জাগতে শুরু করেছে বাংলার মজলুমরা বিদেশের ভ্রমনের মধ্যেই অপমান অপদস্ত হচ্ছেন বাংলার মোনাফেকরা যারা ৫ই জানুয়ারীতে ভোট ছাড়া সরকার বানিয়েছে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৪:৫২ রাত
ফ্রান্সে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্ষুব্ধ প্রবাসী ও বিএনপি নেতাকর্মীদের হাতে ধাওয়া খাওয়ার পর এবার ইতালীতে ক্ষুব্ধ প্রবাসীদের ধাওয়া খেয়ে হোটেলের লবি থেকে দৌঁড়ে নিজের স্যুইট রুমে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সকাল ৯ টার দিকে ইতালীর মিলানে এঘটনা ঘটে।
ইতালীর মিলানে অনুষ্ঠিতব্য এক্সপো মিলানো-২০১৫ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশে হোটেল লবিতে এলে আকস্মিকভাবে ক্ষুব্ধ প্রবাসী ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ধাওয়া খেয়ে লবি থেকে বিক্ষোভরত প্রবাসীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশেষে তিনি সেখান থেকে নিজের রুমে দৌঁড়ে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন।
এ ঘটনার পর বাণিজ্যমন্ত্রী মিলান মহানগর পুলিশের প্রহড়ায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর এক্সপো মিলানো-২০১৫ উপস্থিত হন।
এই বিক্ষোভে নেতৃত্বদেন ইউরোপ বিএনপির সিনিয়র নেতা ও সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এরা হাজারও কাব যাব করুক না কেন , এরা তো ভোটও দিতে পায় না এবং এমনও না যে সরকারের বিপক্ষে এরা ভোট দিলে সরকার গো-হারা হেরে যাবে ।
এতে কিছুই লাভ হয় না দেশের সন্মানহানী ছাড়া।
সরকার যদি ফুটেজ বের করে এদের আত্মীয় সজন যারা দেশে আছে তাদেরকে হয়রানী করে তখন ঐ সব বীর (!) প্রবাসীরা কি করবে ?
এখন মনে হচ্ছে নিজেদের কৃতকর্মের ফুটেজ দেখা শুরু করেছে এবং অনুশোচনা শুরু করেছে অচিরেই পাগলামীর জবাব পাগলামীতেই দিতে বাংলার জনগন বসে আছে
wait and see
what is next action , Government action useless .Inshallah people is waiting ..........
মন্তব্য করতে লগইন করুন