ্বাসীরা ভেবে দেখেনা। আল্লাহ আমাদের বুঝার তাওফীক দান করুন, আমিন।
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৬
286234
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
আপনাকে অনেক ধন্যবাদ
344964
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৬:১৬
শেখের পোলা লিখেছেন : সে যাই হোক আসল কথা এ আল্লাহর এক নিদর্শণ৷
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৭
286235
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অবশ্যই
আপনাকে অনেক ধন্যবাদ
Good Luck
344981
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪৮
দ্য স্লেভ লিখেছেন : জোনাক পোকা ছোটবেলায় হাতের মধ্যে রাখতাম। এর জ্বলতে থাকা অংশ কেটে শরীরে লাগিয়ে রাখতাম,কিছুক্ষন জ্বলত।
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৭
286236
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File