প্রবাসে বসে আজ ঈদ উদযাপন করলাম , আমাদের ঈদ উদযাপনের কর্মসুচী পাঠকদের জন্য তুলে ধরলাম
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩০:১৪ দুপুর
সকল প্রবাসি ভাইদের পক্ষ থেকে দেশে অস্থানরত ভাই বোনদেরকে জানাই প্রবাসি ঈদ মুবারক
আমাকে কেউ প্রশ্ন কইরেননা যে প্রবাসি ঈদ মুবারক দিলেন কেন ?
তখন কিন্তু আমি এর উত্তর দিলে আপনরা বলবেন ও মিয়া দেশি আর প্রবাসি ঈদ কি আলাদা নাকি ?
হ ভাই আলাদা রকম সেলিবারেট হয় আলাদা বাকী প্রায় সবই একটু ভিন্ন
যেমন ধরুন আজকে আমাদের ঈদ ছিল তাতে কর্মসুচী ছিল নিন্মরুপ
১- খুব ভোরে ঘুম থেকে উঠা
২-দাত ব্রাশ করা
৩-গোছল করা
৪-ফযরের নামাজ জামায়তে আদায় করা
৫-কাপড় চোপড় পরে ঈদগাহে বা মসজিদে যাওয়া
৬-নামাজ শেষে পরিবারের সবাইর সাথে কথা বলা
৭-রুমমেটরা কিছু পাক করলে সেখান থেকে কিছু খানা খাওয়া নইলে দোকান থেকে কিছু কিনে খাওয়া
৮-কম্বল মুড়ি দিয়ে ঘুম দেওয়া একঘুমে ঈদের দিন শেষ করা
আমাদের প্রবাসিদের ঈদের মেনুতে স্বাভাবিক এইটাই থাকে তবে কারো কারো বন্ধবান্ধকদের সাথে একটু ঘুরাঘুরি থাকলেও থাকতে পারে
সবাইকে ঈদ মুবারক দিলাম
বিষয়: বিবিধ
৮৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন