শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মসূচি ফখরুলদের জানা না থাকলে পড়ে নিতে অনুরোধ করছি অন্যথায় জামায়াত বা শিবির নিয়ে বাড়াবাড়ী না করাই ওর জন্য মঙ্গল হবে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ অক্টোবর, ২০১৫, ১০:১৬:৩৮ রাত
শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য:-
আল্লাহ প্রদত্ত ও রাসুল (সাঃ) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন|
কর্মসূচি:-
দাওয়াত:
তরুন ছাত্র সমাজের কাছে ইসলামের আহবান পৌছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দ্বায়িত্বানুভুতি জাগ্রত করা|
সংগঠন:
যে সব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা|
প্রশিক্ষন:
এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহিয়াতের সমস্ত চ্যালেজ্ঞের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমান করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরি ব্যবস্থা করা|
ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা-
আদর্শ নাগরিক তৈরীর উদ্দেশ্য ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধনের দাবীতে সংগ্রাম এবং ছাত্র সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান|
ইসলামী সমাজ বিনির্মান:
অর্থনৈতিক শোষন, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মানে সর্বাত্নক প্রচেষ্টা চালানো|
পাগলামী ছুড়ুন ফখরুল মিয়া , অয়থা রেয়ারেষি করে অনন্তত এই ব্লগে ঠিকতে পারবে না
বিষয়: বিবিধ
২১৬২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে সে নিজেকে যেটাই ভাবুক আমাদের একজন কর্মির মুকাবেলা করার মতো যুক্তিও তার ভিতর নাই ইনশাআল্লাহ
ব্যান করা হোক।
আপনাকে অনেক ধন্যবাদ
ফখরুল পাগলারে নিয়ে আমি মিটেও চিন্তিত না। হাস্যরসের খোরাক মাত্র।
আপনার সােথে সম্পুর্ন একমত
আপনাকে অনেক ধন্যবাদ
কথা হলো যেই ভাবে ছাত্রশিবির বা জামায়াত বা ছাত্রিসংস্থা নিয়ে অহেতুক মিথ্যা মনগড়া কথা বলে তাতে কি ঠিক থাকা যায় ?
আপনি ব্লগে প্রতিনিয়ত আছেন
দেখবেন কয়েকদিন একেবারে গায়েব থাকে তারপর হটাত করে ব্লগে এসেই ছাত্রীসংস্থা অথবা শিবির অথবা জামায়াতকে নিয়ে জঘন্যতম মিথ্যার ফুলঝুড়ি হাজির করে
হয়তো বা
এমন কাজ তো অনেক আগেই বন্ধ করে তাদেরকে ব্লগ করে দিয়েছি
আমাদের সকল ভাই যদি সচেতন হন তবে গুটি কয়েক লোক যতই ঘেউ ঘেউ করুক তাতে তেমন কিছু আসবে যাবে না
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন