ওরা কি বিজয়ি ! না পরাজিত !! বিজয়িরাতো থাকে বিজিত এলাকায় মূর্তমান আতংক যদি গায়ের জোরে বিজয় করে , আর স্বাভাবিক বিজয় হলে ভালবাসায় সিক্ত
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৫:৪৮ রাত
ভালবাস জোর করে যেমন আদায় করা যায় না তেমনি জোর করে দেশের মানুষের মন জয় করা যায় না ।
হা এককাম করা যায় সেটা হলো সুযোগে অসত ব্যাবহার করে কিছু কাল বা কিছু সময় লোকজনকে জিম্মি করা যায়।
যে বা যারা এই ধরনের হীন কাজ করে তারা কিন্তু তাদের ভবিষ্যত বাদ দিয়ে এমন কাজের দিকে হাত বাড়ায়।
এমন অনেক লোক আছে যারা ভাড়ায় খাটে তাদের কিন্তু আগের পিছের কোন হিসাব কিতাব থাকে না লুটে পুটে খাও পরে যা হবার তা হবে।
দেখবেন অনেক হাইব্রিড নেতা আছে যারা যেনতেন ভাবে একবার ক্ষমতার স্বাধ পেলেই শুরু করে গোগ্রাস করা।
এই শ্রেনীর লোকরা কিন্তু সবসময় লোকজন দেখলে ভয় পায়।
বর্তমান সরকার কি বিজয়ী না পরাজিত ?
বিজয়িরাতো থাকে বিজিত এলাকায় মূর্তমান আতংক যদি গায়ের জোরে বিজয় করে , আর স্বাভাবিক বিজয় হলে ভালবাসায় সিক্ত।
এরা বর্তমানে মানুষের সামনে মুর্তমান আতংক কারন এরা লোকজনের ভোটে ক্ষমতায় আসেনি তাই লোকজনকে কোন মুল্যায়ন করতেছেনা।
তাই কারোর ভালবাসা এদের কাম্য নয় এবং পাবার যোগ্যও নয়
এদের সামনে ভয়াবহ পরিনতি যেটা হয়তো তারা কল্পনা করেনি বা করতে পারবেনা
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন