নিজেদের তৈরী করা ফাঁদেই অাটকা পড়েছে আওয়ামী লীগ....
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৯:০৬ রাত
সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় খবর হলো সম্ভাব্য জংগী হামলা ও নিরাপত্তাহীনতার আশংকায় বাংলাদেশে নির্ধারিত সফর স্থগিত করেছে অস্ট্রোলিয়ার ক্রিকেট বোর্ড।
গতকাল থেকে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের সর্তক থাকার পরামর্শ দিয়েছে বৃটিশ সরকার।
আজ সকাল থেকে ঢাকায় অবস্থানরত নাগরিকদের সতর্ক হয়ে চলার জন্য আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।
আজ থেকে বন্ধ ঘোষনা করা হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল। এরই মাঝে আবার গতকাল রাতে গুলশান কুটনৈতিক পাড়ায় এক ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
বিগত বিছরগুলোতে আওয়ামী সরকারের মন্ত্রীবর্গ ও দলের নেতারা দেশকে জংগাীরাষ্ট্র হিসেবে বিশ্বমহলে পরিচিত করানোর জন্য ব্যপক প্রচেষ্টা চালিয়েছেন।
মুলধারার ইসলামী রাজনৈতিক দল বিশেষ করে জামায়াতে ইসলামীকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এই দলের নেতাকর্মীদের ধরলেই তাদেরকে জংগী হিসেবে মিডিয়ায় উপস্থাপন করা হয়েছে। দলের শীর্ষনেতাদের মিথ্যা অভিযোগে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।
দলটির আর্থসামাজিক কর্মকান্ডকে মৌলবাদী অর্থনীতি হিসেবে কলংকিত করার চেষ্টা করা হয়েছে।
পবিত্র কুরঅান শরীফকে জংগীবই হিসেবে মিডিয়ায় দেখানো হয়েছে। বোরকা এবং ইসলামী পোশাককে অপমান করা হয়েছে। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের উপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি ওয়াশিংটন টাইমসে আনমাস্কিং টেররিস্ট ইন বাংলাদেশ শীর্ষক যে কলাম লিখেছেন তাতে জামায়াতকে অাল কায়েদার সহযোগী সংগঠন হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। তিনি বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন।
এত সব প্রচার প্রচারনার খেসারত এখন জাতি হিসেবে আমাদের দিতে হবে। পশ্চিমা দেশগুলোর কাছে ছোট হয়ে থাকতে হবে।
অস্ট্রোলিয়ান ক্রিকেট দল না আসলে হয়তো কিছু খেলা হবেনা, বিসিবিকে আর্থিক লোকসান গুনতে হবে। কিন্তু তা খুব বড় কিছু নয়।
তবে জাতি হিসেবে অামাদের মাতা যে হেট হয়ে গেল, আমাদের কপালে যে কলংকের দাগ লাগলো তা মুছবে কে??
নিছক রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজ দেশের বিরুদ্ধে যে নোংরা অপপ্রচার আওয়ামী লীগ চালালো তার জন্য ইতিহাসের কাছে একদিন তাদের জবাবদিহি করতেই হবে।
বিষয়: বিবিধ
৫১৪৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গতকাল সামুতে এক ব্লগারের একটা কমেন্ট খুব ভাল লেগেছিল এই বিষয়ে । সেটা এমন :
সরকার এখন এই জালে আটকা পড়েছে ।
আর যাই হোক, স্রষ্টা অন্ততঃ এ জাতির ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসবেন না।
এই ভদ্রলোককে মাঝে মাঝে মন্তব্যর বেলায় অনেক জ্ঞানী বলে মনে হয় আবার মাঝে মাঝে কেমন যানি মনে হয় , উনি কি পেইড এজেন্ট না অতিউতসাহি হয়ে এটা করে জানি না
যাই হউক উপযুক্ত জবাব দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ!!
ঠিক বলেছেন! আমারও মাঝে মাঝে উনাকে একজন সতর্ক 'পেইড এজেন্ট' মনে হয়।
লম্পট ছেলেকেও পিতা-মাতা লম্পট বলেনা, তারা চেষ্টা করে সন্তানের বদনাম ঢেকে ফেলতে। নিজের কণ্যা ধর্ষিত হলেও বহু পিতা-মাতা বিচার চেয়ে মেয়ের ভবিষ্যত নষ্ট করতে চায়না। কেননা পিতা-মাতা এসবের মূল্য বুঝেন, তাই করেন না।
বর্তমান সরকার পরিচালনা করছে সেই মানুষগুলো কেমন? গান গাওয়া, নাচতে পারা, কুর্দন জানা এই গুনাবলীই যেন তাদের কাছে সেরা পছন্দ। প্রজ্ঞা, বিজ্ঞতা, দূরদর্শীতা, বিচক্ষনতার বালাই নেই তাদের অভিজ্ঞতার ঝুলিতে!
সুতরাং এসব ব্যক্তি তো সেই মায়ের মতই হবে, যে মা তার মেয়ে ধর্ষীতা যে হয়েছে, সেটা প্রমান করার জন্য নিজের কন্যাকে উলঙ্গ করে বসিয়ে রেখেছে যাতে করে জনগন দেখে বুঝতে পারে যে, মা সঠিক কথা বলছেন........।
এই কুলাংগারদের ব্যাপারে নাকি কেউ কোন মন্তব্য করেনা ! !!
আপনার সাথে সম্পুর্ন একমত
জাযাকাল্লাহ
বাস্তবতা হল, বিজ্ঞতা বিচক্ষনতা, দুরদর্শিতা এদের মধ্যে যে একেবারেই নেই তা নয়। কিন্তু এই সব কিছু ছাড়িয়ে ক্ষমতা লিপ্সাটাই তাদের কাছে বড়। যে করেই হোক ক্ষমতা ধরে রাখতে হবে।
দেশটা অন্যের দ্বারা ধর্ষিত হয়নি, বরং এরা নিজেরাই দেশকে ধর্ষন করে নিজেরাই আবার ধর্ষনের খবর বলে বেড়াচ্ছে।
যে মেয়েটির অভিভাবকরাই তার ধর্ষক, সে মেয়েটির ভাগ্যে বিড়ম্বনা ছাড়া আর কিই থাকতে পারে!
আপনাকে অনেক ধন্যবাদ
যুদ্ধাপরাধ ইস্যুর পর ক্ষমতায় ঠিকে থাকার জন্য আন্তর্জাতিক সমর্থন পেতে হলে এই জঙ্গি জুযুটাই একমাত্র অস্ত্র।
হ্যা, এই অস্ত্রতেই প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে আমাদের দেশ।
ইনশাআল্লাহ সেই শুভক্ষনটা আমাদের অতিনিকটে
মন্তব্য করতে লগইন করুন