আইয়ামে জাহেলিয়াত থেকে আওয়ামী জাহেলিয়াত শুরু হয়েছে ২০০৮ সালে শেষ -হবে আল্লাহর গজবের মাধ্যমে ( ১ম পর্ব)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৩:৫৩ দুপুর



অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে কোন সময় খোদায়ী গজব অতি নিকটে। টাঙ্গাইল কালিহাতিতে যেই ঘটনা ঘটেছে তাহা জাহেলিয়াতের ঘটনাকেও হার মানাবে।

উপযুক্ত ছেলের সামনে মাকে বিবস্র করে নাজেহাল , ছেলেকে দিয়ে মাকে ধর্ষন করানোর ব্যার্থ চেষ্টা এবং তারা নিজেরা ধর্ষন করার পরে আর এই কথা বলতে বাকি থাকে না আমরা কোন সভ্যজগতে বসবাস করছি।

কিন্তু কালিহাতির জনগন তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে।



বরাবরের মতো সরকারের পুলিশ বাহীনি ইজ্জত লুণ্ঠনকারীদেরকে গ্রেফতার না করে প্রতিবাদি লোকজনের উপর গুলি চালিয়ে চারজন লোককে নিহত করেছে।

সাথে সাথে সরকার চাচ্ছে এই ঘটনার প্রতিবাদি লোকজনকে জঙ্গি ও মৌলবাদী হিসেবে আক্ষায়িত করতে , কারন হিসেবে তাদের সামনে পরিস্কার , ছেলের সামনে মাকে ধর্ষনের কথা শুনে যেই লোকজনের রক্ত টগবগ করে ফুলে উঠে কেউ অভদ্র লোক হতেই পারে না নিশ্চয় তারা মৌলবাদী।

ঝিনাইদাহ পুলিশ বাবাকে গ্রেফতার করতে না পেরে ১১ মাসের শিশুকে আটক করেছে এই হাসিনার নিয়োগকৃত পুলিশলীগ।

দুষ্টুলোকেরা বলে এই কেসটাও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মত , বাপকে ধরতে না পেরে ছেলের বিচার করা হলো।

জানিনা বাংলাদেশের এমন কোন আইন আছে কি না

বঙ্গবন্ধুর স্বপ্নের রাজ্যগড়ার আর এক সন্তান মায়ের পেটে গুলি করেছিল সেই সন্তান দুনিয়ার মুখ দেখেছে

সজীব ওয়াজেদ জয় তেলাপোকার ছবির উপর কালেমা লিখে বিশ্ববাসীর কাছে প্রতিপক্ষ জামায়াত শিবিরকে টেরোরিস্ট বানানোর ব্যার্থ চেস্টা হিসেবে তুলে ধরেছে।

আজকে যদি দেশেল মানুষের কাছে বর্তমানের টেরোরিস্টদের কথা জিজ্ঞাসা করেন তবে সবাই এক বাক্যে বলবে গোপালিপুলিশ এবং ছাত্রলীগ্ এবং লীগভুক্ত দলগুলি।

এই দেশেল ৯৯% লোক মনে করে বর্তমানের ঘটনার জন্য নুনু সাহেব ( ইনু) দায়ী

১৯৭৩-৮৪ সালে এই নুনু সাহেবরা শেখ মুজিবকে হ্ত্যার সকল রাস্তা তৈরী করেছিল এবং ১৫ই আগস্টের ঘটনার পর এই নুনু সাহেবরাই ট্যাংকের উপর নাচানাচি করেছিল আজ সেই নুনু সাহেবরা হাসিনার বাপের ওরসে শিন্নির বড় ডেকসি নিয়ে হাজির হয়েছে।

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343365
২৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৭
284617
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
343380
২৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
লজিকাল ভাইছা লিখেছেন : আল্লাহ্‌র আজাবের অপেক্ষায় না থেকে আমাদের সাধারণ মানুষদেরই এর প্রতিকার করা উচিত। না হয় আল্লাহ্‌র গজব আসলে তা কাউকে ছাড়বে না ।
২৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
284620
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কিন্তু !! আমাদের জোট নেত্রি যে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল করেছে ৯৪ দিন অবরোধের পরে কোথাকার ইজাজউদ্দিনের কথাতে সিটি কর্পোরেশনের নির্বাচনে যোগদান করেই রাজনৈতিক অপমৃত্য ঘটিয়েছে
সুতারাং সেই খাদ থেকে উত্তরনের উপায় সম্ভবত নিরব থাকা নইলে যেই ভাবে গনহারে গ্রেফতার করতেছে তাতে কম্বলের লোম বাচার মতো হবে
আপনাকে অনেক ধন্যবাদ
343439
২৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সহমত
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৫
284913
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু
ধন্যবাদ
343450
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০৭
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : ""মার্কিন পত্রিকায় তেলাপোকার গায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' সম্বলিত ছবির সাথে""

ভাই, মার্কিন পত্রিকায় তেলাপোকার ছবিই তো নাই,
আপনি ভাল মত দেখুন আবার,

দয়া করে আমাকে মুল "মার্কিন পত্রিকায় তেলাপোকার ছবির লিঙ্ক দিন , please
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৭
284915
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দাদা জান
ভালকথা বলেছেন
পাবলিশ হওয়ার সাথে সাথে যেই সমালোচনা শুরু হয়েছিল তার কয়েক ঘন্টার মধ্যে সেটাকে পরিবর্তন করেছে
343467
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : তার প্রতি ঘৃণা....সে ইহুদিদের চর....
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৭
284916
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সে মুসলমানদের দুষ্মন
343481
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৭
হতভাগা লিখেছেন :
উপযুক্ত ছেলের সামনে মাকে বিবস্র করে নাজেহাল , ছেলেকে দিয়ে মাকে ধর্ষন করানোর ব্যার্থ চেষ্টা এবং তারা নিজেরা ধর্ষন করার পরে আর এই কথা বলতে বাকি থাকে না আমরা কোন সভ্যজগতে বসবাস করছি।


০ ওফফফফ! কি জঘন্য !

এ ঘটনাতে তো শয়তানও লজ্জা পাবে !

এসব ঘটনার জন্মদানকারীকে আল্লাহ দুনিয়াতেই দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে অন্য কেউ এই ধরনের কাজ করার কথা কল্পনাতেও আনতে না পারে ।

আর আখেরাতের হিসেব যেন এদের জন্য সবচেয়ে কঠিন হয় ।

আমিন
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৮
284917
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File