২০৪১ সাল অবধি ‘ক্ষমতায় থাকার জন্য সরকারের জঙ্গি প্রয়োজন’ তাই জঙ্গির জিকির তুলে নিজেরাই গ্যাড়া কলে আটকের অবস্থা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ অক্টোবর, ২০১৫, ১১:৩৬:২৫ সকাল



মুক্তিযুদ্ধের নাম নিয়ে দেশে দখলদারিত্ব কায়েম করে সরকার জঙ্গিবাদের ভিত রচনা করছে বলে মন্তব্য করেছেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।

শনিবার জাতীয় প্রেসক্লাবে রামুতে সাম্প্রদায়িক সহিংসতার তিন বছর পূর্তি উপলক্ষে ‘রাজনীতিতে সাম্প্রদায়িকতার ব্যবহার: প্রেক্ষিতে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকী বলেন, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য সরকারের জঙ্গি প্রয়োজন।

তাই জঙ্গি দমন ইস্যুকে সরকার রাজনীতিতে যত্রতত্র ব্যাবহার করছে।

এদিকে তথ্যমন্ত্রী বলছেন দেশে জঙ্গি আছে, অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে কোন জঙ্গি নেই এমন খবরে দেশের মানুষ বিভ্রান্তির মধ্যে আছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, নিজ দলের কতিপয় এমপি, মন্ত্রীদের লুন্ঠন, দখলদারিত্ব ও সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর কারণেই সংখ্যালঘুদের কাছে বর্তমান সরকার খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, রামুতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার সাথে ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এই জন্য সরকার এ ঘটনার সুষ্ঠু বিচার করছে না।

বিষয়: বিবিধ

৯৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344326
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০১
সুমন আখন্দ লিখেছেন : জঙ্গি আইলো জঙ্গি আইলো
ধইরা ধইরা বান্ধো!
জঙ্গিরে জাইঙ্গা পরাইয়া
লুঙ্গি তুইলা কান্দো!
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫১
285647
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই জঙ্গি কিন্তু ওরা নিজেরা
344391
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জঙ্গি জঙ্গি করতে করতে এরা নিজেরাই জঙ্গি হয়ে গেছে!!
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
285693
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File