মানবদেহের মজার তথ্য পড়ার জন্য আহবান জানাচ্ছি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ অক্টোবর, ২০১৫, ১১:৩৭:২৫ রাত



যে দেহটাকে আমরা বহন করে বেড়াই, তার সম্পর্কে কত তথ্যই না অজানা! চলুন জেনে নিই মানবদেহ সম্পর্কে অজানা, অদ্ভুত আর মজার সব তথ্য-

১. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।

২. কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।

৩. দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।

৪. একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি।

৫. একজন স্বাভাবিক মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট।

৬. একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ৬৫কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি।

৭. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্তকণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।

৮. রোগ প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।

৯. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।

১০. ঠোঁটের ছাপ আঙুলের ছাপের মতই, একজন মানুষের ঠোঁটের ছাপও অন্য আরেক জনের ঠোঁটের ছাপের সাথে কখনো মিলবে না।

১১. মানব দেহের সবচে শক্ত হাড় হচ্ছে চোয়ালের হাড়!!

১২. ব্রেন নিজে কোন ব্যথা অনুভব করেনা যদিও ব্রেন ব্যথার অনুভূতি সরবরাহ করে!!

১৩. ব্রেন এর খুব বেশি অক্সিজেন দরকার হয় দেহের মোট প্রয়োজনীয় ক্যালরি আর অক্সিজেন এর শতকরা ২০ ভাগ এর জন্য প্রয়োজন হয়!! যদিও ব্রেন আমাদের দেহের মোট ওজনের মাত্র শতকরা ২ ভাগ

১৪. ব্রেন এর শতকরা ৮০ ভাগ পানি, এর মানে হচ্ছে আপনাকে সঠিক পরিমানে পানি গ্রহন করতে হবে ব্রেন কে কার্যক্ষম রাখতে হলে

১৫. আমরা অনেকে ভাবি, ব্রেন দিনে বেশি কার্যকর থাকে কিন্তু সেটা সত্য না আমাদের ব্রেন ঘুমের সময় বেশি কার্যকর থাকে।

১৬. টেকনিক্যাল ভাবে ব্রেন এর সব কিছু ধারন করে রাখার সামর্থ্য আছে এটা যা কিছু অনুভব করে, দেখে, পড়ে, আর শোনে।

১৭. বুদ্ধিমান ব্যক্তির বেশি তামা এবং দস্তা থাকে তাদের চুলে।

১৮. পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে। অবশ্য হায়নারাও হাসির মতো শব্দ করে, কিন্তু হাসির মর্ম শুধু মানুষই বুঝে।

১৯. না খেয়ে মরার চেয়ে না ঘুমিয়ে আপনি আগে আগে মরতে পারেন। আপনি ১০ দিন না ঘুমালে মারা যেতে পারেন।

২০. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।

২১. মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক তৈরি সম্ভব।

২২. মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। কোন কোন কাজে ২০০ টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০ টির বেশী পেশী আছে। হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।

২৩. একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্তকণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে।

২৪. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।

বিষয়: বিবিধ

১৬৭৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344481
০৫ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৩৮
মিশু লিখেছেন : আসঅসালামু’আলাইকুম।
জাযাকাল্লাহী খাইরান। আল্লাহ আমাদের আরো শুকরিয়া আদায় করার ও আরো অনুগত হওয়ার তাওফিক দান করুন।
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১৭
285834
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুম সালাম
আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিক
আমিন
আপনাকে অনেক ধন্যবাদ
344485
০৫ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৪
হতভাগা লিখেছেন : ৪. পূর্ণ বয়ষ্ক হতে হতে সেটা নেমে আসে ২০৬ এ ! বাকি ১৪৪ টি কোথায় যায় ?

১১.

http://www.answers.com/Q/What_is_the_strongest_bone_in_a_human_body

এরা তো বলছে উরুর হাঁড় (Femur)। আমি জানতাম দাঁত ।

১৫. Brain এর কাজ Motor ( সক্রিয় কাজ )ও sensory (অনুভূতি) । ঘুম এর সময় এগুলো তো জেগে থাকার মত হয় না ।

344496
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৩
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১৭
285835
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
আপনাকে ধন্যবাদ
344497
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পড়লাম ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১৮
285836
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
আপনার নামটি আমার মিয়া ভাইর নাম
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৯
286084
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমিতো আপনার মিয়া ভাইঐ....!Love Struck Love Struck Love Struck
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১০
286097
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ মিয়া ভাই
344503
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাত্র ২০ বর্গফুট চামড়া তাও নরম। ৫০০ টাকাও দাম হবেনা!!
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১৯
285837
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
344507
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : বেশ মজার তথ্য !শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৭
285838
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
344583
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৩
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৬
285896
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File