*জেনে নিন প্রাণভিক্ষা চাওয়ার ইতিহাসঃ* মজলুমকে প্রস্তাব দিয়েছিল জালিমশাহীরা কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছিল আজও !!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ অক্টোবর, ২০১৫, ০৪:২৩:১৯ বিকাল



১.ফেরাউন মুসা (আঃ) কে বলেছিল আমাকে খোদা মেনে নাও তোমাকে মুক্ত করে

দেব।

২.নমরুদ বলেছিল ইবরাহিম (আঃ) কে তোমার পথ ত্যাগ করে আমাদের পথে চলে আসো তোমাকে সব দেব।

৩.মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে আবু জেহেল গং বলেছিল তোমার

এক আল্লাহর ইবাদত ও তার দ্বীন প্রচার ছেড়ে লাত মানাতের পুজা কর! তোমাকে আরবের সাম্রাজ্য দেব।

৪.অনেক সাহাবীকে লোভ দেখানো হয়েছে মুহাম্মাদের (সাHappy পথ ত্যাগ করে আসলে সুন্দরী রমণী ও ধন- দৌলত দেব।

৫.ইমাম আবু হানিফা (রহ.) কে ক্ষমতার লোভ দেখানো হয়েছে বিনিময়ে খলিফার কথামত চলতে হবে। ইতিহাসের কোনো ইসলামপন্থী জালিমদের কাছে

প্রাণভিক্ষা চাননি বরং অত্যাচার, নির্যাতন, জেল, ফাঁসি ইত্যাদি মেনে নিয়েছেন। তবুও সত্য ত্যাগ করেননি। এই যদি হয় ইসলামের বিশাল

ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ তাহলে বর্তমানে আমাদের মত পাপী বান্দাহদের

মধ্যে যারা আল্লাহর দ্বীন (ইসলাম) কায়েমের জন্য বাতিলের (বা মিথ্যা

শক্তির) মোকাবিলায় সামনে এগিয়ে যায়, তাদেরকে আদর্শিক দিক থেকে পরাজিত করতে না পেরে ভিন্ন পথ অবলম্বন করবে এটাই স্বাভাবিক। যেমন- হত্যা, গুম, মিথ্যা অপবাদ, অপপ্রচার, জেল, জুলুম, ফাঁসির ভয় দেখিয়ে সত্যের পথ থেকে বিচ্যুতি করার ব্যার্থ চেষ্টা করা।

ব্যার্থ চেষ্টা বললাম কারণ, ইসলামের আলোয় আলোকিত ঈমানদীপ্ত মর্দে মুজাহিদ কখনো ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পরকালে জীবনের আল্লাহর

সাক্ষাত লাভ করাকে ছোট করে দেখবেনা, বরং সে জীবনের বিনিময়ে হলেও

আল্লাহর দ্বীনের পতাকাকে উঁচু করে শাহাদাতের অমীয় সুধা পান করতে প্রস্তুত। জীবন মৃত্যুর মালিক তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন।

জীবন ভিক্ষা চাইতে হলে ঈমানদার তাঁর কাছেই চাবে। কোন ফেরাউন, নমরুদ, বা আবু জেহেলের অনুসারীদের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার যুক্তি বা সুযোগ কোনোটাই নেই।

অতএব, আজ যারা ইসলামী আন্দোলনের কর্মী, দায়ী (আহ্বানকারী) তারা কিছুতেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাবেন না।

বরং তারা খুশি হবেন এজন্য যে তাদের শহীদ হবার দোয়া কবুল হতে যাচ্ছে। প্রত্যেক ইসলামী আন্দোলনের কর্মীর অন্যতম দোয়া,

"আল্লাহ আমাকে তোমার দ্বীনের জন্য কবুল কর; শহীদী মৃত্যু দান কর —

সংগ্রহিত নিষ্পাপ কয়েদী নামক ফেচবুক আইডি থেকে

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344051
০২ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৫১
অনেক পথ বাকি লিখেছেন : আজ যারা ইসলামী আন্দোলনের কর্মী, দায়ী (আহ্বানকারী) তারা কিছুতেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাবেন না

কিন্তু কাদের মোল্লা নাকি প্রাণভিক্ষা চেয়েছিলেন।
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
285436
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পুরাতন পাগলের ইতানিং ভাত জুটতেছে না আপনি আবার কোথা থেকে আসলেন ভাই
নতুন আজগুবি কথা আবিস্কার করলেন কোথা থেকে !! যতসব
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
285437
শেখের পোলা লিখেছেন : "কিন্তু কাদের মোল্লা নাকি প্রাণভিক্ষা চেয়েছিলেন।"
মিথ্যা কথা৷
344059
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
শেখের পোলা লিখেছেন : প্রান দেবার ও দেবার একমাত্র মালিক আল্লাহ এবং তার সময় ক্ষন নির্দিষ্ট৷ মুসলীম মাথা কাটাবে তবু ঝোঁকাবে না৷ কাজী নজরুল যাকে বলেছেন,'শির দেগা নেহী দেগা আমামা'৷
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
285439
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : স্বাগতম শেখের পোলা ভাই
আপনাকে অনেক ধন্যবাদ
344060
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
285440
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
344073
০২ অক্টোবর ২০১৫ রাত ১০:০১
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ
০২ অক্টোবর ২০১৫ রাত ১০:১৬
285451
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
344100
০৩ অক্টোবর ২০১৫ রাত ১২:৫৪
আফরা লিখেছেন : আল্লাহর দেয়া জীবন তিনি যখন চাইবেন তখনই নিবেন এখানে মানুষ কি ভাবে জীবন ভিক্ষা দিবে ।
০৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৪
285510
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
344113
০৩ অক্টোবর ২০১৫ সকাল ০৫:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : জীবন মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়।
০৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৪
285511
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ১০০% সত্য
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File