সৌদিতে ৭০ হাজার নকল কোরআন জব্দ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৮:৪৪ দুপুর



ইসলামকে ধ্বংস করতে অনেক আগে থেকেই চলছে ষড়যন্ত্র।

এবার সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল-কোরআনকেও বিকৃত করা হয়েছে। আর সেই বিকৃত কপি বিতরণের চেষ্টা করা হয় সৌদি আরবে যাওয়া হাজিদের মাঝে।

তবে পবিত্র কোরআনের ৭০ হাজার নকল কপি বিতরণের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে সৌদি পুলিশ।

আল অ্যারবিয়া নিউজ জানায়, একটি ট্রাকযোগে কোরআনের ওই নকল কপিগুলো হাজিদের মধ্যে বিলি করার জন্য নেয়া হচ্ছিল। আর তখনই নিরাপত্তাকর্মীরা ট্রাকটি থামিয়ে সেগুলো জব্দ করে।

মক্কা শহরের আল জামুম এলাকায় ওই ট্রাকটিকে থামানো হয়।

পরে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় পবিত্র কোরআনের ৭০ হাজার নকল কপি।

আল জামুম হচ্ছে মক্কায় প্রবেশের গেটওয়ে। এখানেই হজের বড় আনুষ্ঠানিকতা হয়ে থাকে।

তবে জব্দ করা কোরআন সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি আল অ্যারবিয়ার সংবাদে।

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342995
২২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
শেখের পোলা লিখেছেন : সম্ভব হলে পরের সংবাদ সংগ্রহকরবেন প্লীজ৷ ধন্যবাদ৷
২২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
284317
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ চেষ্টা করব
অনেক ধন্যবাদ
343008
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

৭০ হাজার নকল কপি ছেলের হাতের মোয়া নয়!!
আমার প্রশ্ন-
(১)এগুলো কোথায় ছাপানো হয়েছে? নিশ্চয়ই সৌদিতেই?
(২)যদি তা না হয় তবে সৌদিতে ঢুকলো কিভাবে??
(৩)সেগুলো যে "নকল" তা নিশ্চয়ই হাফিজ দিয়ে যাচাই করা হয়েছে!

(যদিও "নকল" বলতে কী বোঝানো হচ্ছে জানিনা, কারণ কুরআন মানেই তো আল্লাহতায়ালার বানীর "নকল")

আল্লাহতায়ালাই ভালো জানেন!!
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৭
284333
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু
কয়েক দিন যাবত সোশাল মিডিয়া জুড়ে নকল কুরআনের কথা শুনছেন না ভাইয়া
তাছাড়া পাশবর্তি ইসরাইলতো তামাক খাচ্ছেনা কলকজ্বা নাড়া তো সম্ভবত ওখানে
২৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৩
285026
আবু সাইফ লিখেছেন : "ইসরাইল তামাক খাচ্ছেনা" বটে,
কিন্তু আমার প্রশ্ন গুলোর জবাব তো খুঁজে পাচ্ছিনা কোথাও!!
343037
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০৮
আবু জান্নাত লিখেছেন : পরের সংবাদ জানার অপেক্ষায়....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File